/bl-sky-247/media/media_files/Aj4pyp8F8ZZToeGlfElR.jpg)
Roman Reigns. (Photo Source: X)
এই মুহূর্তে ডব্লুডব্লুই আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হলেন রোমান রেইনস। গত বছর রয়্যাল রাম্বেল জিতেছিলেন কডি রোডস। এরপর রেসেল মেনিয়াতে তিনি রোমান রেইনসের মুখোমুখি হয়েছিলেন। তবে শেষমেশ তিনি চ্যাম্পিয়নশিপ জিততে পারেননি।
এরপর ২০২৪ সালেও রয়্যাল রাম্বেল জিতে নেন কডি রোডস। তিনি জেতার পর সব ভক্তরাই ভেবেছিলেন যে তিনি রেসেল মেনিয়া ৪০-এ রোমান রেইনসের মুখোমুখি হবেন। তবে এরপরেই একটি অবাক করা ঘটনা ঘটে যায়। রয়্যাল রাম্বেলের পর স্ম্যাক ডাউনে কামব্যাক করেন দ্য রক যিনি সম্পর্কে রোমান রেইনসের দাদা। এই দুজনের মধ্যে ম্যাচ হওয়ার কথা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। তাঁর কামব্যাকের পর একথা স্পষ্ট হয়ে যায় যে তিনিই আসন্ন রেসেল মেনিয়াতে রোমান রেইনসের মুখোমুখি হবেন। তবে অনেক ডব্লুডব্লুই ভক্তরাই এই জিনিসটির বিরোধিতা করতে থাকেন। তাদের মতে দ্য রক নয়, কডি রোডসই রেসেল মেনিয়া ৪০-তে রোমান রেইনসের মুখোমুখি হওয়ার যোগ্য।
এই জল অনেকদূর গড়ায়। দ্য রক যাকে পিপলস চ্যাম্প বলা হয় অনেকেই তাঁর বিরুদ্ধে কথা বলতে থাকেন। সোশ্যাল মিডিয়াতে দ্য রককে নিয়ে ট্রোলিংও শুরু হয়ে যায়। এরপরেই ঘটে এক আজব ঘটনা। দ্য রকের কামব্যাকের কথা কডি রোডসই ঘোষণা করেছিলেন। সকলেই মনে করেছিলেন যে তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কিন্তু সম্প্রতি একটি প্রেস কনফারেন্সে তাঁদের মধ্যে ঝামেলা লেগে যায়। এমনকি দ্য রক কডি রোডসকে চড়ও মারেন। রোমান রেইনসের সাথে কডির কথা কাটাকাটি হচ্ছিল। এরপরেই রক তাঁর ভাইয়ের সমর্থনে এসে দাঁড়ান এবং কডির বিরুদ্ধে চলে যান। উল্লেখযোগ্যভাবে, কডি রেসেল মেনিয়াতে রেইনসকে চ্যালেঞ্জ করার পরেই ঝামেলাটি শুরু হয়েছিল।
রেসেল মেনিয়াতে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ট্রিপল থ্রেট ম্যাচ হতে পারে
রোমান রেইনস, দ্য রক এবং কডি রোডসের মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ রোমান রেইনসের পাশাপাশি দ্য রকও এখন কডি রোডসের শত্রুদের তালিকায় রয়েছেন।
তবে রেসেল মেনিয়ার আগে এলিমিনেশন চেম্বার রয়েছে। দ্য রক এখন রোমান রেইনসের দলে যোগ দিয়েছেন। তাই তিনি রেসেল মেনিয়াতে তাঁর ভাইয়ের বিরুদ্ধে নাও লড়তে পারেন। অন্যদিকে, এলিমিনেশন চেম্বারে তিনি কডি রোডসের মুখোমুখি হতে পারেন। রেসেল মেনিয়া ৪০-এ আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ডব্লুডব্লুই কেমন ম্যাচের আয়োজন করে সেটাই এখন দেখার বিষয়।