ফরাসি ওপেন ও অলিম্পিকই পাখির চোখ রাফায়েল নাদালের

এবারের অস্ট্রেলিয়ান ওপেনে চোটের জন্যই সমস্যায় পড়েছিলেন রাফায়েল নাদাল। সেই কারণে কাতার ওরেনেও নামবেন না তিনি। ফরাসি ওপেনই লক্ষ্য রাফায়েল নাদালের।

author-image
Manoj Kumar
New Update
Rafael Nadal

Rafael Nadal. (Image Source: X)

তাড়াহুড়ো করতে চাননা তিনি। খানিকটা সময় নিয়ে সম্পূর্ণ ফিট হয়েই টেনিস কোর্টে ফিরতে চান স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। সোশ্যাল মিডিয়াতে তেমনটাই ইঙ্গিত দিয়েছেন ২২টি গ্র্যান্ডস্লামের মালিক। এই বছরের অস্ট্রেলিয়ান ওপেন চলাকাীনই ফের চোট পেয়েছেন তিনি। এই চোটের জেরে বারবারই নানান সমস্যায় পড়তে হয়েছে বিশ্ব টেনিসের এই কিংবদন্তীকে। সেই কারণেই এবার খানিকটা ধীরে চলো নীতি নিয়েছেন তিনি। তাড়াহুড়ো করে নয়, সম্পূর্ণ সুস্থ হয়েই মাঠে ফিরতে চান রাফায়েল নাদাল। ক্লে কোর্টের অঘোষিত সম্রাটকে ফের তাঁর স্বমহিমায় দেখা যায় কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

এই মুহূর্তে ২২ টি গ্র্যান্ডস্লামের মালিক রাফায়েল নাদাল। কিন্তু বছরের প্রথম গ্র্যান্ডস্লামে বড়সড় ধাক্কা খেয়েছিলেন তিনি। চোটের কারণে প্রতিযোগিতাতে থেকে শেষপর্যন্ত সরেই যেতে হয়েছিল এই তারকা টেনিস ক্রিকেটারকে। সেই থেকেই তাঁর কোর্টে ফেরা নিয়ে নানান হিসাব নিকাশ আরম্ভ হয়ে গিয়েছিল। কবে নাগাদ তিনি কোর্টে ফিরতে পারবেন তা নিয়েই চলচিল জোর জল্পনা। যদিও আগামী দুটো এটিপি প্রতিযোগিতায় নামবেন না তিনি।

এই মুহূর্তে ২২টি গ্র্যান্ডস্লামের মালিক রাফায়েল নাদাল

শোনাযাচ্ছে সবকিছু ঠিকঠাক চললে আগামী মার্চ মাসে একটি প্রদর্শনী ম্যাচ দিয়েই টেনিস কোর্টে প্রত্যাবর্তন করতে চলেছেন এই তারকা খেলোয়াড়। লাস ভেগাসে কার্লোস আলকারেজের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচে নামবেন রাফায়েল নাদাল। সেই প্রতিযেগিতা দিয়েই কার্যত প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি। সেখানেই এখন রাফায়েল নাদারকে দেখার অপেক্ষায় রয়েছেন সকলে। এরপরই রয়েছে ফরাসী ওপেন। রোনা গাঁরোতেও রাফায়েল নাদালের নামার সম্ভাবনা রয়েছে। কার্যত সেখানে নামার জন্যই যে রাফায়েল নাদাল তাড়াহুড়ো করতে নারাজ তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রসঙ্গেই রাফায়েল নাদাল সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন, "এই মুহূর্তে লাস ভেগাসে হতে চলা প্রদর্শনী ম্যাচের দিকেই আমার প্রধান ফোকাস রয়েছে। সেইসঙ্গে ইন্ডিয়ান ওয়েলসের দিকেও তাকিয়ে রয়েছি আমি। এই মুহূর্তে ফরাসী ওপেনেই নজর রয়েছে আমার, সেইসঙ্গে আসন্ন প্যারিস অলিম্পিকেও নজর রয়েছে আমার"।

এই বছরই হতে চলেছে অলিম্পিক। সেখানেও নামার জন্য মরিয়া হয়ে রয়েছেন এই তারকা খেলোয়াড়। অলম্পিক এবং ফরাসী ওপেনই যে তাঁর পাখির চোখ তা বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই সামনে থাকা কাতার ওপেন থেকে নিজেরে সরিয়ে নিয়েছেন রাফায়েল নাদাল। টেনিস কোর্টের কিংবদন্তী ফের কবে  কোর্টে ফেরেন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।

Sports News