ডব্লুপিএলের মঞ্চে অপ্রতিরোধ্য মুম্বই ইন্ডিয়ান্স। গুজরাত জায়ান্টসকেও তাদের সামনে মাথা তুলে দাঁড়াতে দিলেন না হরমনপ্রীত কৌররা। বেঙ্গালুরুতে বোলিং থেকে ব্যাটিংয়ে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করে গুজরাত জায়ান্টসকে কার্যত হেলায় হারাল হরমনপ্রীত কৌরের মুম্বই ইন্ডিয়ান্স। সেইসঙ্গেই লিগ টেবিলে শীর্ষস্থানেই নিজেদের জায়গা ধরে রাখল গতবারের চ্যাম্পিয়নরা। বেঙ্গালুরুতে গুজরাত জায়ান্টসকে ৭ উইকেটে হারাল মুম্বই ইন্ডয়ান্স। লক্ষ্য থাকলেও এই মরসুমেও শুরুটা খুব একটা ভালভাবে করতে পারল না গুজরাতের জায়ান্টসরা।
গতবার লিগ টেবিলে সবার শেষে ছিল গুজরাত জায়ান্টস। এবার প্রথম ম্যাচেই তাদের সামনে ছিল মুম্বই ইন্ডিয়ান্স। হরমনপ্রীত কৌরের দলের গায়ে এবারও রয়েছে ফেভারিটের তকমা। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় ছিলেন সকলে। ধারেভারে এগিয়ে থাকা মুম্বই ইন্ডিয়ান্সই জয় ছিনিয়ে নিল। অ্যামেলিয়া কার ও শাবনিম ইসমাইল বল হাতে মুম্বই ইন্ডিয়ান্সের কাজটা অনেকটাই সহজ করে দিয়েছিল। সেই রাস্তায় হেঁটেই গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে সহজ জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স । ব্যাট হাতে এদিন দুরন্ত পারফরম্যান্স দেখালেন হরমনপ্রীত কৌর। শেষপর্যন্ত ক্রিজে থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন হরমনপ্রীত কৌর।
৪ উইকেট নিয়ে এবং ৩১ রান করে ম্যাচের সেরা অ্যামেলিয়া কার
টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হরমনপ্রীত কৌর। শুরু থেকেই তাদের লক্ষ্যটা ছিল গুজরাত জায়ান্টসকে কম রানের মধ্যে শেষ করে দেওয়া। সেই কাজটাই একেবারে নিখুঁতভাবে করেছিলেন অ্যামেলিয়া কার এবং শাবনিম ইসমাইল। গুজরাত জায়ান্টসের টপ অর্ডারকে শুরুতেই জোরালো ধাক্কাটা দিয়েছিলেন শাবনিম ইসমাইল। ভেদা কৃষ্ণামূর্তি , হার্লিন দেওলকে ১১ রানের মধ্যেই সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। অধিনায়ক বেথ মুনিকেও ২৪ রানে থামিয়ে দিয়েছিলেন শাবনিম ইসমাইল।
Back to Back Wins for MI 💙
— 𝑺𝒉𝒆𝒃𝒂𝒔 (@Shebas_10dulkar) February 25, 2024
Harmanpreet Kaur finished with Six 💥
Mumbai Indians continue their domination just like previous season..!#WPL2024 pic.twitter.com/IYGpQXx1Rr
Btw Harampreet Scored 40(40) #WPL2024 pic.twitter.com/UEIQvYRkyy
— Jod Insane (@jod_insane) February 25, 2024
Mumbai Indians won by 5 wickets!!!
— KrrishnaTweets (@KAakrosh) February 25, 2024
Well played Harmanpreet kaur!!#WPL2024 pic.twitter.com/mX0uQ3xXcl
Complete chaos by Gujarat Giants fielders 🤭#CricketTwitter #WPL2024 #GGvMI pic.twitter.com/jVsU7b0hSY
— Female Cricket (@imfemalecricket) February 25, 2024
That was smooth 🤌🏻 Pooja Vastrakar knocked over by a beautiful delivery#WPL2024 #MIvGG #viralvideo#PSL9 pic.twitter.com/Ar3bmcVCHq
— Shahid wani (@shayu9682) February 25, 2024
👏 𝗕𝗔𝗖𝗞-𝗧𝗢-𝗕𝗔𝗖𝗞 𝗪𝗜𝗡𝗦! The Mumbai Indians pulled off a comfortable chase against the Gujarat Giants.
— The Bharat Army (@thebharatarmy) February 25, 2024
📷 Getty • #MIvGG #WPL #WPL2024 #BharatArmy pic.twitter.com/rmu64BZQq8
M-3
— alekhaNikun (@nikun28) February 25, 2024
2 in 2 for @mipaltan
Stickiness in the pitch.Chased at last.@GujaratGiants -- Should look into their batting order.
Like team,Captain @ImHarmanpreet starts the season with runs.#CricketTwitter #WPL2024#MumbaiIndianspic.twitter.com/edvNdDyuyA
যদিও এখানেই মুম্বই ইন্ডিয়ান্স বোলারদের লড়াইটা থেমে যায়নি। গুজরাতকে ঘুরে দাঁড়ানোর কোনও সুযোগই এদিন তারা দেয়নি। শাবনিম ইসমাইল পরপর ৩ উইকেট নিয়ে শুরুটা করে দিয়েছিলেন। বাকি কাজটা সেরেছিলেন অ্যামেলিয়া কার।অ্যাশলে গার্ডনার থেকে শুরু করে স্নেহ রানা, তনুজা কনওয়ারদের সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন তিনি। অ্যামেলিয়া কার একাই তুলে নিয়েছিলেন ৪ উইকেট। সেইসঙ্গে শাবনিম ইসমাইলের শিকার তিন উইকেট। ১২৬ রানেই শেষ গুজরাত জায়ান্টস।
জয়ের পথে এগোতে সেই সময় মুম্বইয়ের সামনে সহজ লক্ষ্য। যদিও ৪৯ রানের মধ্যে ৩ উইকেট খুইয়ে খানিকটা চাপে পড়ে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সও। কিন্তু অধিনায়ক হরমনপ্রীত কৌর শেষপর্যন্ত ক্রিজে থেকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। এখানেও তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন অ্যামেলিয়া কার। ব্যাট হাতে ৩১ রান করেন তিনি। এদিন ৪৬ রানে অপরাজিত থাকেন হরমনপ্রীত কৌর। ১১ বল বাকি থাকতেই এদিন ম্যাচ জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স মহিলা ক্রিকেট দল।