ইংল্যান্ডের বিরুদ্ধে একের পর এক রেকর্ড গড়েই চলেছেন যশস্বী জয়সওয়াল। বিশাখাপত্তনের পর রাজকোটেও যশস্বীর যশ অব্যহত। তৃতীয় টেস্টেও ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটারের ব্যাট থেকে এল দ্বিশতরানের ঝলক। আর তাতেই আপ্লুত গোটা ভারতীয় ক্রিকেট মহল। সেইসঙ্গেই সুনীল গাভাসকর, রাহুল দ্রাবিড়দের মতো তারকা ক্রিকেটারদের রেকর্ড ভেঙে দিলেন যশস্বী জয়সওয়াল। একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের মঞ্চে জোড়া দ্বিশতরান করার রেকর্ড গড়েছেন তিনি। সেইসঙ্গে আরও বহু রেকর্ড গড়েছেন এই তরুণ ভারতীয় ক্রিকেটার।
রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে অবশ্য বড় রান করতে পারেননি তিনি। মাত্র ১০ রানেই থেমে গিয়েছিল এই তরুণ ক্রিকেটারের ব্যাটিং ইনিংস। তবে দ্বিতীয় ইনিংসে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। তৃতীয় দিনের শুরু থেকেই ভারতের রান এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা নিজেরপ কাঁধে তুলে নিয়েছিলেন এই তরুণ ভারতীয় ব্যাটার। সেইসঙ্গে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন শুভমন গিল। তৃতীয় দিনই কেরিয়ারের তৃতীয় সেঞ্চুরীটা সেরে ফেলেছিলেন যশস্বী জয়সওয়াল। কিন্তু পিঠের যন্ত্রনার জন্য শেষপর্যন্ত রিটায়ার হার্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল।
ইংল্যান্ডের বিরুদ্ধে গাভাসকরের রেকর্ড ভাঙলেন যশস্বী জয়সওয়াল
সেই সময়ই অবশ্য ভারতীয় দল বড় রানে পৌঁছে গিয়েছিল। চতুর্থ দিন কুলদীপ যাদব সাজঘরে ফেরার পরই ফের মাঠে আসেন এই তরুণ ব্যাটার। এদিন যেন তিনি শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন। ইংল্যান্ডের তারকা ব্যাটিং লাইনআপকে মাথা তুলে দাঁড়ানোর কোনও সুযোগই দেননি। আর সেইসঙ্গেই তাঁর দ্বিশতরান ঘিরে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছিল। যশস্বী জয়সওয়াল ১৫০ রান পরার সঙ্গেই তাঁকে নিয়ে সকলের মুখে শোনাযাচ্ছিল আশার সুর। শেষপর্যন্ত সমস্ত জল্পনার অবসাম ঘটিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ফের একটা দ্বিশতরান করেন যশস্বী জয়সওয়াল।
So good to see them Bat together for India 😍👏 #YashasviJaiswal #SarfarazKhan
— Surya Kumar Yadav (@surya_14kumar) February 18, 2024
What a Story pic.twitter.com/HjMXAFTLPq
It's easy to sit at home and crib about your life situations but difficult to challenge it and change it with your persistence and hard work .
— SwatKat💃 (@swatic12) February 18, 2024
Exactly what #YashasviJaiswal did 🔥👑 pic.twitter.com/sJyJHWB9AZ
🚨 WORLD RECORD! 🚨@ybj_19 finishes with 12 sixes in his innings, going level with Wasim Akram's feat from 1996!
— MANOJ TIWARY (@tiwarymanoj) February 18, 2024
Also double hundreds in back to back test matches! What a talent he is... Way to go brother! 🏏🙌🇮🇳#YashasviJaiswal #INDvsENG pic.twitter.com/YqOH0GFCPe
During the IPL, I saw the spark in #YashasviJaiswal, predicting his bright future with Team India. And here he is, announcing his arrival in grand style with two double hundreds in the series An incredible player. Keep shining #IndvEng pic.twitter.com/qSRaHdBfos
— Yusuf Pathan (@iamyusufpathan) February 18, 2024
#YashasviJaiswal has arrived in Test cricket in fine fashion - What a player, remarkable consistency at the age of 22. ⭐👏
— ᴄᴀᴘᴛᴀɪɴ (@Cap_X_Edits) February 18, 2024
A terrific talent to have, India is lucky to have him ❤#INDvsENG #INDvENG #INDvENGTest pic.twitter.com/nvEIlXJk8N
174, 209 & 214* those are his 3 Test hundreds so far. Tells you all you need to know about Yashasvi Jaiswal. 👏👏👏#YashasviJaiswal#INDvsENG
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) February 18, 2024
What a Player #YashasviJaiswal
— Rishikesh Yadav SP♥️ (@Rishikesh_1245) February 18, 2024
Second double hundred 🔥🔥💯 @BCCI pic.twitter.com/hKQnMNUlUr
তাঁকে সাজঘরে ফেরানোর ক্ষমতা এদিন কোনও ইংল্যান্ড বোলারদের মধ্যেই ছিল না। পরপর দুই টেস্টে দ্বিশতরান করে যেমন রেকর্ড গড়েছেন, তেমনই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে এক ইনিংসে সর্বোচ্চ ওভার বাউন্ডারি হাঁকানোর রেকর্ডও গড়েছেন যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংসে একাই ১২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর আগে কোনও ভারতীয় ক্রিকেটারই এই রেকর্ড গড়তে পারেননি।
এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে ২১৪ রানে অপরাজিত ছিলেন যশস্বী জয়সওয়াল। শেষপর্যন্ত ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ৩১৪ রানে ইনিংস ঘোষণা করেন। এদিন যশস্বী জয়সওয়ালের ২১৪ রানের ইনিংসটি সাজানো রয়েছে ১২টি ছয় ও ১৪টি বাউন্ডারি দিয়ে।