নাচে-গানে জমে গেল ওমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লুপিএল) উদ্বোধনী অনুষ্ঠান। বলিউড তারকাদের পারফরম্যান্সের হাত ধরে ডব্লুপিএলের দ্বিতীয় সংস্করণের একটি জমকালো উদ্বোধন হল। শাহরুখ খান, শাহিদ কাপুরের পাশাপাশি আরো অনেক বড় বড় বলিউড তারকারা এই অনুষ্ঠানে পারফর্ম করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সবার আগে পারফর্ম করেন কার্তিক আরিয়ান। তিনি গুজরাট জায়ান্টস (জিজি) দলের প্রতিনিধিত্ব করেছেন। এরপরে পারফর্ম করতে আসেন সিদ্ধার্থ মালহোত্রা। তিনি ডব্লুপিএল ২০২৩-এর রানার্স-আপ দিল্লি ক্যাপিটালসের প্রতিনিধিত্ব করেন। তাঁর অসাধারণ পারফরম্যান্সের পর মঞ্চে আসেন টাইগার শ্রফ। তার নাচের শৈলী দেখে সকলেই মুগ্ধ হন। স্টেডিয়ামের দর্শকদের করতালিই স্পষ্ট করে দেয় যে তাঁর পারফরম্যান্স কতটা ভালো ছিল। উল্লেখযোগ্যভাবে, তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রতিনিধিত্ব করেন।
টাইগার শ্রফের পর মঞ্চ মাতাতে আসেন বরুণ ধাওয়ান। তিনি তাঁর সিনেমার কয়েকটি আইকনিক গানের সাথে নাচ করেন। দর্শকদেরও এই গানগুলির সাথে আনন্দের সাথে নাচতে দেখা যায়। তিনি ইউপি ওয়ারিয়র্জের (ইউপিডব্লু) প্রতিনিধিত্ব করেন। তাঁর দুর্দান্ত পারফরম্যান্স শেষ হওয়ার পর মঞ্চে আসেন শাহিদ কাপুর। তাঁর পারফরম্যান্স সত্যিই সকলের মন জিতে নিয়েছে। তাঁকে কবির সিং সিনেমার গানেও পারফর্ম করতে দেখা যায়।
শাহরুখ খানের পারফরম্যান্স দিয়ে অনুষ্ঠান শেষ হয়
সবার শেষে ডব্লুপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাতে আসেন শাহরুখ খান। তিনি মঞ্চে আসার পর দর্শকদের উৎসাহ আরও বেড়ে যায়। তিনি শুরুতে নারীর ক্ষমতায়ন নিয়ে একটি সুন্দর বক্তৃতা দেন। তিনি তাঁর নামকরা সিনেমাগুলির গানে নাচেন। এরপর তিনি ডব্লুপিএলের পাঁচটি দলের অধিনায়কদের মঞ্চে ডাকেন এবং তাদের সাথে মিলে তিনি তাঁর বিশেষ শৈলী সকলের সামনে প্রদর্শন করেন।
উল্লেখযোগ্যভাবে, ডব্লুপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস। এমআইয়ের অধিনায়ক স্মৃতি মান্ধানা টসে জিতে প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। গতবারের চ্যাম্পিয়ন এবং রানার্স-আপের মধ্যে এই ম্যাচে শেষমেশ কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
মুম্বাই ইন্ডিয়ান্সের প্ৰথম একাদশ: হেইলি ম্যাথিউস, ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), ন্যাট সাইভার-ব্রান্ট, হরমনপ্রীত কৌর (অধিনায়ক), অ্যামেলিয়া কের, আমানজোত কৌর, সজীবন সাজানা, পূজা বস্ত্রকার, শবনিম ইসমাইল, কিরথানা বালাকৃষ্ণান, সাইকা ইশাক।
দিল্লি ক্যাপিটালসের প্ৰথম একাদশ: শেফালি বর্মা, মেগ ল্যানিং (অধিনায়ক), অ্যালিস ক্যাপসি, জেমিমাহ রড্রিগেস, মারিজান ক্যাপ, অ্যানাবেল সাদারল্যান্ড, অরুন্ধতী রেড্ডি, মিন্নু মানি, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), রাধা যাদব, শিখা পান্ডে।