ডব্লুপিএল ২০২৪ ম্যাচ ৭: রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লী ক্যাপিটালস ফ্যান্টাসি টিপ্স, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

বৃহস্পতিবার ডব্লুপিএলের মঞ্চে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে বেঙ্গালুরু। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ দিল্লী ক্যাপিটালস। পরপর ম্যাচ জিতে যথেষ্ট ছন্দে রয়েছে স্মৃতি মান্ধানার দল। সেই সঙ্গে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই দুরন্ত পারফর্ম করেছে এই দলটি।

author-image
Manoj Kumar
New Update
RCB Won

RCB WPL (Source: X)

বৃহস্পতিবার ডব্লুপিএলের মঞ্চে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে বেঙ্গালুরু। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ দিল্লী ক্যাপিটালস। পরপর ম্যাচ জিতে যথেষ্ট ছন্দে রয়েছে স্মৃতি মান্ধানার দল। সেই সঙ্গে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই দুরন্ত পারফর্ম করেছে এই দলটি। ফর্মে রয়েছে তাঁদের অন্যতম তারকা ব্যাটার রিচা ঘোষও। পরপর দুই ম্যাচ জিতে লীগ টেবিলের অবস্থান করছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একটুর জন্য অর্ধশতরাং অধরা থেকেছে অধিনায়ক স্মৃতির। ভালো খেলে শেষ অবধি অপরাজিত থেকেছেন অজি তারকা এলিস পেরি।

অন্যদিকে একটি ম্যাচ জিতলেও মুম্বাইয়ের কাছে প্রথম ম্যাচে ধরাশায়ী হয়েছিল দিল্লী। ইয়াস্তিকা ভাটিয়ার দাপটে জয় সেদিন অধরাই ছিল তাদের। যদিও পরের ম্যাচটি জিতে নেয় দিল্লী। মারিজান ক্যাপের অনবদ্য বোলিং পারফরমেন্স জয় ছিনিয়ে আনে ইউপির কাছ থেকে।

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (মহিলা) বনাম দিল্লী ক্যাপিটালস (মহিলা)

ভেন্যু - এম চিন্নাস্বামী স্টেডিয়াম

তারিখ ও সময় - ২৮ ফেব্রুয়ারী, সন্ধে ৭.৩০

টিভি সম্প্রচার - স্পোর্টস ১৮

লাইভ স্ট্রিমিং - জিও সিনেমা

পিচ রিপোর্ট

বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ থেকে বোলাররা তেমন সাহায্য পাবেন না। রাতের দিকে শিশিরের সমস্যাও হতে পারে। পুরো ম্যাচ জুড়ে ব্যাটারদেরই আধিপত্য বিস্তার করতে দেখা যাবে। সুতরাং, আসন্ন ম্যাচটিতে স্কোরবোর্ডে যদি বড় রান ওঠে তাহলে তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না। প্ৰথমে ব্যাট করা দল স্কোরবোর্ডে ১৮০-১৯০ রান তুলতে চাইবে। এখানে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেওয়াই বেশি সুবিধাজনক।

সম্ভাব্য একাদশ

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (মহিলা) - স্মৃতি মান্ধানা (অধিনায়ক), সোফি ডিভাইন, সাব্বিনেনি মেঘনা, এলিস পেরি, রিচা ঘোষ (উইকেটরক্ষক), সোফি মোলিনাক্স, জর্জিয়া ওয়্যারহাম, শ্রেয়াঙ্কা পাটিল, সিমরন বাহাদুর, শোভনা আশা, রেণুকা ঠাকুর সিং।

দিল্লি ক্যাপিটালস (মহিলা) - মেগ ল্যানিং (অধিনায়ক), শেফালি বর্মা, এ ক্যাপসি, জেমিমা রড্রিগেজ, এম ক্যাপ, এ সাদারল্যান্ড, এ রেড্ডি, এম মানি, টি ভাটিয়া. আর যাদব, এস পান্ডে

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস ফ্যান্টাসি টিপস

গ্র্যান্ড লিগ

উইকেটকিপার - ইন্দ্রানী রায় 

ব্যাটার - জেমিমা রড্রিগেজ, লওরা হ্যারিস, স্মৃতি মান্ধানা (অধিনায়ক), সোফি ডিভাইন

অল রাউন্ডার - অরুন্ধতী রেড্ডি, জর্জিয়া ওয়্যারহাম, শ্রেয়াঙ্কা পাটিল

বোলার - রেণুকা ঠাকুর সিং, সোফি মোলিনাক্স, তিতাস সাধু 

হেড টু হেড

উইকেটকিপার - রিচা ঘোষ 

ব্যাটার - মেগ ল্যানিং (অধিনায়ক), শেফালি বর্মা, সাব্বিনেনি মেঘনা, জেমিমা রড্রিগেজ

অল রাউন্ডার - এম ক্যাপ, এম মানি, এলিস পেরি, অপর্ণা মন্ডল 

বোলার - পুনম যাদব, সিমরন বাহাদুর

Sports News