ডব্লুপিএল ২০২৪, তৃতীয় ম্যাচঃ গুজরাত জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স, প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ

রবিবার মহিলা প্রিমিয়ার লিগ 2024 এ হাই ভোল্টেজ ম্যাচে বেঙ্গালুরুতে চিন্নাস্বামী স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামতে চলেছে গুজরাত জায়ান্টস। প্রথম ম্যাচে দিল্লির বিরুদ্ধে জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।

author-image
Manoj Kumar
New Update
MI (w)

Mumbai(w). (Image Source: X )

গতবারের চ্যাম্পিয়ন। এবারের ওমেন্ট প্রিমিয়ার লিগেও শুরুটা জয় দিয়েছেই করেছে মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিবারের মতো এবারও হরমনপ্রীত কৌরের দলের গায়ে রয়েছে ফেভারিটের তকমা। প্রথম ম্যাচ জিতে এই মুহূর্তে তারা যে অত্যন্ত আত্মবিশ্বাসী তা বলার অপেক্ষা রাখে না। সেই ধারা বজায় রেখেই গুজরাত জায়ান্টসের বিরুদ্ধেও জিততে মরিয়া হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স। রবিবার বেঙ্গালুরুতে সেই ম্যাচেই মুখোমুখি হতে চলেছে দুই প্রতিপক্ষ শিবির। শেষপর্যন্ত কোন দলের মুখে গাসি ফোটে তা তো সময়ই বলবে।

অন্যদিকে এই রবিবারই ওমেন্স প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে নামতে চলেছে গুজরাত জায়ান্টস। গতবারের খারাপ স্মৃতি ভুলে এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার তাদের কাছে প্রধান লক্ষ্য। শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। গতবারের প্রিমিয়ার লিগে একেবারেই ভাল পারফর্ম্যান্স দেখাতে পারেনি গুজরাত জায়ান্টস। একেবারে শেষ স্থানেই শেষ করেছিল তারা। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে এবার মরিয়া হয়ে রয়েছে গুজরাতের জায়ান্টরা।

এবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নতুন অধিনায়ক বেথ মুনির নেতৃত্বে নামবে গুজরাত জায়ান্টস। সেইসঙ্গে তাদের দলে রয়েছেন অ্যাশলে গার্ডনার, স্নেহ রানা এবং হার্লিন দেওলদের মতো তারকা ক্রিকেটাররা। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুজরাতের ব্যাটিং লাইনআপ যে এবার বেশ শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্সও অত্যন্ত শক্তিশালী একটি দল। হরমনপ্রীত কৌর তো রয়েছেনই। সেইসঙ্গে দলে রয়েছেন যস্তিকা ভাটিয়া, হ্যালি ম্যাথুজ, পূজা বস্ত্রকারদের মতো তারকা ক্রিকেটাররাও।

পিচ রিপোর্ট

এম চিন্নাস্বামী স্টেডিয়াম বরবারই ব্যাটারদের কাছে স্বর্গরাজ্য। এখানে সবসময় ব্যাটারদের আধিপত্যই দেখা গিয়েছে। সেইসঙ্গে স্টেডিয়ামের বাউন্ডারি ছোট হওয়ায় বোলারদের সবসময়ই খারাপ মুহূর্তের সম্মুখীন হতে হয়েছে। তবে সম্প্রতি কিছু কিছু ক্ষেত্রে এখানে ব্যাটারদেরও সমস্যায় পড়তে দেখা গিয়েছে। এই মাঠে রান তাড়া করে জেসার সিদ্ধান্তেই সাফল্য আসার সুযোগ বেশী।

আবহাওয়া আপডেট

রবিবার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও গুজরাত জায়ান্টস। সেই ম্যাচের পাশাপাশি আবহাওয়া কেমন থাকবে সেদিকেও নজর রয়েছে। শোনাযাচ্ছে তাপমাত্রা ২৭ ডিগ্রীর আশেপাশেই থাকবে এবং আদ্রতা ৩৬ শতাংশের কাছাকাছি থাকবে। হাওয়ার গতি থাকতে পারে ২২ কিমি প্রতি ঘন্টা। বৃষ্টি হওয়ার কোনও পূর্বাভাস এই মুহূর্তে নেই।

সম্ভাব্য প্রথম একাদশ

মুম্বই ইন্ডিয়ান্স মহিলা ক্রিকেট দলঃ হার্লি ম্যাথুজ, যস্তিকা ভাটিয়া. নাতালি সাইভার, হরমনপ্রীত কৌর, অ্যামেলিয়া কার, অমনজোত্ কৌর, সাজিবান সাজানা, পূজা বস্ত্রকার, শাবনিম ইসমাইল, এসবি কীর্থানা, সাইকা ঈশাক

গুজরাত জায়ান্টস মহিলা ক্রিকেট দলঃ ফোব লিচফিল্ড, বেথ মুনি, দয়ালান হেমলতা, হার্লিন দেওল, অ্যাশলে গার্ডনার, ভেদা কৃষ্ণমূর্তি, স্নেহ রানা, লি তাহুহু, মন্নত কাশ্যপ, তনুজা কানওয়ার, মেঘনা সিং

Sports News