চতুর্থ টেস্ট ম্যাচের প্ৰথম দিনে শুরুটা ভালোভাবে করতে পারেনি বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড। তবে জো রুটের দুরন্ত শতরান দিনের শেষে তাদের একটি ভালো অবস্থানে পৌঁছে দিয়েছে। অন্যদিকে, ভারতের বোলাররা শুরুতে ইংল্যান্ডের ব্যাটারদের ধরাশায়ী করতে সক্ষম হলেও শেষমেশ তারা নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি।
উল্লেখযোগ্যভাবে, এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরু থেকেই তারা একের পর এক উইকেট হারাতে থাকে। মাত্র ১১২ রানের মধ্যেই ইংল্যান্ডের পাঁচজন ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যান। বেন ডাকেট ২১ বলে মাত্র ১১ রান করে নিজের উইকেট হারান। আরেক ওপেনার জ্যাক ক্রলি ৪২ বলে ৪২ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৬টি চার এবং ১টি ছয় মারেন। অলি পোপ ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হন। তিনি ২ বলে ০ রানে প্যাভিলিয়নে ফিরে যান। জনি বেয়ারস্টো ৪টি চার এবং ১টি ছয় সহ ৩৫ বলে ৩৮ রান করতে সক্ষম হন। অধিনায়ক বেন স্টোকস ৬ বলে মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।
বেন ফোকস ১২৬ বলে ৪৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ৪টি চার এবং ১টি ছয়। ইংল্যান্ড ৫ উইকেট হারানোর পর তিনি এবং জো রুট মিলে ১১৩ রানের একটি অসাধারণ পার্টনারশিপ করেন। টম হার্টলি ২৬ বলে ১৩ রান করে আউট হন। জো রুট ২২৬ বলে ১০৬ রান করে অপরাজিত রয়েছেন। তাঁকে সঙ্গ দিচ্ছেন অলি রবিনসন। তিনি ৬০ বলে ৩১ রান করেছেন। প্ৰথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর হল ৯০ ওভারে ৭ উইকেটে ৩০২ রান।
ইংল্যান্ডের টপ অর্ডারকে ধরাশায়ী করেন আকাশ দীপ
নিজের অভিষেক ম্যাচে বল হাতে সবাইকে চমকে দিয়েছেন আকাশ দীপ। তিনি ১৭ ওভারে ৭০ রানের বিনিময়ে ৩টি উইকেট তুলে নিয়েছেন। তিনি বেন ডাকেট, জ্যাক ক্রলি এবং অলি পোপকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন।
মহম্মদ সিরাজ ১৩ ওভারে ৬০ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছেন। তিনি বেন ফোকস এবং টম হার্টলিকে আউট করতে সক্ষম হন। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা যথাক্রমে ২৭ ওভারে ৫৫ রান এবং ২২ ওভারে ৮৩ রান দিয়ে ১টি করে উইকেট নেন। দ্বিতীয় দিনের খেলায় কি হয় সেটাই এখন দেখার বিষয়।
এই ম্যাচের প্ৰথম দিনের খেলা নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন -
JOE ROOT IS THE STAR ON DAY 1 🫡
— Johns. (@CricCrazyJohns) February 23, 2024
England were 112 for 5, after choosing to bat first with 1-2 down in the series and then ended the day at 302 for 7 with Joe Root batting on 106* runs. pic.twitter.com/3WJBc8UVPM
England 302/7 on Day 1 Stumps.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 23, 2024
What a recovery by England, from 112/5 to 302/7. Joe Root is the superstar of the day with his 31st Test ton. Foakes and Robinson with a great support to him. pic.twitter.com/1cjaCYw7Wt
Debuting as a fast bowler on Indian pitches is never easy, but Akash Deep is certainly making a mark straight away. Well done, boy! 👏 #INDvsENG
— Irfan Pathan (@IrfanPathan) February 23, 2024
Joe Root against India in Test Cricket.
— CricketMAN2 (@ImTanujSingh) February 23, 2024
- Root loves India, What a player! pic.twitter.com/easn2uJvbW
Happy Cap
— 𝐕𝐢𝐤𝐤𝐮 (@vivek_kumar_18) February 23, 2024
He knows the importance of this innings 💛❤️
— Saif Satti (@SaifArRehman) February 23, 2024
First player to score 10 Test hundreds against India.
— Kausthub Gudipati (@kaustats) February 23, 2024
Next highest: 9 by Steve Smith
Well played champ
— Ayush Singh (@imabhinashS) February 23, 2024
JOE SUPER ROOT 👑
— Waqar Afridi (@WakaAfridi) February 23, 2024
Test Hundred number 31 for the GOAT from England. So Pleasing to see him Play his Natural Game. This is How he should Play. The COMMON SENSE BALL and Let the Others do BAZBALL around him.
A Grand Comeback by Root. Top Top Innings under the Pressure 😍👍…
275 feels like a very competitive total on this pitch … at 112 for 5 England looked well short but common sense arrived and England are now back in the game … #INDvENG
— Michael Vaughan (@MichaelVaughan) February 23, 2024