মঙ্গলবার ওমেন্স প্রিমিয়ার লিগে জমজমাট লড়াই। গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে নামছে স্মৃতি মন্ধনার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ঘরের মাঠে স্মৃতি মন্ধনার রয়্যাল চ্যালেঢ্জার্স বেঙ্গালুরু যে ধারেভারে এগিয়ে থেকেই নামছে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে গুজরাত জায়ান্টসও তাদের প্রথম জয় পাওয়ার অপেক্ষায় রয়েছে। শেষপর্যন্ত কোন দলের অধিনায়কের মুখে হাসি ফুটবে সেতো সময়ই বলবে। মঙ্গলবারই ওমেন্স টি টোয়েন্টি লিগে অন্যতম হাই ভোল্টেজ ম্যাচে নামতে চলেছে দুই দল।
এবারের ওমেন্স প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়র্জের বিরুদ্ধেই যাত্রা শুরু করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ম্যাচে বিরাট জয় না পেলেও জয় দিয়েই যাত্রা শুরু করেছে তারা। সেই পারফরম্যান্স যে গুজরাতের বিরুদ্ধেও স্মৃতি মন্ধনারা ধরে রাখতে চাইবে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে গুজরাত রবিবারই তাদের প্রথম ম্যাচে নেমছিল। সেখানে মুম্বই ইন্ডিয়ান্সের সামনে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি তারা। ৫ উইকেটে সেই ম্যাচে হেরে গিয়েছিল বেথ মুনির দল। এই ম্যাচেই ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে গুজরাত জায়ান্টস।
পিচ রিপোর্ট
এই ম্যাচেও শিশিরের সমস্যার সামনে পড়তে হতে পারে বোলারদের। প্রতি ম্যাচেই দেখা যাচ্ছে যে শিশিরের জন্য বল গ্রিপ করতে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বোলারদের। মনো করা হচ্ছে এই ম্যাচেও টস জিতে অধিনায়ক প্রথমে বোলিংয়ের সিদ্ধান্তই নিতে চলেছে। প্রতিপক্ষকে এই সমস্যার মধ্যে ফেলে এগিয়ে যেতে চায় তারা। এখানে গুজরাতের ব্যাটিংয়ের বিরুদ্ধে শাবানা আশা এবং শ্রেয়াঙ্কা পাটিল সুযোগ করে নিতে পারেন বলে মনে করা হচ্ছে।
আবহাওয়া রিপোর্ট
শোনাযাচ্ছে যে এই ম্যাচের দিম মঙ্গলবার আবহাওয়া একেবারে পরিস্কারই থাকবে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে এদিনের তাপমাত্রা ২২ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। সেইসঙ্গে আদ্রতা থাকতে পারে ৫০ শতাংশের কাছারাছি। বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে সন্ধের দিকে হাল্কা হাওয়া বইতে পারে।
সম্ভাব্য একাদশ
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুঃ স্মৃতি মান্ধানা (অধিনায়ক), সোফি ডিভাইন, সাব্বিনেনি মেঘনা, এলিস পেরি, রিচা ঘোষ (উইকেটরক্ষক), সোফি মোলিনাক্স, জর্জিয়া ওয়্যারহাম, শ্রেয়াঙ্কা পাটিল, সিমরন বাহাদুর, শোভনা আশা, রেণুকা ঠাকুর সিং।
গুজরাত জায়ান্টসঃ বেথ মুনি (অধিনায়ক এবং উইকেটরক্ষক), ভেদা কৃষ্ণমূর্তি, ফোবি লিচফিল্ড, হারলিন দেওল, অ্যাশলে গার্ডনার, দয়ালান হেমলতা, স্নেহ রানা, তনুজা কানওয়ার, ক্যাথরিন ব্রাইস, লিয়া তাহুহু, মেঘনা সিং।