সমালোচকদের কাজই সমালোচনা করা। তা নিয়ে খুব একটা বেসী ভাবছেন না বার্সেলোনার কোচ জাভি। নাপোলির বিরুদ্ধে এই ম্যাচ জিতে সমর্থকদেরই উপহার দিতে চান ক্যাটালুনিয়ান কোচ। মঙ্গলবার ভারতীয় সময় মাঝরাতে নাপোলির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পর্বের ম্যাচে নামছে বার্সোলোনা। এই মুহূর্তে তাদের পারফরম্যান্স নিয়ে ননান সমালোচনা চলছে। যদিও বার্সা কোচ অবশ্য সেসব দিকে কান দিতে একেবারেই নারাজ। এই ম্যাচ তাদের জয়ে সমর্থকদের উপহার দেওয়ার এবং এই ম্যাচ জিতে নিজেদের সম্মানের লড়াই বলেই মনে করছেন জাভি।
এবারের লা লিগা জয়ের সম্ভাবনাও বার্সেলোনার খুব একটা নেই বললেই চলে। লা লিগার পয়েন্ট টেবিলে ক্যাটালুনিয়ান্সরা রয়েছে ৩ নম্বর পজিশনে। ৫৪ পয়েন্ট রয়েছে বার্সেলোনার। লিগ শীর্ষে থাকা রিয়্যাল মাদ্রিদের থেকে ৮ পয়েন্টে পিছিয়ে রয়েছে তারা। এই মুহূর্তে সকলে যে বার্সোলোনা বনাম নাপোলি ম্যাচের দিকে তাকিয়ে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। যদিও জাভি হার্নান্ডেজ তা নিয়ে ভেবে নিজের এবং দলের ওপর বাড়তি চাপ আসতে দিতে চাননা। বরং নাপোলিকে কেমনভাবে হারানো যায় সেই ছক কষতেই ব্যস্ত তিনি।
সমালোচকদের কথায় কান দিতে নারাজ জাভি
নাপোলির বিরুদ্ধে নামার আগে বার্সেলোনার কোচ জাভি হার্নান্ডেজ জানিয়েছেন, "আমাদের কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর জন্য যেমন উচ্ছ্বাস রয়েছে, তেমনই রয়েছে আশাও। আমরা কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারি। যোগ্যতা নির্ণয়ের জন্য পরিস্থিতি একেবারে সঠিক রয়েছে। আমরা একেবারেই সমালোচকদের মুখ বন্ধ করার জন্য খেলছি না। আমরা খেলছি আমাদের সম্মান এবং সমর্থকদের জন্য। আমরা এই মুহূর্তে শেষ ষোলোয় রয়েছি। শেষ বার এখানেও পৌঁছতে পারিনি আমরা"।
ইতিমধ্যেই আবার নাপোলির কোচও পরিবর্তন হয়েছে। তা নিয়েও নিজের মত জানিয়েছেন প্রাক্তন তারকা ফুটবলার। জাভি জানিয়েছেন, "ম্যাচের কিছুক্ষণ আগে তারা কোচ পরিবর্ত করেছে। অবশ্যই তার পিছনে তাদের কোনও না কোনও কারণ রয়েছে। ম্যাচের জন্য সেভাবে প্রস্তত হওয়াটা তাদের কাছে খুব একটা সহজ হবে না। কিন্তু এটা আমাদের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ"।
এই মরসুমের শুরুর দিকেই বার্সেলোনার খারাপ পারফরম্যান্স নিয়ে হতাশ হয়েছিলেন জাভি হার্নান্ডেজ। এই মরসুম শেষে তিনি নাকি দলের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথাও বলেছিলেন। যদিও এখন সেসব অতীত। বার্সা বনাম নাপোলি ম্যাচ নিয়েই বেশী চিন্তিত জাভি হার্নান্ডেজ। এই ম্যাচে বার্সেলোনা জিততে পারে কিনা সেটাই দেখার।