এই বছরেরই ৩০ জুন প্যারি সাঁজার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে কিলিয়ান এমবাপ্পের। এরপর ফরাসী জায়ান্টদের সঙ্গে আর চু্ক্তির মেয়াদ বাড়াতে চাননা এই তারকা ফুটবলার। সেই কথা আগেই জানিয়ে দিয়েছেন। এমবাপ্পে কোন ক্লাবে যাবেন তা নিয়ে এখন থেকেই চলছে জোর তড়জা। একইসঙ্গে আসন্ন মরসুমের জন্য কিলিয়ান এমবাপ্পের পরিপূরক ফুটবলার বাছার কাজটাও আরম্ভ করে দিয়েছে প্যারি সাঁজা। স্পষ্টভাবে এখনই সেভাবে কিছু না বললেও শোনাযাচ্ছে ম্যাঞ্চেস্টার ইউনািটেডের মার্কাস র্যাশফোর্ডের দিকেই নাকি নজর রয়েছে পিএসজির। বিশেষকরে গতবার তাঁর পারফরম্যান্স দেখার পর থেকেই নাম উঠে আসছে।
কিলিয়াম এমবাপ্পের মতো তারকা ফুটবলার দল ছেড়ে দিলে যে সেই জায়গা পূরণ করাটা খুবই কটিন একটা কাজ হবে তা বলার অপেক্ষা রাখে না। সেইজন্য সময় নষ্ট করতে নারাজ প্যারি সাঁজা। এখন থেকেই এমবাপ্পের পরিবর্তে কোন ফুটবলারকে দলে নেওয়া যায় তা নিয়ে ভাবতে শুরু করে দিয়েছে তারা। সেখানেই রেড ডেভিলস শিবিরের মার্কাস র্যাশফোর্ডকে পছন্দ পিএসজির। যদিও তাঁর সঙ্গে এনও সেভাবে কথাবার্তা শুরু হয়নি। কিন্তু এই ফুটবলারকে দেখা গেলে হয়ত অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।
গত মরসুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ৫০ গোল ছিল র্যাশফোর্ডের
গতবারের ইংলিশ প্রিমিয়ার লিগের মঞ্চে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে মার্কাস র্যাশফোর্ড দুরন্ত ফর্মে ছিলেন। গত মরসুমে রেড ডেভিলসদের ৫৬টি ম্যাচে একাই ৩০টি গোল করেছিলেন মার্কাস র্যাশফোর্ড। সেই পারফরম্যান্স যে অন্যান্য ক্লাবের মতো পিএসজি কর্তাদেরও নজর কাড়বে তা বলার অপেক্ষা রাখে না। তবে এই মরসুমে কিন্তু সেই পারফরম্যান্স এখনও পর্যন্ত দেখাতে পারেননি মার্কাস র্যাশফোর্ড। এখনও পর্যন্ত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হ্যাগসের তত্ত্বাবধানে পুরনো ফর্মে একেবারেই দেখাযাচ্ছে না ইংল্যান্ডের এই তারকা ফুটবলারকে। এখনও পর্যন্ত ম্যানইউয়ের হয়ে প্রিমিয়ার লিগের ২৩ ম্যাচে ৫টি গোলই করতে পেরেছেন তিনি।
তবুও শোনাযাচ্ছে এই তারকাকে পছন্দ পিএসজির। যদিও গত মরসুমের পরই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে সঙ্গে পাঁচ বছরের চুক্তিবদ্ধ হয়েছেন র্যাশফোর্ড। যদিও ইউরোপিয়ান লিগে যেকোনও সময়ই অঘটন ঘটতেই পারে। আর পিএসজের মতো ক্লাবের কাছে কোনও চুক্তি যে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেনা, সেই চিত্র আগেই দেখা গিয়েছে।
র্যাশফোর্ড ছাড়াও পিএসজির নজর রয়েছে নাপোলির ভিক্টর ওসিমহেনের ওপরও। শেষবার নাপোলির শীর্ষগোলদাতা হয়েছিলেন তিনি। এবারও রয়েছেন ফর্মে। শেষপর্যন্ত এমবাপ্পের পরিবর্তে কাকে দলে এনে চমক দেয় পিএসজি, সেটাই দেখার অপেক্ষায় সকলে।