মেসির নাম শুনে অশ্লীল অঙ্গভঙ্গি, ম্যাচ জিতেও বিতর্ক পিছু ছাড়লো না রোনাল্ডোর

আবার বিতর্কে জড়ালেন বিশ্ব ফুটবলের অন্যতম তারকা রোনাল্ডো। দর্শকদের থেকে মেসির নাম শুনে বিকৃত অঙ্গভঙ্গি, সমালোচনা ফুটবল মহলে। শোনা যাচ্ছে রোশন সৌদি লীগ ডিসিপ্লিনারি কমিটি আল-নাসের ফরওয়ার্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যদিও তারা গোটা বিষয়টি বিশ্লেষণ করে দেখার সিদ্ধান্ত নিয়েছেন।

author-image
Manoj Kumar
New Update
Cristiano Ronaldo Al Nassr

Ronaldo (Source: X)

আবার বিতর্কে জড়ালেন বিশ্ব ফুটবলের অন্যতম তারকা রোনাল্ডো। দর্শকদের থেকে মেসির নাম শুনে বিকৃত অঙ্গভঙ্গি, সমালোচনা ফুটবল মহলে।

শিরোনামে উঠে এলেন বিশ্ব ফুটবলের নক্ষত্র লিওনেল মেসিও। তবে বিতর্ক নয়, নিজের দল ইন্টার মায়ামিকে নিশ্চিত পরাজয়ের হাত থেকে বাঁচালেন গোল করে।

অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনাল্ডোও গোল করেছেন আল নাসেরের জার্সিতে। কিন্তু বিপক্ষ গ্যালারি থেকে তার চির প্রতিদ্বন্দ্বীর নাম করে দর্শকরা উত্তেজিত করতে থাকে রোনাল্ডোকে। যার ফলে প্ররোচনায় পা দেন রোনাল্ডো। কুৎসিত অঙ্গভঙ্গি করে নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি। সৌদি প্রো লিগে আল শাবাবকে ৩-২ গোলের ব্যবধানে হারায় আল নাসের। ২১ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোই। সেই সঙ্গে ক্লাব ফুটবলে নিজের ৭৫০তম গোল করার নজির সম্পূর্ণ করেন সি আর সেভেন। ম্যাচের শেষে আল শাবাবের সমর্থকরা তাকে উদ্দেশ্য করে ‘মেসি মেসি’ স্লোগান দিতে থাকে। তিনি প্রথমে দুকানের পিছনে হাত দিয়ে সেই জয়ধ্বনি শোনার ভঙ্গি করেন। তারপরেই আসে সেই অশ্লীল ইঙ্গিত। মাঠে দাঁড়িয়েই বিতর্কিত অঙ্গভঙ্গি করেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। খুব দ্রুত সমাজ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। আর ভিডিও ভাইরাল হতেই প্রবল সমালোচনার মুখে পড়েন ক্রিস্টিয়ানো রোনাল্ডো।

শোনা যাচ্ছে রোশন সৌদি লীগ ডিসিপ্লিনারি কমিটি আল-নাসের ফরওয়ার্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যদিও তারা গোটা বিষয়টি বিশ্লেষণ করে দেখার সিদ্ধান্ত নিয়েছেন। যাতে বিতর্ক আরো প্রবলভাবে দানা বাঁধে।

যদিও ক্লাব কতৃপক্ষের দাবী রোনাল্ডোকে আল শাবাব ভক্তরা বারবার উত্ত্যক্ত করছিল। কিন্তু বিগত কয়েকটি ম্যাচে দেখা গেছে যে রোনাল্ডো বারবার মেসির নাম শুনে এই ধরণের অঙ্গভঙ্গি করেছেন। সৌদির বিভিন্ন স্টেডিয়ামে এই ঘটনার পুনরাবৃত্তিতে ক্ষুব্ধ অনেকেই।

তবুও অনেকে মনে করছেন, রোনাল্ডো একজন শান্ত ও মাঠে দৃঢ় সংগঠিত খেলোয়াড়। তাঁকে বারবার বিরক্ত করার কারণেই বিভিন্ন সময়ে তিনি মেজাজ হারান। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সৌদির ফুটবল কতৃপক্ষ তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, সেটাই এবার দেখার।

অন্যদিকে রবিবার মেজর সকার লিগে ম্যাচ ছিল মেসির দলেরও। যদিও খুব একটা সময় ভালো যাচ্ছে না তাঁদের দলের। জাপানে বারবার সমর্থকদের ক্ষোভের শিকার হয়েছেন মেসি। রবিবার লস এঞ্জেলস গ্যালাক্সির বিরুদ্ধে নামে ডেভিড বেকহ্যামের দল ইন্টার মায়ামি। যেখানে ম্যাচ শেষ হয় ১-১ গোলে। ম্যাচের ৭৫ মিনিটে দেওয়ান জোভেলীচের গোলে এগিয়ে যায় গ্যালাক্সি। সংযুক্ত সময়ে জর্ডি আলবার পাস থেকে অসাধারণ গোলে নিশ্চিত পরাজয় আটকে দেন লিওনেল মেসি।