৪০মিনিটেই জয়, চীনকে হারিয়ে অঘটন সিন্ধুর

দীর্ঘদিন চোট সমস্যায় জর্জরিত থাকার পর ফের ফিরলেন একনম্বর ভারতীয় ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু। এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে ভারতীয় দল। সেখানে তার নেতৃত্বেই মহিলা দল ৩-২ ফলের ব্যবধানে হারিয়ে দিল শক্তিশালী চীনকে।

author-image
Manoj Kumar
New Update
pv-sindhu (Source: X)

pv-sindhu (Source: X)

দীর্ঘদিন চোট সমস্যায় জর্জরিত থাকার পর ফের ফিরলেন একনম্বর ভারতীয় ব্যাডমিন্টন তারকা পি ভি সিন্ধু। এশিয়া টিম চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে ভারতীয় দল। সেখানে তার নেতৃত্বেই মহিলা দল ৩-২ ফলের ব্যবধানে হারিয়ে দিল শক্তিশালী চীনকে। গত বছর অক্টোবরে হাঁটুতে চোট পাওয়ার পর থেকেই ছন্দপতন ঘটে দুবারের অলিম্পিকসে পদকজয়ী তারকা পি ভি সিন্ধুর। কিন্তু বুধবার তাকে ফের আগের মতোই আগ্রাসী মেজাজে দেখা যায়। মাত্র ৪০ মিনিটের ব্যবধানে উড়িয়ে দেন চীনের হান ইয়ুকে। ম্যাচের ফলাফল ভারতীয় তারকার পক্ষে ২১-১৭, ২১-১৫তে শেষ হয়। ম্যাচের পরবর্তীতে সিন্ধু প্রতিযোগিতার সরকারি ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বলেন, ‘ নিঃসন্দেহে এই জয়টা আমার কাছে বিশাল বড় একটা প্রাপ্তি। নিজের খেলায় আমি যথেষ্ট সন্তুষ্ট।’

এর পাশাপাশি তিনি আরও যোগ করেন, ‘ প্রতিপক্ষ হিসেবে চীন বরাবর খুবই লড়াকু একটি দল। তবে আমরাও জয়ের জন্য পাল্লা দিয়ে লড়াই করেছি। তাই জন্যই এই এত বড় জয়টি আমরা পেলাম। আমরা আশা রাখি পরের ম্যাচে আমরা আরো ভালো খেলবো। ভুল শুধরে নেওয়াটাই গুরুত্বপূর্ণ।’ 

কিন্তু সিন্ধুর পরে দ্বিতীয় সিঙ্গেলসে হতাশ করেন অস্মিতা চালিহা। চীনের সাথে ওই ম্যাচে স্কোর হয় ১৩-২১ ও ১৫-২১। প্রথম ডাবলসেও হতাশ করেন তনিশা কাস্ত্রো ও অশ্বিনী পোনাপ্পা জুটি। তাঁরা পরাজিত হন ১৯-২১, ১৬-২১। এই জায়গা থেকে ভারতকে আবার পাল্টা লড়াইয়ে ফিরে আনে তৃষা জোলি ও গায়ত্রী গোপীচন্দের জুটি। তারা এক ঘন্টা ১৭ মিনিট টানা লড়াই করে পরাজিত করেন চীনের লি জিং ও সু মিন জুটিকে। ম্যাচ শেষে তাঁদের স্কোর দাঁড়ায় ১০-২১, ২১-১৮, ২১-১৭। এরপরেই কার্যতো ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। ভারতের মহিলা দলের জয়ের দিনে নজর কেড়েছে ১৬ বছরের নতুন তারকা আনমোল খরব। বিশ্ব ক্রমতালিকার ৪৭২ নম্বরে থাকা আনমোল দুর্দান্ত লড়াই করে হারিয়ে দিয়েছে চীনের উয়ো লুয়ো ইউকে। এক ঘন্টা ১৭ মিনিটের লড়াই শেষে তাঁর স্কোর দাঁড়ায় ২২-২০, ১৪-২১, ২১-১৮।

পিছিয়ে ছিল না ভারতের পুরুষ দলও। লক্ষ্য সেনরা ৪-১ ফলাফলের ব্যবধানে হংকংকে হারিয়ে পৌঁছে গিয়েছেন কোয়ার্টার ফাইনালে। হংকং এর বিরুদ্ধে ছেলেদের দলগত ইভেন্টে প্রথমে ভারত ধাক্কা খায়। এইচএস প্রণয় পরাজিত হলে ভারত কিছুটা পিছিয়ে পড়ে। তবে প্রথম ডাবলসে সহজেই জয় ছিনিয়ে নিয়ে ভারতকে সমতায় ফেরায় সাত্ত্বিক সাইরাজ রনকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। মাত্র ৩০ মিনিটেই গোটা ম্যাচটি শেষ করে দেয় বিশ্বের এক নম্বর ডাবলস জুটি।

পরের ম্যাচে ভারতের প্রতিপক্ষ চিন। এই প্রসঙ্গে সতর্ক রয়েছে লক্ষ্য সেন। তবে কোন ক্ষেত্রেই বাড়তি চাপ তৈরি করতে চাইছেন না তারা নিজেদের উপর। 

Sports News