চলছে ডব্লুপিএল। সেখানে শুরুটা অবশ্য খুব একটা ভালভাবে করতে পারেনি ইউপি ওয়ারিয়র্জ। একইরকমভাবে এবারের ওমেন্স প্রিমিয়ার লিগে হার দিয়েই যাত্রা শুরু করতে হয়েছে দিল্লি ক্যাপিটালস মহিলা ক্রিকেট দলকে। সোমবার এই দুই গদলই একে অপরের মুখোমুখি। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। যদিও ধারেভারে খানিকটা হলেও এগিয়ে রয়েছে ইউপি ওয়ারিয়র্জ। তাদের দলেই রয়েছন অ্যালিসা হিলি, টাহলিয়া ম্যাকগ্রাদের মতো তারকা ক্রিকেটাররা। সেখানেই শেষপর্যন্ত কোন দলের অধিনায়কের মুখে হাসি ফোটে সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
প্রথম ম্যাচে মাত্র ২ রানে হারতে হয়েছিল ইউপি ওয়ারিয়র্জকে। সেই হতাশা যে তাদের এখনও রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছে ইউপি ওয়ারিয়র্জ। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারতে হয়েছিল ইউপি ওয়ারিয়র্জকে। দিল্লির বিরুদ্ধে যাতে সেই ঘটনার পূণরাবৃত্তি না হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছে সকলে। অন্যদিকে এবারের ডব্লুপিএলে দিল্লি ক্যাপিটালসও শুরুটা জয় দিয়ে করতে পারেনি। প্রথম ম্যাচে তাদের সামনে ছিল মুম্বই ইন্ডিয়ান্স।
সেই ম্যাচে সবকিছু ঠিকঠাক চললেও, সুযোগের সদ্ব্যাবহার করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে যাতে সেই সমস্যা না হয় সেদিকেই নজর রয়েছে দিল্লি অধিনায়কের।
সম্প্রচার ও ম্যাচ বিবরণী
ম্যাচ - ইউপি ওয়ারিয়র্জ ( মহিলা) বনাম দিল্লি ক্যাপিটালস (মহিলা )
ভেন্যু - চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
সময় এবং তারিখ - সন্ধে ৭.৩০ এবং ২৬ ফেব্রুয়ারী
হেড টু হেড
ম্যাচ - ২
দিল্লি ক্যাপিটালস জয়ী - ২
পিচ রিপোর্ট
বেঙ্গালুরুর পিচে এখনও পর্যন্ত যেতকটি ম্যাচ হয়েছে সবকটিতেই রুদ্ধশ্বাস ম্যাচ লক্ষ্য করা গিয়েছে। সেই ধারা এখানেও বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত এই পিচে প্রথম টস জিতে রান তাড়া করার সিদ্ধান্তই বেশী নিতে দেখা গিয়েছে। বল পুরনো হলে এখানে ব্যাটারদের খেলতে খানিকটা হলেও সমস্যা দেখা দিচ্ছে। সেই সময় স্পিনারদের বাড়তি সুবিধা পেতেও দেখা দিচ্ছে। এই পিচে ১৫৫ থেকে ১৭০ রান তাড়া করা সম্ভব।
সম্ভাব্য একাদশ
ইউপি ওয়ারিয়র্জ - অ্যালিসা হিলি, ভি দীনেশ, টাহলিয়া ম্যাকগ্রা, জি হ্যারিস, এস শেহরাওয়াত, কে নাভগিরে, কে পুণম, দীপ্তি শর্মা, এস একলেস্টোন, আর গায়কোয়াড়,. এস ঠাকুর
দিল্লি ক্যাপিটালস - মেগ ল্যানিং, শেফালি বর্মা, এ ক্যাপসি, জেমিমা রডরিগেজ, এম ক্যাপ, এ সাদারল্যান্ড, এ রেড্ডি, এম মানি, টি ভাটিয়া. আর যাদব, এস পান্ডে
ইউপি (মহিলা) বনাম দিল্লি (মহিলা) ফ্যান্টাসি প্রথম একাদশ
গ্র্যান্ড লিড টিম
ব্যাটার - মেগ ল্যানিং, শেফালি বর্মা, জেমিমা রডরিগেজ( সহ অধিনায়ক)
অল রাউন্ডার - এম ক্যাপ( অধিনায়ক), টাহলিয়া ম্যাকগ্রা, দীপ্তি শর্মা, এ ক্যাপসি
উইকেট কিপার - অ্যালিসা হিলি, টি ভাটিয়া
বোলার - এস একলেস্টোন, এস পান্ডে
হেড টু হেড দল
ব্যাটার - মেগ ল্যানিং, জি হ্যারিস
অল রাউন্ডার - এম ক্যাপ, জি ম্যাকগ্রা, দীপ্তি শর্মা, এ ক্যাপসি(অধিনায়ক), এ সাদারল্যান্ড( সহ অধিনায়ক)
উইকেটকিপার - টি ভাটিয়া
বোলার - এস একলেস্টোন, এস পান্ডে, এ রেড্ডি