সম্প্রতি, ব্লাডলাইনে যোগ দিয়েছেন দ্য রক। ডব্লুডব্লুই স্ম্যাকডাউনে এই ঘটনাটি ঘটতে দেখা যায়। দ্য রকের ভাই রোমান রেইনস তাঁকে রিংয়ে আহ্বান জানান। এরপরেই ব্লাডলাইনে যোগ দেন রক।
শেষ কয়েকদিন ধরে ডব্লুডব্লুইতে যেসব ঘটনাগুলি ঘটেছে তা দেখে অনেকেই অনুমান করেছিলেন যে রক ব্লাডলাইনে যোগ দেবেন। রককে বহুদিন ধরে ডব্লুডব্লুই ভক্তরা পছন্দ করে এসেছেন। তিনি অনেক ডব্লুডব্লুই ভক্তের পছন্দের সুপারস্টার যে কারণে তাঁকে 'পিপলস চ্যাম্প' বলা হয়। তবে এই মুহূর্তে দ্য রককে অনেকেই পছন্দ করছেন না। এর কারণ হল তিনি এখন তাঁর ভাই রোমান রেইনসের হয়ে কথা বলছেন।
এখনও পর্যন্ত অনেকেই রোমান রেইনসকে হারিয়ে ডব্লুডব্লুই আনডিসপিউটেড চ্যাম্পিয়ন চেষ্টা করেছেন। কিন্তু তাঁরা সকলেই ব্যর্থ হয়েছেন। রোমান রেইনসের ডব্লুডব্লুই আনডিসপিউটেড চ্যাম্পিয়ন থাকার সবথেকে বড় কারণ হল ব্লাডলাইন। পল হেম্যান এবং ভাইদের সাহায্য নিয়ে এখনও পর্যন্ত অনেক ম্যাচ জিতেছেন রেইনস। রকের যোগদানের পর ব্লাডলাইন আরও শক্তিশালী হয়ে গেছে। রক এই মুহূর্তে নিজের ভূমিকাটি খুব ভালোভাবে পালন করছেন। তাঁর এই ভিলেন রূপ যেমন অনেকে পছন্দ করছেন না তেমন অনেকে এটির প্রশংসাও করছেন। যেভাবে তিনি কডি রোডসের বিরোধিতা করছেন তা দেখে অনেকেই খুশি হচ্ছেন। তাঁর ভক্তদের সোশ্যাল মিডিয়ায় কডি রোডসকে নিয়ে মজা করতেও দেখা গেছে।
রেসলম্যানিয়া ৪০-এ দ্য রককে কোন ভূমিকায় দেখা যাবে?
রেসলম্যানিয়া ৪০-এ দ্য রক ঠিক কি ভূমিকা পালন করবেন তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। প্ৰথমে যে ঘটনাগুলি ঘটেছিল তা দেখে সকলেই মনে করেছিলেন যে আসন্ন রেসলম্যানিয়াতে দুই ভাইয়ের লড়াই দেখা যাবে। অর্থাৎ, রোমান রেইনস এবং রক একে অপরের মুখোমুখি হবেন। তবে কিছুদিনের মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়। এই মুহূর্তে ডব্লুডব্লুইয়ের বেশিরভাগ ভক্তরাই রেইনস বনাম কডি রোডসের ম্যাচ দেখার জন্য বেশি আগ্রহী।
রেসলম্যানিয়া ৪০-এ দ্য রক বনাম রোমান রেইনসের ম্যাচ যে হবে না তা এখনই বলা যাচ্ছে না। ডব্লুডব্লুই চাইলে রোমান রেইনস, রক এবং কডি রোডসের মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচও করাতে পারে। আসন্ন রেসলম্যানিয়াতে ব্লাডলাইন যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই ব্যাপারে কোনও সন্দেহ নেই। শেষমেশ রেসলম্যানিয়াতে রকের ভূমিকা কি হয় সেটাই এখন দেখার বিষয়।