বেন ডাকেটের শতরানের হাত ধরে দ্বিতীয় দিনের শেষে ভালো পরিস্থিতিতে ইংল্যান্ড

প্ৰথম দিনের শেষে ম্যাচ পুরোপুরিভাবে ভারতের নিয়ন্ত্রণে ছিল। তবে দ্বিতীয় দিনে দারুণভাবে কামব্যাক করেছে ইংল্যান্ড। বেন ডাকেটের দুরন্ত শতরানের হাত ধরে দ্বিতীয় দিনে শেষটা বেশ ভালোভাবেই করেছে বেন স্টোকসের নেতৃত্বাধীন দল।

author-image
Manoj Kumar
New Update
Ben Duckett

Ben Duckett. (Photo Source: X)

প্ৰথম দিনের শেষে ম্যাচ পুরোপুরিভাবে ভারতের নিয়ন্ত্রণে ছিল। তবে দ্বিতীয় দিনে দারুণভাবে কামব্যাক করেছে ইংল্যান্ড। বেন ডাকেটের দুরন্ত শতরানের হাত ধরে দ্বিতীয় দিনে শেষটা বেশ ভালোভাবেই করেছে বেন স্টোকসের নেতৃত্বাধীন দল।

দ্বিতীয় দিনের শুরুতেই রবীন্দ্র জাদেজার উইকেট হারায় ভারতীয় দল। তিনি ২২৫ বলে ১১২ রানের একটি অসাধারণ ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যান। কুলদীপ যাদব ২৪ বলে ৪ রান করে নিজের উইকেট হারান। এরপর, রবীন্দ্র জাদেজা এবং ধ্রুব জুরেল মিলে ৭৭ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন। নিজের অভিষেক ম্যাচে ২টি চার এবং ৩টি ছয় সহ ১০৪ বলে ৪৬ রানের একটি সুন্দর ইনিংস খেলেন জুরেল। অন্যদিকে, অশ্বিন ৬টি চার সহ ৮৯ বলে ৩৭ রান করেন। শেষে জসপ্রীত বুমরাহ ৩টি চার এবং ১টি ছয় সহ ২৮ বলে ২৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। মহম্মদ সিরাজ ২১ বলে ৩ রান করে অপরাজিত থাকেন। শেষমেশ ১৩০.৫ ওভারে ১০ উইকেটে ৪৪৫ রান করে ভারত।

এই ইনিংসে ইংল্যান্ডের সবথেকে সফল বোলার ছিলেন মার্ক উড। তিনি ২৭.৫ ওভারে ১১৪ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার করেন। রেহান আহমেদ ২২ ওভারে ৮৫ রান দিয়ে ২টি উইকেট নেন। জেমস অ্যান্ডারসন, টম হার্টলি এবং জো রুট যথাক্রমে ২৫ ওভারে ৬১ রান, ৪০ ওভারে ১০৯ রান এবং ১৬ ওভারে ৭০ রানের বিনিময়ে ১টি করে উইকেট পান।

দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ইংল্যান্ড

প্ৰথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ঝোড়োভাবে করেছে ইংল্যান্ড। বেন ডাকেট শুরু থেকেই আক্রমণাত্মকভাবে ব্যাটিং করতে থাকেন। আরেক ওপেনার জ্যাক ক্রলি খুব বেশি রান করতে পারেননি। তিনি ২৮ বলে মাত্র ১৫ রান করে আউট হন। তাঁকে প্যাভিলিয়নে ফেরত পাঠান রবিচন্দ্রন অশ্বিন। টেস্ট ক্রিকেটে এটি ছিল তাঁর ৫০০তম উইকেট। উল্লেখযোগ্যভাবে, ডাকেট এবং ক্রলি মিলে প্ৰথম উইকেটে ৮৯ রানের পার্টনারশিপ করেন।

এরপর, বেন ডাকেট এবং অলি পোপের মধ্যে ৯৩ রানের একটি দারুণ পার্টনারশিপ গড়ে ওঠে। পোপ ৫টি চার এবং ১টি ছয় সহ ৫৫ বলে ৩৯ রান করে আউট হন। ডাকেট ১১৮ বলে ১৩৩ রান করে অপরাজিত রয়েছেন। অন্যদিকে, জো রুট ১৩ বলে ৯ রান করে অপরাজিত রয়েছেন। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর হল ৩৫ ওভারে ২ উইকেটে ২০৭ রান।

এই ম্যাচের দ্বিতীয় দিনের খেলা নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন -

Sports News