নতুন অধিনায়ক নির্বাচন করল বাংলাদেশ। সবকটি ফরম্যাটের জন্য নতুন অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকে নিযুক্ত করেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। ১২ই ফেব্রুয়ারি, সোমবার, একটি মিটিংয়ের আয়োজন করেছিল বাংলাদেশের ক্রিকেট বোর্ড। সেই মিটিংয়েই নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, প্রাক্তন অধিনায়ক গাজী আশরফ হোসেনকে প্রধান নির্বাচকের দায়িত্ব দিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার হান্নান সরকার নির্বাচক হিসেবে নিযুক্ত হয়েছেন। তাঁরা যথাক্রমে মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশরের জায়গা নিয়েছেন।
২০২৩ সালের শেষের দিকে সাকিব আল হাসান এবং বাকি সিনিয়র খেলোয়াড়দের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই এবং টি-২০ সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তাঁর নেতৃত্বে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্ৰথম ওডিআই ম্যাচ জিতেছিল বাংলাদেশ। তবে তারা সিরিজটি জিততে পারেনি। নিউজিল্যান্ড ওডিআই সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিতে সক্ষম হয়েছিল। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজটি ১-১ ড্র করেছিল বাংলাদেশ। ওডিআই সিরিজটিতে হেরে গেলেও একটি ম্যাচ জিতে ইতিহাস তৈরি করেছিল বাংলাদেশ এবং এর জন্য নাজমুল হোসেন শান্তকে কৃতিত্ব দিতেই হবে।
বাংলাদেশকে এখনও পর্যন্ত ১০টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত
স্থায়ী অধিনায়ক হওয়ার আগে বাংলাদেশকে ১০টি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে বাংলাদেশের অধিনায়ক হিসেবে এখনও পর্যন্ত তাঁর রেকর্ড খুব একটা ভালো নয়। তাঁর নেতৃত্বে ১০টি ম্যাচের মধ্যে মাত্র ৩টি ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। বাকি ৭টি আন্তর্জাতিক ম্যাচের প্রত্যেকটিতেই বাংলাদেশ হেরেছিল।
বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন যে নাজমুল হোসেন শান্তকে এক বছরের জন্য তিনটি ফরম্যাটের অধিনায়ক করা হয়েছে। এক বছর পরে অধিনায়ক পরিবর্তন হবে কিনা সেই ব্যাপারে তিনি কিছু জানাননি।
টেস্ট ক্রিকেটে নাজমুল হোসেন শান্ত এখনও পর্যন্ত ২৫টি ম্যাচ খেলেছেন এবং ১৪৪৯ রান করেছেন। তিনি ৩০.৮৩ গড়ের সাথে এই রান করেছেন। এই ফরম্যাটে তাঁর সর্বোচ্চ স্কোর হল ১৬৩। ওডিআই ক্রিকেটে তিনি ৪২টি ম্যাচ খেলে ১২০২ রান করেছেন। তাঁর গড় এবং স্ট্রাইক রেট হল যথাক্রমে ৩০.৮২ এবং ৮০.০৮। তাঁর সর্বোচ্চ স্কোর হল ১১৭। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নাজমুল হোসেন শান্ত ২৮টি ম্যাচ খেলে ৬০২ রান করেছেন। তিনি ২৬.১৭ গড় এবং ১১২.১ স্ট্রাইক রেটের সাথে এই রান করেছেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তাঁর সর্বোচ্চ স্কোর হল ৭১।