তরুণ এনড্রিকের হাতেই ব্রাজিলের বিশ্বজয়ের শাপমোচন দেখছেন কাফু

আগামী জুলাই মাসেই রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠে নামতে চলেছেন তরুণ ব্রাজিলিয়ান ফুটবলার এনড্রিক। ব্রাজিলের ঘরোয়া লিগে শেষ মরসুমে রয়েছে ১৪টি গোল।

author-image
Manoj Kumar
New Update
Endrick

Endrick ( Image Source: X (formerly known twitter )

২০০২ সালে শেষবার ফুটবল বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। মাঝে হয়ে গিয়েছে তিনটি ফুটবল বিশ্বকাপ। কিন্তু ট্রফি নিয়ে সাম্বা নাঁচ দেখা যায়নি। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পি.নদের ঝুলিতে শুধুই এসেছে ব্যর্থতা। বারবার চেষ্টা করেও ফাঁকা হাতেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের মঞ্চেও চিত্রটা বদলায়নি। ২০২৬ সালের বিশ্বকাপ শুরু হতে এখনও প্রায় দু বছরের বেশী সময় বাকি রয়েছে। কিন্তু তার আগেই এক তরুণ ব্রাজিলিয়ান ফুটবলারকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বানী করলেন কাফু। আর তাতেই যে ফুটবল বিশ্ব জুড়ে শুরু হয়ে গিয়েছে নানান জল্পনা, তা বলার অপেক্ষা রাখে না।

আগামী জুলাই মাসে ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার এনড্রিক ১৮ বছরে পা দেবেন। এরপরই রিয়াল মাদ্রিদের হয়ে দেখা যাবে এই তরুণ ফুটবলারকে। বিশ্ব ফুটবলের এই বিরাট প্রতিষ্ঠানের হয়ে নামার আগেই তাঁকে নিয়ে অনেক বড় ভবিষ্যদ্বানী করলেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু।  আগামী দিনে ব্রাজিল ফুটবলের সেরা তারকা নাকি হয়ে উঠতে চলেছেন এই এনড্রিক। এই মুহূর্তের তাবড় তাবড় তরুণ তারকা ফুটবলারদের দূরে সরিয়ে রেখে কেন কাফু এই ১৭ বর্ষীয় ফুটবলারকে বেছে নিয়েছেন তা নিয়েই নানান হিসাব নিকাশ আরম্ভ হয়ে গিয়েছে।

শেষ মরসুমে ব্রাজিলের ঘরোয়া লিগে এনড্রিকের গোল রয়েছে ১৪টি

একটি সংস্থায় সাক্ষাতকার দিতে গিয়ে কাফু এনড্রিকের প্রসঙ্গে জানিয়েছেন, "তিনি আমাদের দেশের সবচেয়ে বড় আশা হয়ে উঠতে চলেছেন। তিনিই হয়ে উঠতে চলেছেন আমাদের দেশের সবচেয়ে বড় তারকা। শেষ দশ বছরের তুলনায় তিনি হয়ে উঠতে চলেছেন অন্যতম সেরা একজন ফুটবলার। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি অবশ্যই ভাল পারফরম্যান্স দেখাবেন। কারণ সেখানেই তিনি যোগ দেবেন তরুণ ফুটবলার রডরিগো, ভিনিসিয়াস জুনিয়রদের সঙ্গে"।

এখনও পর্যন্ত ব্রাজিলের ঘরোয়া লিগে খেলেছেন এই তরুণ ফুটবলার। সেখানেই নিজের পারফরম্যান্স দিয়ে মন জিতে নিয়েছেন ২০০২ সালের ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফুর। শেষ মরসুমে ব্রাজিলের ঘরোয়া লিগে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ফুটবলার। সেখানেই ৩৮ ম্যাচে এনড্রিকের গোল ছিল ১৪টি। শধু গোল করা নয়, গোল করানোর পিছনেও অবদান রয়েছে এই তরুণ ফুটবলারের। এমন পারফরম্যান্স দেখার পরই এনড্রিককে নিয়ে উচ্ছ্বাসের সুর কাফুর গলায়।

আগামী জুলাই মাসেই রিয়াল মাদ্রিদের হয়ে  মাঠে নামবেন এই তরুণ ফুটবলার। সেখানেই যে তাঁর পারফরম্যান্সের দিকে এখন তাকিয়ে অসংখ্য ব্রাজিল সমর্থক তা বলাই বাহুল্য। 

Sports News