ডব্লুপিএল ২০২৪ ম্যাচ ৮: ইউপি ওয়ারিয়র্জ বনাম গুজরাত জায়ান্টস ফ্যান্টাসি টিপ্স, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

চলছে ডব্লুপিএল। সেখানে শুরুটা অবশ্যই খুব একটা ভালোভাবে করতে পারেনি ইউপি ওয়ারিয়র্জ। একই রকম ভাবে এবারের ওমেন্স প্রিমিয়ার লিগে হার দিয়েই যাত্রা শুরু করতে হয়েছে গুজরাট জায়ান্টসকেও। আগামী শুক্রবার এই দুই দলই পরস্পরের মুখোমুখি হতে চলেছে ডব্লুপিএলের মঞ্চে।

author-image
Manoj Kumar
New Update
gujarat-giants (Source: X)

GG (Source: X)

চলছে ডব্লুপিএল। সেখানে শুরুটা অবশ্যই খুব একটা ভালোভাবে করতে পারেনি ইউপি ওয়ারিয়র্জ। একই রকম ভাবে এবারের ওমেন্স প্রিমিয়ার লিগে হার দিয়েই যাত্রা শুরু করতে হয়েছে গুজরাট জায়ান্টসকেও। আগামী শুক্রবার এই দুই দলই পরস্পরের মুখোমুখি হতে চলেছে ডব্লুপিএলের মঞ্চে। যদিও একটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে কিছুটা এগিয়ে রয়েছে ইউপি ওয়ারিয়র্জ।প্রথম ম্যাচে মাত্র ২ রানে হারতে হয়েছিল ইউপি ওয়ারিয়র্জকে। সেই হতাশা যে এখনো তাদের মধ্যে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে ইউপি ওয়ারিয়র্জ।

অন্যদিকে গুজরাট তাদের প্রথম ম্যাচে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। সেখানে খুব একটা ভালো পারফরম্যান্স করে দেখাতে পারেনি তারা। সেই ম্যাচে পরাজিত হয়েছিল বেথ মুনির দল। এই ম্যাচেই ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে গুজরাট জায়ান্টস।

ইউপি ওয়ারিয়র্জ (মহিলা) বনাম গুজরাত জায়ান্টস (মহিলা)

ভেন্যু - এম চিন্নাস্বামী স্টেডিয়াম

তারিখ ও সময় - ১ মার্চ, সন্ধে ৭.৩০

টিভি সম্প্রচার - স্পোর্টস ১৮

লাইভ স্ট্রিমিং - জিও সিনেমা

পিচ রিপোর্ট

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ থেকে বোলাররা তেমন সাহায্য পাবেন না। রাতের দিকে শিশিরের সমস্যাও হতে পারে। পুরো ম্যাচ জুড়ে ব্যাটারদেরই আধিপত্য বিস্তার করতে দেখা যাবে। সুতরাং, আসন্ন ম্যাচটিতে স্কোরবোর্ডে যদি বড় রান ওঠে তাহলে তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না। প্ৰথমে ব্যাট করা দল স্কোরবোর্ডে ১৮০-১৯০ রান তুলতে চাইবে। এখানে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেওয়াই বেশি সুবিধাজনক।

সম্ভাব্য একাদশ

ইউপি ওয়ারিয়র্জ (মহিলা) - অ্যালিসা হিলি (অধিনায়ক), ভি দীনেশ, টাহলিয়া ম্যাকগ্রা, জি হ্যারিস, এস শেহরাওয়াত, কে নাভগিরে, কে পুণম, দীপ্তি শর্মা, এস একলেস্টোন, আর গায়কোয়াড়, এস ঠাকুর

গুজরাত জায়ান্টস (মহিলা) - বেথ মুনি (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ভেদা কৃষ্ণমূর্তি, ফোবি লিচফিল্ড, হারলিন দেওল, অ্যাশলে গার্ডনার, দয়ালান হেমলতা, স্নেহ রানা, তনুজা কানওয়ার, ক্যাথরিন ব্রাইস, লিয়া তাহুহু, মেঘনা সিং

ইউপি ওয়ারিয়র্জ (মহিলা) বনাম গুজরাত জায়ান্টস (মহিলা) ফ্যান্টাসি টিপস

গ্র্যান্ড লিগ

উইকেটকিপার - বেথ মুনি (অধিনায়ক এবং উইকেটরক্ষক)

ব্যাটার - ফোবি লিচফিল্ড, প্রিয়া মিশ্র, তৃষা পূজিতা, ভি দীনেশ

অল রাউন্ডার - হারলিন দেওল, স্নেহ রানা, তনুজা কানওয়ার 

বোলার - অঞ্জলি সর্বানী, এস ঠাকুর, লিয়া তাহুহু

হেড টু হেড

উইকেটকিপার - অ্যালিসা হিলি (অধিনায়ক এবং উইকেটরক্ষক)

ব্যাটার - এস শেহরাওয়াত, কে নাভগিরে, ভেদা কৃষ্ণমূর্তি, ফোবি লিচফিল্ড

অল রাউন্ডার - দীপ্তি শর্মা, জি হ্যারিস, এস একলেস্টোন

বোলার - আর গায়কোয়াড়, এস ঠাকুর, মেঘনা সিং

Sports News