টানা দুবার এসএ২০ চ্যাম্পিয়ন ইস্টার্ন কেপ, উচ্ছ্বসিত কাব্য মারান

এসএ২০ ২০২৪-এর শিরোপা জিতেছে ইস্টার্ন কেপ। ফাইনালে ডারবানকে হারিয়ে ট্রফি নিজেদের নামে করেছে এডেন মার্করামের নেতৃত্বাধীন দল। এই নিয়ে পরপর দুবার এসএ২০-এর ট্রফি জিতল ইস্টার্ন কেপ।

author-image
Manoj Kumar
New Update
Kavya Maran

Kavya Maran. (Photo Source: X)

এসএ২০ ২০২৪-এর শিরোপা জিতেছে ইস্টার্ন কেপ। ফাইনালে ডারবানকে হারিয়ে ট্রফি নিজেদের নামে করেছে এডেন মার্করামের নেতৃত্বাধীন দল। এই নিয়ে পরপর দুবার এসএ২০-এর ট্রফি জিতল ইস্টার্ন কেপ।

এসএ২০ ২০২৪-এর মঞ্চে ইস্টার্ন কেপের প্রায় সব ম্যাচেই কাব্য মারানকে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। ফাইনালে ইস্টার্ন কেপের জয়ের পর তাকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

ইন্ডিয়ান টি-২০ লিগে হায়দ্রাবাদের ম্যাচের সময়ও মাঠে উপস্থিত থাকেন কাব্য মারান। তিনি ভালো সময়ের পাশাপাশি খারাপ সময়েও দলের পাশে থেকেছেন। ২০১৬ সালে ইন্ডিয়ান টি-২০ লিগের শিরোপা জিতেছিল হায়দ্রাবাদ। এরপর এখনও পর্যন্ত তারা আর একবারও ইন্ডিয়ান টি-২০ লিগের ট্রফি জিততে পারেনি। তবে দলকে নিজের সমর্থন জানানোর জন্য সবসময়ই মাঠে উপস্থিত থাকেন কাব্য মারান।

এসএ২০ ২০২৪-এর ফাইনালে ডারবানের বিরুদ্ধে ৮৯ রানের একটি দুর্দান্ত জয় পেয়েছে ইস্টার্ন কেপ। এই ম্যাচে প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ২০ ওভারে ৩ উইকেটে ২০৪ রান তুলতে সক্ষম হয়েছিল ইস্টার্ন কেপ। ওপেনার জর্ডান হারম্যান ৪টি চার এবং ১টি ছয় সহ ২৬ বলে ৪২ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। টম অ্যাবেল ৩৪ বলে ৫৫ রানের একটি দারুণ ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ৮টি চার এবং ২টি ছয়। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ট্রিস্টান স্টাবস। তিনি ৪টি চার এবং ৩টি ছয় সহ ৩০ বলে অপরাজিত ৫৬ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। অধিনায়ক এডেন মার্করাম ২৬ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন।

মাত্র ১১৫ রানে শেষ হয়ে যায় ডারবানের ইনিংস

রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হয় ডারবান। দুই ওপেনার কুইন্টন ডি কক এবং ম্যাথু ব্রিটজকে যথাক্রমে ৭ বলে ৩ রান এবং ২৭ বলে ১৮ রান করেন। ভানুকা রাজাপক্ষ এবং হেনরিখ ক্লাসেনও ব্যাট হাতে ব্যর্থ হন। তাঁরা দুজনেই এই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি।

এই ম্যাচে ইস্টার্ন কেপের সবথেকে সফল বোলার ছিলেন মার্কো জ্যানসেন। তিনি ৪ ওভারে ৩০ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন। ড্যানিয়েল উরাল এবং অটনিয়েল বার্টম্যান যথাক্রমে ৪ ওভারে ১৫ রান এবং ৩ ওভারে ১৭ রান দিয়ে ২টি করে উইকেট নেন। সাইমন হার্মার ১টি উইকেট নিতে সক্ষম হন। এই ম্যাচে ম্যাচসেরার পুরস্কার পান টম অ্যাবেল।

Sports News