এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে নেই ঈশান কিষাণ। তিনি কবে ভারতীয় শিবিরে ফিরবেন তা নিয়েও এখনও পর্যন্ত সেভাবে কোনও নিশ্চয়তা নেই। তবে ঈশান কিষাণ কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়েছেন। শোনাযাচ্ছে বরোদাতে হার্দিক পান্ডিয়া এবং ক্রুণাল পান্ডিয়ার সঙ্গে প্রস্তুতি সারছেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার। যদিও এখনও পর্যন্ত ক্রিকেট ম্যাচ খেলা শুরু করেননি তিনি। তবে কী একেবারে ইন্ডিয়ান টি টোয়েন্টি লিগের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছেন তিনি। জল্পনা কিন্তু তুঙ্গে রয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীনই ভারতীয় দল থেকে বিশ্রাম চেয়ে নিয়েছিলেন ঈশান কিষাণ। এরপর থেকে এখনও পর্যন্ত ক্রিকেট মাঠের বাইশগজে দেখা যায়নি এই তারকা ক্রিকেটারকে। কয়েকদিন আগেই ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের তরফে একটা বার্তা শোনা গিয়েছিল। সেখানেই দলে ফেরার জন্য ক্রিকেট খেলার কথা বলেছিলেন ভারতীয় দলের প্রধান কোচ। সম্প্রতি চলছে রঞ্জি ট্রফি। সেখানেও অবশ্য ঝাড়খন্ডের হয়ে নামেননি ঈান কিষাণ। এরইমাঝে তাঁর হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রস্তুতি করার খবর সামনে এসেছে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের সময়ই বিশ্রাম চেয়ে নিয়েছিলেন ঈশান কিষাণ
এই বছরই ইন্ডিয়ান টি টোয়েন্টি লিগে এক বিরাট চমক দিয়েছে মুম্বই। রোহিত শর্মাকে সরিয়ে তাদের অধিনায়ক পদে এনেছেন হার্দিক পান্ডিয়াকে। তিনিও অবশ্য এই মুহূর্তে মাঠের বাইরে রয়েছেন। শোনাযাচ্ছে একেবারে ইন্ডিয়ান টি২০ লিগ দিয়েই নাকি মাঠে ফিরতে চলেছেন তিনি। সেখানেই তাঁর সঙ্গে ঈশান কিষাণের প্রস্তুতিতে যোগ দেওয়াটা জল্পনা বাড়াবে সেটাই স্বাভাবিক। তবে কী ঈশান কিষাণও একেবারে টি টোয়েন্টি লিগ দিয়েই বাইশগজে ফিরতে চলেছেন। এমন প্রশ্নও উঠতে শুরু করে দিয়েছে এই মুহূর্তে। যদিও এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কোনওকিছুই বোঝা যাচ্ছে না।
Ishan Kishan has been practicing for the last few weeks with Hardik and Krunal Pandya in Baroda. (Cricbuzz). pic.twitter.com/VdbtdiQpI1
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 7, 2024
এই বছরই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে ঋষভ পন্থের খেলার সম্ভাবনা এখনও পর্যন্ত সেভাবে নেই বললেই চলে। ঈশান কিষাণ যে এগিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু হঠাত্ই ঈশান কিষাণ বিশ্রাম চেয়ে নেওয়ায় অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। ২০২৩ সালে শেষবার দেশের জার্সিতে টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ঈশান কিষাণ। ওডিআইও খেলেছিলেন ২০২৩ সালেই অক্টোবর মাসে আফগানিস্তানের বিরুদ্ধে।
এই মুহূর্তে রঞ্জি ট্রফি চললেও তিনি সেখানে যোগ দেননি। শোনাযাচ্ছে হার্দিক পান্ডিয়া এবং ক্রুণাল পান্ডিয়ার সঙ্গে নাকি বরোদায় প্রস্তুতি সারছেন তিনি। এই ঘটনা নিয়েও চলছে নানান কানাভুসো। তবে কী রাহুল দ্রাবিড়ের কথা অমান্য করছেন ঈশান কিষাণ। এমন প্রশ্নও উঠতে শুরু করেছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।