রিয়াল-এমবাপে চুক্তি সম্পন্ন, দাবী একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যমের

ফের সংবাদ শিরোনামে ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। ইতিমধ্যেই পিএসজি কর্তাদের তারকা ফুটবলার স্পষ্ট জানিয়ে দিয়েছেন চলতি মরসুম শেষ হলেই ক্লাব ছাড়ছেন তিনি। জোর গুঞ্জন উঠেছে যে রিয়েল মাদ্রিদের সঙ্গে নাকি এমবাপের প্রাথমিক চুক্তি সম্পাদিত হয়ে গিয়েছে। ফরাসি তারকা পিএসজি ছাড়ার পরেই আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে বলে মত একাধিক সংবাদমাধ্যমের।

author-image
Manoj Kumar
New Update
kylian mbappe psg (Source: X)

kylian mbappe psg (Source: X)

ফের সংবাদ শিরোনামে ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। ইতিমধ্যেই পিএসজি কর্তাদের তারকা ফুটবলার স্পষ্ট জানিয়ে দিয়েছেন চলতি মরসুম শেষ হলেই ক্লাব ছাড়ছেন তিনি। এর মধ্যেই জোর গুঞ্জন উঠেছে যে রিয়েল মাদ্রিদের সঙ্গে নাকি এমবাপের প্রাথমিক চুক্তি সম্পাদিত হয়ে গিয়েছে। ফরাসি তারকা পিএসজি ছাড়ার পরেই আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হবে বলে মত একাধিক সংবাদমাধ্যমের। স্প্যানিশ সংবাদ মাধ্যম সূত্রে খবর, গত জানুয়ারি মাস থেকে এমবাপের সঙ্গে দীর্ঘ কথাবার্তা শুরু হয়েছে রিয়াল মাদ্রিদের। বর্তমানে তা মোটামুটি পাকা হয়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে। সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে রিয়াল এবং এমবাপের মধ্যে পাঁচ বছরের চুক্তি সম্পাদিত হয়েছে। এখনো পর্যন্ত পিএসজির তরফে নতুন কোন প্রস্তাব দেওয়া হয়নি তাঁকে। অর্থাৎ ফ্রি ফুটবলার হিসেবেই রিয়াল মাদ্রিদে যোগ দিতে চলেছেন ফরাসি তারকা। স্প্যানিশ সংবাদমাধ্যম আরো জানিয়েছে, দুই সপ্তাহ আগেই নাকি তিনি রিয়ালের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন। এমনকি পিএসজির সতীর্থদের কাছ থেকে এক প্রকার বিদায় নিয়েই নিয়েছেন তিনি। সম্ভবত আগামী গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতেই ইউরোপের অন্যতম সফল ক্লাবটিতে নাম লেখাবেন এই ফুটবলার।

অন্যদিকে পিএসজির প্রধান কর্তা নাসের আল খেলাইফিও মনে করছেন তারা আর এমবাপেকে ধরে রাখতে পারবেন না। বিষয়টি নিশ্চিত হয়ে যাওয়ার পরপরই ফরাসি তারকার সঙ্গে আর নতুন কোনো প্রস্তাবের রাস্তায় হাঁটেননি প্যারিসের এই ক্লাব। তিনি নাকি ক্লাব কর্তাদেরও জানিয়ে দিয়েছেন এমবাপেকে আর কোনরকম চুক্তির দিকে না জোর করার।

এদিকে লা লিগা প্রেসিডেন্ট জেভিয়ার তেবাস ইতিমধ্যেই স্পষ্ট করেছেন যে এমবাপের রিয়ালের যোগ দেওয়া শুধু সময়ের অপেক্ষা। ফরাসি তারকার লা লিগায় যোগদান করায় স্বাভাবিকভাবেই লিগটির প্রতিদ্বন্দ্বিতা আরও বৃদ্ধি পাবে।

স্পেনের অন্যতম দুটি সংবাদমাধ্যমে এই বিষয়টির সম্ভাবনা আরো বেশি জোরালো করেছে। শোনা যাচ্ছে এই পাঁচ বছরের চুক্তিতে তিনি বেতন পাবেন ১৫ মিলিয়ন ইউরো থেকে ২০ মিলিয়ন ইউরোর মধ্যে। এছাড়াও সাইনিং বোনাস হিসেবে পাবেন ৫০ মিলিয়ন ইউরো। তবে ১০ নম্বর জার্সিতেই খেলার সম্ভাবনা রয়েছে এই তারকার। তবে এর আগেও রিয়ালে যোগ দেওয়ার গুঞ্জন উঠেছিল এই ফরাসি তারকার। ২০২২ সালে রিয়েলে যোগ দেওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত থেকেও শেষ মুহূর্তে দুই বছরের চুক্তিতে তিনি পিএসজিতে স্বাক্ষর করেন। গতবছরও মরসুম শেষে সংবাদমাধ্যম এই বিষয়ে জল্পনা ছড়ায়। তবে প্যারিসেই থেকে যান এই বিশ্বকাপজয়ী তারকা। এবার সব সম্ভাবনা সত্যি করে রিয়ালে যোগ দেন কিনা, সেদিকেই তাকিয়ে গোটা বিশ্ব।

 

Sports News