মুম্বাই ইন্ডিয়ান্সকে ধরাশায়ী করে চলতি মরসুমে প্ৰথম জয় পেল ইউপি ওয়ারিয়র্জ

ওমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লুপিএল) ২০২৪-এর ষষ্ঠতম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে (এমআই) ৭ উইকেটে হারাল ইউপি ওয়ারিয়র্জ। এই মরসুমে এটি ছিল অ্যালিসা হিলির নেতৃত্বাধীন দলের প্ৰথম জয়।

author-image
Manoj Kumar
New Update
Alyssa Healy and Kiran Navgire

Alyssa Healy and Kiran Navgire. (Photo Source: X)

ওমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লুপিএল) ২০২৪-এর ষষ্ঠতম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে (এমআই) ৭ উইকেটে হারাল ইউপি ওয়ারিয়র্জ। এই মরসুমে এটি ছিল অ্যালিসা হিলির নেতৃত্বাধীন দলের প্ৰথম জয়।

এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ইউপি ওয়ারিয়র্জ। প্ৰথমে ব্যাটিং করতে নেমে শুরুটা বেশ ভালোভাবেই করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। দুই ওপেনার ইয়াস্তিকা ভাটিয়া এবং হেইলি ম্যাথিউস মিলে ৫০ রানের একটি সুন্দর পার্টনারশিপ করেন। ইয়াস্তিকা ৩টি চার এবং ১টি ছয় সহ ২২ বলে ২৬ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। হেইলি ম্যাথিউস ৪৭ বলে ৫৫ রানের একটি দারুণ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৯টি চার এবং ১টি ছয় মারতে সক্ষম হন। ন্যাট সাইভার-ব্রান্ট ১৪ বলে ১৯ রান করে রান আউট হন। অ্যামেলিয়া কের এবং পূজা বস্ত্রকার যথাক্রমে ১৬ বলে ২৩ রান এবং ১২ বলে ১৮ রান করেন।

শেষে ইসি ওং ৬ বলে অপরাজিত ১৫ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। সজীবন সাজানা ২ বলে ৪ রান করে নিজের উইকেট হারান। শেষমেশ স্কোরবোর্ডে ২০ ওভারে ৬ উইকেটে ১৬১ রান তোলে মুম্বাই ইন্ডিয়ান্স। অঞ্জলি সরভানি, গ্রেস হ্যারিস, সোফি একলেস্টোন, দীপ্তি শর্মা এবং রাজেশ্বরী গায়কওয়াড় প্রত্যেকেই ১টি করে উইকেট শিকার করেন।

২১ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ইউপি ওয়ারিয়র্জ

রান তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্তভাবে করে ইউপি ওয়ারিয়র্জ। এই ম্যাচে ওপেনিং করার সুযোগ পান কিরণ নভগিরে। তিনি শুরু থেকেই ঝোড়োগতিতে রান তুলতে থাকেন। তাঁর এবং অধিনায়ক অ্যালিসা হিলির মধ্যে ৯৪ রানের একটি অসাধারণ পার্টনারশিপ গড়ে ওঠে। কিরণ নভগিরে ৩১ বলে ৫৭ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ৬টি চার এবং ৪টি ছয়। অ্যালিসা হিলি ৫টি চার সহ ২৯ বলে ৩৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।

তাহলিয়া ম্যাকগ্রা স্কোরবোর্ডে বেশি রান যোগ করতে পারেননি। তিনি ৪ বলে মাত্র ১ রান করে নিজের উইকেট হারান। এরপর ইউপি ওয়ারিয়র্জকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। গ্রেস হ্যারিস এবং দীপ্তি শর্মা মিলে ইউপি ওয়ারিয়র্জকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। হ্যারিস ১৭ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। দীপ্তি শর্মা ২০ বলে অপরাজিত ২৭ রান করেন। ইসি ওং ২টি উইকেট নেন। অ্যামেলিয়া কের ১টি উইকেট নিতে সক্ষম হন।

এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন -

Sports News