অপেক্ষাটা ছিল একটি উইকেটের। শুক্রবার তৃতীয় সেশনেই রবিচন্দ্রন অশ্বিনের সেই কাঙ্খিত স্বপ্ন পূরণ। টেস্টের মঞ্চে ৫০০ উইকেটের মালিক ভারতীয় দলের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। সেইসঙ্গেই একাধিক রেকর্ডও গড়লেন ভারতীয় দলের এই তারকা স্পিনার। রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নেমেছে ভারতীয় দল। সেই টেস্ট শুরু হওয়ার আগে থেকেই রবিচন্দ্রন অশ্বিনের ৫০০ টি টেস্ট উইকেট নিয়ে নানান কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল। শেষপর্যন্ত সেই স্বপ্নপূরণ হল ম্যাচের দ্বিতীয় দিন। রবিচন্দ্রন অশ্বিনের এই সাফল্যেই আপ্লুত সকলে।
এর আগে ভারতীয় হিসাবে একমাত্র অনিল কুম্বলের এই রেকর্ড ছিল। ভারতের একমাত্র স্পিনার হিসাবে ৫০০ টি উইকেট নেওয়ার রেকর্ড গ়ড়েছিলেন অনিল কুম্বলে। সেই এলিট তালিকাতেই এবার নাম তুললেন অশ্বিন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাটিং করে ভারত করেছে ৪৪৫ রান। রাজকোটের পিচে এদিন ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে প্রথম ধাক্কাটাই দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। জ্যাক ক্রলিকে এদিন মাত্র ১৫ রানেই থামিয়ে দিয়েছিলেন তিনি। জ্যাক ক্রলিকে সাজঘরে ফেরানোর সঙ্গেই রবিচন্দ্রন অশ্বিনের মুকুটে নয়া পালক। দ্বিতীয় ভারতীয় স্পিনার হিসাবে টেস্টের মঞ্চে ৫০০ উইকেটের মালিক তিনি।
৯৮ টেস্ট খেলেই কেরিয়ারের ৫০০ তম টেস্ট উইকেট অশ্বিনের
ইংল্যান্ড ব্যাটিংয়ের জন্য মাঠে নামার সঙ্গেই রবিচন্দ্রন অশ্বিনের দিকে সকলের নজর ছিল। তাঁর ৫০০ উইকেটের অপেক্ষায় ছিল গোটা ক্রিকেট বিশ্ব। যদিও খুব একটা বেশীক্ষণ অপেক্ষা করতে হয়নি কাওকেই। ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের ১৩.১ ওভারেই জ্যাক ক্রলিকে থামিয়ে দিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। অনিল কুম্বলের রেকর্ড ছোঁয়ার সঙ্গে সঙ্গে আরও বেশ কয়েকটা রেকর্ড গড়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
Congratulation to @ashwinravi99 on achieving the 500 Test wicket milestone. Many more to come. 👏👏👏 pic.twitter.com/XANzv1Lcn7
— Nathan Lyon (@NathLyon421) February 16, 2024
Legendary stuff @ashwinravi99 congratulations #500
— Irfan Pathan (@IrfanPathan) February 16, 2024
500 Test wickets for a one-in-a-million bowler!
— Sachin Tendulkar (@sachin_rt) February 16, 2024
In AshWIN the SpinNER, there was always a WINNER. 500 wickets is a huge milestone in Test cricket. Congratulations, Champion!#INDvENG pic.twitter.com/Cb48ZJE3XO
The Astronaut goes into orbit. Great performance by a top-class operator to get to Club 500. Well done, @ashwinravi99 #Ashwin500 #IndvsEng pic.twitter.com/pE8oBuWypC
— Ravi Shastri (@RaviShastriOfc) February 16, 2024
𝟓𝟎𝟎 𝐓𝐞𝐬𝐭 𝐰𝐢𝐜𝐤𝐞𝐭𝐬
— Prabhudheva (@PDdancing) February 16, 2024
What a remarkable Achievement 👏
Congratulations @ashwinravi99 #INDvsENG pic.twitter.com/plZRH0Fuwl
এদিন বিশ্ব ক্রিকেটের মঞ্চে দ্বিতীয় দ্রুততম বোলার হিসাবে ৫০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীথরণের পর অশ্বিনের নামেই রয়েছে এই রেকর্ড। ১০০ টির থেকে কম ম্যাচে ৫০০ উইকেটের মাইলস্টোনে পৌঁছেছেন এই দুই তারকা ক্রিকেটার। ভারতের হয়ে টেস্টের মঞ্চে রবিচন্দ্রন অশ্বিন সর্বোচ্চ উইকেটের মালিক হতে পারবেন কিনা তা তো সময়ই বলবে। তবে যে গতিতে তিনি এগিয়ে চলেছেন কুম্বলেকে টপকে গেলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।
টেস্টের মঞ্চে দ্রুততম বোলার হিসাবে ৫০, ১০০, ১৫০, ২০০, ২৫০, ৩৫০, ৪০০, ৪৫০ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে অশ্বিনেরই ঝুলিতে। এবার সেই রবিচন্দ্রন অশ্বিনের মুকুটেই উঠেছে নতুন পালক। তাঁকে নিয়েই ভারতীয় ক্রিকেট মহলে এখন হৈচৈ।