গুজরাত থেকে ছিটকে গেলেন কাশভি গৌতম

মহিলাদের টি টোয়েন্টি লিগের নিলামে অবাছাই ক্রিকেটার হিসাবে সর্বোচ্চ দাম পেয়েছিলেন কাশভি গৌতম। কিন্তু চোটের কারণে এবারের প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেন তিনি।

author-image
Manoj Kumar
New Update
Kashvee Gautam

Kashvee Gautam. (Image Source: X)

ডব্লুপিএল শুরু হওয়ার আগেই বড়সড় ধাক্কা খেল গুজরাত জায়ান্টস। এবারের নিলামে অবাছাই ক্রিকেটার হিসাবে সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটার কাশভি গৌতম ছিটকে গেলেন গুজরাত জায়ান্টস শিবির থেকে। চোট রয়েছে এই তরুণ ভারতীয় মহিলা ক্রিকেটারের। আর সেই কারণেই শেষপর্যন্ত ডব্লুপিএল থেকে সরে যেতে হল  কাশভী গৌতমকে। ডব্লুপিএল শুরু হওয়ার সময় যথ এগিয়ে আসছে, ততই যেন চোট আঘাতেপ তালিকাটা বাড়তে চলেছে গুজরাত জায়ান্টসের।  কাশভি গৌতমকে নিয়ে দুজন ক্রিকেটার ইতিমধ্যেই গুজরাত জায়ান্টস শিবির থেকে ছিটকে গেলেন।

এবারের নিলামে কার্যত সকলকে চমকে দিয়েছিলেন এই কেশভী গৌতম। অবাছাই ক্রিকেটার হিসাবে  মহিলাদের টি টোয়েন্টি প্রতিযোগিতার নিলামে এসেছিলেন তিনি। সেখানেই তাঁর ন্যূনতম মূল্যও অনেক কমন ছিল। কিন্তু যখন গুজরাত জায়ান্টস শিবির তাঁকে দলে তুলে নেয়, সেই সময় কাশভি গৌতমের নামের পাশে দাম ছিল ২ কোটি টাকা। অবাছাই ক্রিকেটার হিসাবে এবারের ডব্লুপিএলের মঞ্চে তিনিই সর্বোচ্চ দাম পেয়েছিলেন। কিন্তু চোটের কারণে এবারের ডব্লুপিএলেই নামা হচ্ছে না কাশভি গৌতমের। এই অল রাউন্ডারের না থাকাটা যে গুজরাত জায়ান্টসের কাছে বিরাট একটা ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না।

অবাছাই হিসাবে নিলামে সর্বোচ্চ দাম পেয়েছিলেন কাশভি গৌতম

যদিও তাঁর পরিবর্ত ক্রিকেটার খুঁজতে খুব একটা বেশী সময় নেয়নি গুজরাত জায়ান্টস। মুম্বইয়ের মহিলা ক্রিকেটার সায়ালি সাথগারেকে কাশভির পরিবর্তে দলে নিয়েছে গুজরাত জায়ান্টস। এই ক্রিকেটার ২০২ সালে স্মৃতি মন্ধনার ট্রেইলব্লেজার্সের হয়ে খেলেছিলেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে গুজরাত জায়ান্টসকে তিনি সাফল্য এনে দিতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে। তবে গুজরাত যে খানিকটা চিন্তায় রয়েছে তা বেশ স্পষ্ট।

এবারের গুজরাত জায়ান্টস শিবিরও বেশ শক্তিশালী। কাশভি গৌতম ছাড়াও এবারের গুজরাত শিবর নিলাম থেকে তুলে নিয়েছিলেন ফোব লিচফিল্ড, মেঘনা সিং, প্রিয়া মিশ্র, লরেন চিটল, বেদা কৃষ্ণমূর্তি এবং মন্নত কাশ্যপদের মতো ক্রিকেটারদের। যদিও কাশভি গৌতমের পাশাপাশি লরেন চিটলও ছিটকে গিয়েছেন গুজরাত জায়ান্টস থেকে। স্কিন ক্যান্সারের জন্য কয়েকদিন আগেই এই প্রতিযগিতা থেকে নাম তুলে নিয়েছিলেন নরেন চিটল। তাঁর জয়গায় নিউ জিল্যান্ডের লি তাহুহুকে নিয়েছে গুজরাত।

আগামী ২৩ ফেব্রুয়ারী থেকে শুরু হতে চলেছে এবারের ডব্লুপিএল প্রতিযেগিতা। সেখানেই ২৫ ফেব্রুয়ারী গুজরাত জায়ান্টস তদের যাত্রা শুরু করতে চলেছে। তাদের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন হরমনপ্রীত কৌরের মুম্বই।

Sports News