ম্যাচের সেরার পুরস্কার ভাগ করে নিতে নারাজ রাচিন রবীন্দ্র

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৪০ রানের ইনিংস খেলেছিলেন রাচিন রবীন্দ্র। একইসঙ্গে ম্যাচে জোড়া উইকেটও তুলে নিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার।

author-image
Manoj Kumar
New Update
Rachin Ravindra

Rachin Ravindra. (Image Source: X( Formerly Known Twitter)

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে বিরাট জয় তুলে নিয়েছে নিউ জিল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে ২৮১ রানে হারিয়ে দিয়েছে তারা। আর সেই জয়ের পিছনে নিউ জিল্যান্ডের প্রধান কারিগড়ের নাম হল রাচিন রবীন্দ্র। সেইসঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছেন তাদের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট ব্যাবধানে জয়ের পর ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে রাচিন রবীন্দ্র হাতেই। সবকিছু ঠিকঠাকই চলছিল, হঠাত্ই রাচিন রবীন্দ্র একটি মন্তব্য গোটা ক্রিকেট দুনিয়ায় কার্যত হৈচৈ ফেলে দিয়েছে। সেই নিয়েই চলছে নানান হিসাব নিকাশ।

নিউ জিল্যান্ডেক হয়ে এই ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন তিনি। সেইসঙ্গে দুটো উইকেট তুলে নিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। ম্যাচের সেরা হওয়ার পর তাঁকে একটি প্রশ্ন করা হয়েছিল যে এই পুরস্কার তিনি কেন উইলিয়ামসনের সঙ্গে ভাগ নিতে পারবেন কিনা। সেখানেই স্পষ্ট না জানিয়ে দিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার।তাঁর এমন কথাটাই যেন ঠিক মেনে নতে পারছেন না অনেকে। কার্যত সকলেই হতবাক হয়েছেন এমন উত্তর শুনে। যদিও রাচিন রবীন্দ্র এই কথার স্বপক্ষে যুক্তিও দিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৪০ রানের সঙ্গে ২ উইকেট পেয়েছিলেন রাচিন রবীন্দ্র

প্রথম ইনিংসেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন কার্যত রানের পাহাড় চাপিয়ে দিয়েছিলেন। মাত্র ৩৯ রানের মধ্যে ১ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল নিউ জিল্যান্ড। সেইউ জায়গা থেকেই কিউই শিবিরের হাল সামলেছিলেন এই দুই তারকা ক্রিকেটার। তাদের বিরাট পার্টনারশিপে ভর করেই বড় রানে পৌঁছে গিয়েছিল নিউ জিল্যান্ড। সেখানেই ২৩২ রানের পার্টনারশিপ তৈরি করেছিলেন তারা। যদিও দ্বিতীয় ইনিংসে বড় রান করতে পারেননি রাচিন রবীন্দ্র। প্রথম ইনিংসে তিনি খেলেছিলেন ২৪০ রানের বিরাট ইনিংস।

দ্বিতীয় ইনিংসে কেন উইলিয়ানসন তাঁর কেরিয়ারের ৩১ তম টেস্ট সেঞ্চুরী পেয়েছিলেন। যদিও ম্যাচের সেরার পুরস্কার উঠেছিল রাচিন রবীন্দ্র। সেখানেই পুরস্কার ভাগ করে নেওয়া নিয়ে সকলকে হতবাক করে দিয়ে বার্তা দিয়েছিলেন রাচিন। তিনি জানিয়েছিলেন, "কখনোই দেব না কারণ আমার একটির জন্য তিনি ৩১ তম সেঞ্চুরী পেয়েছিলেন। সেই কারণেই আমি এটি দিতে পারব না।যখনই জয়ের জন্য অবদান থাকে, তখন সেই মুহূর্তটা তাঁর জন্য অত্যন্ত বিশেষ। যখনই তুমি তোমার সেরাটা দিতে পার, তখনই তিনি থাকবে"।

২৪০ রানের পাশাপাশি সেই ম্যাচে দুটো উইকেট তুলে নিয়েছিলেন রাচিন রবীন্দ্র। তাঁর পারফরম্যান্স নিয়ে যেমন সকলে আপ্লুত। তেমনই রাচিনের এই মন্তব্যও সকলকে বেশ হতবাক করেছে তা বলাই বাহুল্য।

Sports News