অশ্বিন-কুলদীপের দাপটে ভারতের জয় এখন সময়ের অপেক্ষা

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ব্যাটিং লাইনপের বিরুদ্ধে একাই ৫ উইকেট তুলে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ৪ উইকেট পেয়েছেন কুলদীপ যাদব। ভারতের জয়ের জন্য এখন প্রয়োজন ১৫৬ রান।

author-image
Manoj Kumar
New Update
India Team

India Team. (Image Source: X)

তৃতীয় দিন ধ্রুব জুরেলের ব্যাটিংয়ে ভর করে লড়াইয়ে ফিরেছিল ভারত। সেই পরিস্থিতি থেকেই অশ্বিন এবং কুলদীপ যাদবের দুর্ধর্ষ স্পিনে ভারতের জয় এখন সময়ের অপেক্ষা। বিরাট কোনও অঘটন যদি না ঘটে, চতুর্থ দিনই কার্যত ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় পাকা করে ফেলবেন রোহিত শর্মারা। তৃতীয় দিনের শেষে ভারতের রান  বিনা উইকেটে ৪০। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল। তাদের দিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা দেশ। রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের জয়ের জন্য এখন প্রয়োজন ১৫২ রান।

দ্বিতীয় দিন যশস্বী জয়সওয়াল অর্ধশতরান পেলেও, একের পর এক উইকেট খুইয়ে কার্যত চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। সেই সময় ক্রিজে ছিলেন ধ্রুব জুরেল। সেই পরিস্থিতি থেকেই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। তৃতীয় দিনের শুরু থেকেই লড়াইটা একা করছিলেন। অপর দিকে থাকা লোয়ার অর্ডার ব্যাটাররা কেউই সেভাবে সঙ্গ দিতে পারেননি ধ্রুব জুরেলকে। কিন্তু ইংল্যান্ডের বোলিং লাইনআপের বিরুদ্ধে একেবারেই দমে যাননি এই তরুণ ক্রিকেটার।

পাঁচ উইকেট নিয়ে ঘরের মাঠে ৩৫০ টেস্ট উইকেট নিলেন অশ্বিন

কখনোও আকাশদীপ সিং তো কখনোও মহম্মদ সিরাজকে নিয়ে লড়াইটা চালিয়ে গিয়েছেন। তবে আক্ষেপ একটাই। সেঞ্চুরীটা মাঠেই ফেলে আসতে হয়েছে তাঁকে। শেষরক্ষা করতে পারেননি তিনি। ৯০ রানেই থেমেছিল ধ্রুব জুরেলের ইনিংস। সেঞ্চুরী না পেলেও, এই ইনিংসটাই যে এদিন ভারতের ঘুরে দাঁড়ানোর ভিতটা তৈরি করে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না। ইংল্যান্ডের সামনে সেই সম. থেকেই অপেক্ষায় ছিল ভারতের স্পিন আক্রমণের। তৃতীয় দিনের শেষ সেশনটা ভারতীয় বোলারদের সামনে আর মাথা তুলে দাঁড়াতেই পারেনি তারা।

শুরুর দিকে ইংল্যান্ডের হয়ে জ্যাক ক্রলি লড়াইটা শুরু করেছিলেন। কিন্তু ভারতের অশ্বিন এবং কুলদীপ অস্ত্রের সামনে ইংল্যান্ডের বাকি ব্যাটাররা কার্যত অসহায়ই ছিলেন এদিন। মাথা তুলে দাঁড়ানোর কোনও জায়গাই যেন পাননি তারা। বেন ডাকেট. অলি পোপ এবং জো রুটের মতো তারকা ক্রিকেটারদের মাঠে বেশীক্ষণ থাকার সময়ই দেননি রবিচন্দ্রন অশ্বিন। মাঝে ইংল্যান্ডের হবয়ে বড় রানের পথে এগিয়ে চলা জ্যাক ক্রলিকে থামানোর দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিলেন কুলদীপ যাদব। চায়নাম্যান স্পিনারের সামনে ৬০ রানেই থেমে যান জ্যাক ক্রলি।

এরপর বেন স্টোকস এবং টম হার্টলিকেও তিনিই সাজঘরের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন। ম্যাচের ভবিষ্যত্ কার্যত সেই সময় থেকেই স্পষ্ট হতে শুরু করেছিল।  এর মাঝে ফের অশ্বিনের আক্রমণ, বেন ফোকসকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে অশ্বিন একাই তুলে নিয়েছিলেন ৫ উইকেট। কুলদীপ যাদবের শিকার ৪ উইকেট। ১৪৫ রানেই শেষ ইংল্যান্ড। বড় লিডও নিতে পারেনি তারা। তৃতীয় দিনের শেষে ভারতের রান ৪০। জয়ের জন্য তাদের প্রয়োজন ১৫৬ রান।

Sports News