ডব্লুপিএল ২০২৪ ম্যাচ ৬ঃ মুম্বই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্জ ফ্যান্টাসি টিপ্স, পিচ রিপোর্ট এবং সম্ভাব্য একাদশ

মঙ্গলবার ইউপি ওয়ারিয়র্জের বিরুদ্ধে নামছে মুম্বই ইন্ডয়ান্স। এই মুহূর্তে একটিও ম্যাচে হারেনি গতবারের চ্যাম্পিয়নরা। ওমেন্ট টি২০ লিগে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে মুম্বই।

author-image
Manoj Kumar
New Update
Amelia Kerr

Amelia Kerr. (Image Source: X)

মঙ্গলবার ডব্লুপিএলের মঞ্চে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেখানেই তাদের প্রতিপক্ষ ইউপি ওয়ারিয়র্জ। ধারেভারে যে মুম্বই ইন্ডিয়ান্স অনেকটাই তাদের থেকে এগিয়ে নামতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। এই মুহূর্তে পরপর দু ম্যাচ জিতে লিগ টেবিলে শীর্ষস্থানে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। সেইসঙ্গে ব্যাটিং থেকে বোলিংয়েও দুরন্ত ফর্মে রয়েছে হরমনপ্রীত কৌরের দল। অন্যদিকে পারফরম্যান্সের বিচারে মুম্বই ইন্ডিয়ান্সের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ইউপি ওয়ারিয়র্জ।

এখনও পর্যন্ত দুটো ম্যাচ খেলা হয়ে গেলেও একটিতেও জিততে পারেনি তারা। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিতে তারা জয়ের রাস্তায় ফিরতে পারে কিনা সেটা তো সময়ই বলবে। এই মযাচ হারলে যে তারা অনেকটাই পিছিয়ে পড়বে তা বলার অপেক্ষা রাখে না। তবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে লড়াইটা যে অত্যন্ত কঠিন তাও বলাই বাহুল্য। কারণ এই মুহূর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধনায়ক হরমনপ্রীত কৌর দুরন্ত ফর্মে রয়েছেন।

শেষ দুই ম্যাচেই ব্যাট হাতে বিধ্বংসী ফর্মে ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। শেষ ম্যাচে ব্যাটিং এবং বোলিংয়েও অসাধারণ ফর্ম প্রদর্শন করেছিলেন অ্যামেলিয়া কার। সেইসঙ্গে শাবনিম ইসমাইলও রয়েছেন সেরা ছন্দে। শেষ ম্যাচে চার উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এই ম্যাচেও ইউপির বিরুদ্ধে তিনি যে মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম শক্তি তা বেশ স্পষ্ট। অন্যদিকে ইউপি ওয়ারিয়র্জের অধিনায়ক অ্যালিসা হিলি এখনও পর্যন্ত সাফল্যের মুখ দেখতে পাননি। সেটাও চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট।

মুম্বই ইন্ডিয়ান্স(মহিলা) বনাম ইউপি ওয়ারিয়র্জ(মহিলা)

ভেন্যু - এম চিন্নাস্বামী স্টেডিয়াম

তারিখ ও সময় - ২৮ ফেব্রুয়ারী, সন্ধে ৭.৩০

টিভি সম্প্রচার - স্পোর্ট ১৮

লাইভ স্ট্রিমিং - জিও সিনেমা

পিচ রিপোর্ট

অন্যান্য ম্যাচের মতো এই ম্যাচেও পিচে শিশির সমস্যা থাকতে পারে। আর শিশিরের সমস্যা থাকলে যে সেখানে বোলারদের বল গ্রিপ করতে বেশ সমস্যা হবে তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণে এখানে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে পারেন অধিনায়করা। প্রতিপক্ষ শিবিরকে এই সমস্যার দিক ঠেলে দেওয়া কৌশল হতে পারে। 

সম্ভাব্য একাদশ

মুম্বই ইন্ডিয়ান্স(মহিলা) - হ্যালি ম্যাথুজ, যস্তিকা ভাটিয়া, ন্যাতালি সাইভার ব্রান্ট, হরমনপ্রীত কৌর, অ্যামিলিয়া কার, অমনজোতি কৌর, সাজীবন সাজানা, পূজা বস্ত্রকার, শাবনিম ইসমাইল, এসবি কীর্থানা, সাইকা ঈশাক

ইউপি ওয়ারিয়র্জ(মহিলা) - অ্যালিসা হিলি, বৃন্দা দীনেশ, চাহলিয়া ম্যাকগ্রা, গ্রেস হ্যারিস, শ্বেতা শেরাওয়াত, কিরণ নভগীরে, পুনম খেমনার, দীপ্তি শর্মা, সোফি একলেস্টোন, রাজেশ্বরী গায়কোয়াড়, গওহর সুলতানা

মুম্বই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়র্জ ফ্যান্টাসি টিপস

গ্র্যান্ড লিগ

উইকেটকিপার - যস্তিকা ভাটিয়া

ব্যাটার - হরমনপ্রীত কৌর, গ্রেস হ্যারিস, সাজিবন সাজানা

অল রাউন্ডার - ন্যাট সাইভার ব্রান্ট, অ্যামেলিয়া কার, দীপ্তি শর্মা, টাহলিয়া ম্যাকগ্রা

বোলার - সোফি একলেস্টোন, শাবনিম ইসমাইল, রাজেশ্বরী গায়কোয়াড়

হেড টু হেড

উইকেটকিপার - অ্যালিসা হিলি, যস্তিকা ভাটিয়া

ব্যাটার - হরমনপ্রীত কৌর, গ্রেস হ্যারিস

অল রাউন্ডার - হ্যালি ম্যাথুজ, ন্যাট সাইভার ব্রান্ট, অ্যামেলিয়া কার, দীপ্তি শর্মা

বোলার - সোফি একলেস্টোন, শাবনিম ইসমাইল, পূজা বস্ত্রকার

Sports News