টি-২০ বিশ্বকাপে রাহুল দ্রাবিড়ই ভারতের কোচের পদে থাকবেন, জানালেন জয় শাহ

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতকে হারতে হয়েছিল। কয়েক মাস পর থেকেই শুরু হবে টি-২০ বিশ্বকাপ। সুতরাং, ভারতীয় দল আরও একবার বিশ্বকাপ জেতার সুযোগ পাবে। এইবার ভারত এই সুযোগটিকে কাজে লাগাতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

author-image
Manoj Kumar
New Update
Rahul Dravid

Rahul Dravid. (Photo Source: X)

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতকে হারতে হয়েছিল। কয়েক মাস পর থেকেই শুরু হবে টি-২০ বিশ্বকাপ। সুতরাং, ভারতীয় দল আরও একবার বিশ্বকাপ জেতার সুযোগ পাবে। এইবার ভারত এই সুযোগটিকে কাজে লাগাতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ভারতের ব্যর্থতার পর প্রধান কোচের পদ থেকে রাহুল দ্রাবিড়ের সরে দাঁড়ানো নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু শেষমেশ তা হয়নি। এখনও রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানেই খেলা চালিয়ে যাচ্ছে ভারতীয় দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ নিশ্চিত করেছেন যে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এও ভারতীয় দলের প্রধান কোচের ভূমিকা পালন করবেন জয় শাহ।

জয় শাহ বলেন, "২০২৩ বিশ্বকাপের পরে, রাহুল ভাইকে অবিলম্বে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে হয়েছিল। এর মাঝে আমরা দেখা করতে পারিনি। অবশেষে আজ দেখা হল। রাহুল দ্রাবিড়ের মতো একজন সিনিয়র ব্যক্তির চুক্তি নিয়ে আপনারা চিন্তিত কেন? রাহুল ভাই টি-২০ বিশ্বকাপে কোচ হিসেবে থাকবেন।"

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবধানে আক্রমণাত্মক ক্রিকেট খেলেছিল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছিল ভারত। সেমিফাইনালে তারা কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ডকে ধরাশায়ী করেছিল। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার সামনে ভারতীয় দলের জয়ের দৌড় থেমে যায়। দেশের মাটিতে শেষমেশ ব্যর্থ হয় ভারতীয় দল। টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ রাহুল দ্রাবিড় আবারও নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন।

"যখনই সময় হবে তখনই আমি তাঁর সাথে কথা বলব" - জয় শাহ

জয় শাহ বলেছেন যে টি-২০ বিশ্বকাপ ২০২৪ শুরু হওয়ার আগে আরও বেশ কয়েকবার আলোচনাসভা বসবে। এছাড়াও তিনি বলেছেন যে তিনি যখনই সুযোগ পাবেন তখনই এই ব্যাপারে রাহুল দ্রাবিড়ের সাথে আলোচনা করবেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব বলেন, "যখনই সময় হবে তখনই আমি তাঁর সাথে কথা বলব, এই মুহূর্তে ব্যাক টু ব্যাক সিরিজ হচ্ছে। তারা দক্ষিণ আফ্রিকায় ছিল, তারপর আফগানিস্তানের বিরুদ্ধে (টি-২০ সিরিজ) খেলল এবং এখন ইংল্যান্ডের বিরুদ্ধে একটি (টেস্ট সিরিজ) খেলছে। আমরা এর মধ্যে কথা বলতে পারিনি।"

সম্প্রতি, জয় শাহ রোহিত শর্মার অধিনায়ক পদে থাকা নিয়েও মুখ খুলেছেন। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে টি-২০ বিশ্বকাপ ২০২৪-এও রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারতীয় দল।

Sports News