ওমেন্স টি-টোয়েন্টি লিগ মাতাতে আসছেন শাহরুখ খান

ভারতে ওমেন্স টি-টোয়েন্টি লিগের উদ্বোধনে আসতে পারেন শাহরুখ খান। ইতিমধ্যেই বোর্ড ঘোষণা করে দিয়েছে মহিলাদের এই লিগের উদ্বোধনে এক ঝাঁক বলিউড তারকার সমাগম ঘটবে। আসর মাতাতে আসতে পারেন বরুণ ধাওয়ান থেকে সিদ্ধার্থ মালহোত্রা। এর পাশাপাশি শাহিদ কাপুর, টাইগার শ্রফের নাম নিয়েও জল্পনা শুরু হয়েছে।

author-image
Manoj Kumar
New Update
WPL (Source: X)

WPL (Source: X)

ভারতে ওমেন্স টি-টোয়েন্টি লিগের উদ্বোধনে আসতে পারেন শাহরুখ খান। ইতিমধ্যেই বোর্ড ঘোষণা করে দিয়েছে মহিলাদের এই লিগের উদ্বোধনে এক ঝাঁক বলিউড তারকার সমাগম ঘটবে। আসর মাতাতে আসতে পারেন বরুণ ধাওয়ান থেকে সিদ্ধার্থ মালহোত্রা। এর পাশাপাশি শাহিদ কাপুর, টাইগার শ্রফের নাম নিয়েও জল্পনা শুরু হয়েছে।

পুরুষ টি-টোয়েন্টি লিগে কলকাতার ম্যাচ থাকলেই গ্যালারিতে দেখা যায় শাহরুখ খানের উপস্থিতি। কিন্তু ওমেন্স টি-টোয়েন্টি লিগে এখনো অবধি তাঁর কোনও টিম নেই। তবুও স্মৃতি-হ্যারিদের এই লিগের সঙ্গে এই মরসুমে জুড়ে যেতে চলেছে কিং খানের নাম।

শোনা যাচ্ছে ওমেন্স টি-টোয়েন্টি লিগটিকেও পুরুষ ফ্রাঞ্চাইজি লীগের মতো রঙিন করে তুলতে চাইছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যার দ্বিতীয় সংস্করণ শুরু হবে আগামী শুক্রবার থেকে। তার দুদিন আগেই বোর্ডের তরফে হয়ে গেছে বিশেষ ঘোষণা। এই লীগের উদ্বোধনে পারফর্ম করবেন বলিউডের বাদশা। বিপুল জনপ্রিয় বলিউডের এই তারকাকে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ করার মূল অর্থই হলো হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের লিখতে বাণিজ্যিকভাবে আরও সফল করে তোলা। এর পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ড চাইছে এই লিগটিকে পুরুষ টি-টোয়েন্টি লীগের মতোই দেশের কোণে কোণে ছড়িয়ে দিতে। আগামী ২৩ শে ফেব্রুয়ারি চিন্নস্বামী স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে দিল্লী মহিলা দল। এই ম্যাচ শুরুর আগেই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মহিলা টি-টোয়েন্টি লিগের টুইটার হ্যান্ডেলে ইতিমধ্যেই শাহরুখ খানের আসার বিষয়টি নিশ্চিত করে লেখা হয়েছে, ‘প্রস্তুত হও বন্ধুরা, শাহরুখ খান ক্রিকেটের এই মহোৎসবে অংশ নিতে চলেছেন।’ এসআরকের পাশাপাশি এই অনুষ্ঠানে বিশেষ পারফরমেন্সে দেখা যাবে বলিউড স্টার কার্তিক আরিয়ানকেও। এছাড়াও থাকছেন বলিউড তারকা বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, টাইগার শ্রফ এবং শাহিদ কাপুরও।

এই গোটা টুর্নামেন্টটি চলবে আগামী ১৭ ই মার্চ পর্যন্ত। মূল ম্যাচগুলি এক্ষেত্রে ব্যাঙ্গালুরু এবং দিল্লীতেই অনুষ্ঠিত হবে। গত বছরের মহিলা টি-টোয়েন্টি লিগের মতোই এই মরসুমেও একই ফরম্যাট অনুসরণ করা হবে। লিগ পর্ব থেকে শীর্ষ তিনটি দল মূলত প্লে অফে যাবে। লিগে যে দল টেবিলের শীর্ষ স্থান অধিকার করে তারা সরাসরি ফাইনালের টিকিট পেয়ে যায়। অন্যদিকে দ্বিতীয় ও তৃতীয় স্থানের দলের মধ্যে আগামী ১৫ই মার্চ অনুষ্ঠিত হবে এলিমিনেটর। স্বাভাবিকভাবেই এই লিগ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে। 

 

Sports News