দ্বিতীয় দিন ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্স করে ভারতীয় ক্রিকেটারদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিলেন ইংল্যান্ড ব্যাটাররা।তৃতীয় দিন ম্যাচে ফিরতে হলে যে ভারতীয় বোলারদের অসাধারণ কিছু একটা করতে হত তা বলার অপেক্ষা রাখে না। কুলদীপ যাদব, মহম্মদ সিরাজরা সেটাই করে দেখিয়েছিলেন। তৃতীয় দিন শুরুর কিছুক্ষণের মধ্যেই বেন ডাকেটকে ফিরিয়ে দিয়ে ভারতীয় দলের অন্দরে স্বস্তি এনে দিয়েছিলেন কুলদীপ যাদব। আর সেই জায়গা থেকেই ম্যাচের হাল ধীরে ধীরে নিজেদের দখলে নিতে থাকে টিম ইন্ডিয়া। বাকিটা ব্যাট হাতে সামলে দেন যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় ইনিংসে যশস্বীর সেঞ্চুরীর সৌজন্যে জয়ের পথে ভারত।
ভারতের সামনে তৃতীয় দিন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলেন বেন ডাকেট। দ্বিতীয় দিনই সেঞ্চুরী করে ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তিনি। তৃতীয় দিনও শুরুটা বেশ ভালভাবেই করেছিলেন তিনি। সেই জায়গাতেই ইংল্যান্ড শিবিরকে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছিলেন কুলদীপ যাদব। বেন ডাকেটকে ১৫৩ রানেই সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন। সেই থেকেই ইংল্যান্ড ব্যাটিং লাইনআপের ওপর ভারতীয় দলের বোলাররা চাপটা ক্রমশই বাড়াতে থাকেন।
কেরিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরী পেলেন যশস্বী জয়সওয়াল
সেই জায়গা থেকেই আর ঘুরে দাঁড়াতে পারেনি ব্রিটিশ বাহিনী। জো রুটকে এদিনও সেই জসপ্রীত বুমরাই সাজঘরে ফিরিয়ে দিয়েছিলেন। ভারতের মাটিতে জনি বেয়ারস্টোর খারাপ পারফরম্যান্সের ধারা এখনও অব্যহত। ০ রানেই সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে। বেন স্টোকস ও বেন ফোকস চেষ্টা করলেও, ভারতীয় বোলিং আক্রমণের সামনে এঁটে উঠতে পারেননি। দ্বিতীয় দিন ইংল্যান্ডের রান ছিল ২০৭। এদিন মাত্র ১১২ রান যোগ করেই থেমে গিয়েছিল ব্রিটিশদের ইনিংস। ১২৬ রানের লিড নিয়েই মাঠে নেমেছিল ভারতীয় দল।
Back to back century for Yashasvi Jaiswal. Treating Spinners the way they should be treated.
— Virender Sehwag (@virendersehwag) February 17, 2024
De dana dan pic.twitter.com/ILmqVIc1iC
Rohit Sharma's reaction on Yashasvi Jaiswal completing his century. 👌 pic.twitter.com/d4dRY7qS0J
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 17, 2024
All hail @ybj_19
— Ridhima Pathak (@PathakRidhima) February 17, 2024
What a talent👏
👐👏💥🇮🇳 #INDvsENG #INDvsENGTest pic.twitter.com/ZcmGslnlFd
Allow me to give you the taste of your own medicine
— रोहित जुगलान Rohit Juglan (@rohitjuglan) February 17, 2024
That 80odd in Hyderabad- double 💯 in Vizag & another century here in Rajkot
He is not here to stay - He is here to RULE #Jaiswal#INDvsENG pic.twitter.com/hsoWZj4AFZ
Dinesh Karthik appreciated Siraj for his brilliant bowling.
— Anvar Khan (@anvarkhan63) February 17, 2024
Siraj said "Thank you, DK Bhai. See you in RCB".#INDvsENG #INDvENG#INDvENGTest #INDvsENGTestpic.twitter.com/L0MZOQfqRf
What a comeback from India! Without the services of Ashwin. Great day 3 so far, for India. 👏👏👏#INDvsENG
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) February 17, 2024
*This is the moment of Yashasvi Jaiswal 💯
— Sarfaraz Khan (@sarfarazkhan) February 17, 2024
Its a champion inning 🏆, I proud to be part of this team ❤️ 🇮🇳 ❤️#INDvsENG #Yashasvi #YashasviJaiswal pic.twitter.com/F2GwGBG3xK
প্রথম ইনিংসে বড় রান করতে পারেননি। এই ইনিংসে আর কোনও ভুল করেননি যশস্বী জয়সওয়াল। রোহিত শর্মা ১৯ রানে ফিরে গিয়েছিলেন। সেই থেকেই শুভমন গিলকে নিয়ে ভারতীয় দলের রান এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। চলতি সিরিজেই ফের একটি সেঞ্চুরী ইনিংস খেললেন তিনি। ইংল্যান্ডের সমস্ত আশা শেষ কের কার্যত ভারতের জয়ের রাস্তাটা যেন এই তরুণ ক্রিকেটারই পাকা করে দিলেন।
সেইসঙ্গে তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন আরেক তারকা ক্রিকেটার শুভমন গিল। যশস্বী জয়সওয়াল ১০৪ রান করেই রিটায়ার হার্ট নিতে বাধ্য হয়েছেন। কিন্তু সেই রানের মধ্যেই ৯টি চার ও ৫টি ছয় হাঁকানো হয়ে গিয়েছে তাঁর। দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ১৯৬। লিড ৩২২ রানের। ক্রিজে ৬৫ রানে অপরাজিত শুভমন গিল।