এবারের আইএসএলে প্রথম জয় হাবাসের, ২-০ গোলে জিতল মোহনবাগান

এই মরসুমে মোহনবাগানের দায়িত্ব নেওয়ার পর আইএসএলে প্রথম জয় পেলেন আন্তোনিও লোপেজ হাবাস। জেসন কামিংস ও অনিরুদ্ধের গোলে ২-০ ব্যবধানে জয়ী মোহনবাগান।

author-image
Manoj Kumar
New Update
Mohunbagan Win

Mohunbagan Beat Hyderabad. ( Image Source: X(Formerly known Twitter)

মোহনবাগানের দায়িত্ব নেওয়ার পর প্রথম জয়ের মুখ দেখলেন আন্তোনিও লোপেজ হাবাস। আইএসএলের মঞ্চে মোহনবাগানের সবচেয়ে সফল কোচের তালিকায় রয়েছেন হাবাস। আইএসএলের মাঝপথেই  হুয়ানকে সরিয়ে আন্তোনিও লোপেজ হাবাসকে ফের কোচের পদে বসিয়েছে মোহনবাগান। তবে শুরুটা খুব একটা ভালভাবে করতে পারেননি তিনি। অবশেষে হায়দরাবাদের বিরুদ্ধেই এই মরসুমে প্রথমবার জয়ের স্বাদ পেলেন মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। হায়দরাবাদকে ২-০ গোলে হারিয়ে লিগ টেবিলে চার নম্বরে উঠে এল মোহনবাগান।

আন্তোনিও লোপেজ হাবাস মাঠে থাকা মানেই কোনও না কোনও চমক তিনি দেখাবেন। এদিন হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগেই সবচেয়ে বড় চমকটা দিয়েছিলেন মোহনবাগান কোচ। হুগো বুমোসকে বসিয়ে দলে হঠাত্ই জনি কাউকোকে নিয়ে এসেছিলেন তিনি। শুরু থেকেই এদিন হায়দরাবাদের বিরুদ্ধে খানিকটা আক্রমণাত্মক ফুটবল খেলার ছক কষেছিলেন মোহনবাগানের এই তারকা কোচ। আর তাতেই কার্যত হায়দরাবাদের বিরুদ্ধে সাফল্য এসেছে তাঁর। প্রথমমার্ধেই দুই গোল দিয়ে হায়দরাবাদের বিরুদ্ধে জয়টা কার্যত পাকা করে ফেলেছিল এদিন মোহনবাগান। 

মোহনবাগানের হয়ে গোল করেছেন অনিরুদ্ধ থাপা ও জেসন কামিংস

দ্বিতীয়ার্ধে অবশ্য সুযোগ নষ্ট না করলে মোহগনবাগান গোলের ব্যবধান আরও খানিকটা বাড়াতেই পারত। যদিও শেষপর্যন্ত সেটা করতে পারেননি মনবীর সিংরা। ধারেভারে অবশ্য হায়দরাবাদের থেকে অনেকটা এগিয়ে থেকেই নেমেছিল এদিন মোহনবাগান। লক্ষ্যটা ছিল শুরু থেকেই প্রতিপক্ষকে খানিকটা চাপে রাখার। ম্যাচের ১২ মিনিটের মধ্যে অনিরুদ্ধ থাপার গোলটা সেই কাজটা মোহনবাগানের অনেকটাই সহজ করে দিয়েছিল। তাঁর গোলেই জয়ের রাস্তাটা বেশ খানিকটা প্রশস্ত করে ফেলেছিল। এক গোলে এগিয়ে থাকলেও প্রতিপক্ষ শিবিরের ওপর চাপটা কিন্তু ক্রমশই বাড়িয়ে তুলেছিল মোহনবাগান। মুহূর্মুহু আক্রমণে হায়দরাবাদ ডিফেন্সকে তারা নাস্তানাবুদ করে তুলেছিল। 

হায়দরাবাদ পাল্টা আক্রমণ চালানোর চেষ্টা করলেও মোহনবাগানের বিরুদ্ধে রক্ষণ ভেদ করার জন্য তা যথেষ্ট ছিল না। এরপরই প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগে ফের হায়দরাবাদের বিরুদ্ধে দোরদার আক্রমণ করে মোহনবাগান। সেখানেও সাফল্য। বক্সের ভিতর মনবীর সিংয়ের সাজানো পাস থেকে বল হায়দরাবাদের জালে জড়াতে এতটুকুও ভুল করেননি জেসন কামিংস। প্রথমার্ধেই  ২-০ ব্যবধানে এগিয়ে জয় নিশ্চিত করে ফেলেছিল মোহনবাগান।

দ্বিতীয়ার্ধেই এদিন জনি কাউকোকে ব্যবহার করেছিলেন হাবাস। আক্রমণাত্নক ছক বজায় রাখলেও, ডিফেন্সেও কোনওরকম খামতি রাখতে চাননি তিনি। সেই স্ট্র্যাটেজিতেও সফল হয়েছেন মোহনবহাগানের হেডস্যার। দ্বিতীয়ার্ধে সুযোগ নষ্ট না করলে মোহনবাগান ব্যবধানটা অনেকটাই বাড়িয়ে ফেলতে পারত। যদিও শেষপর্যন্ত তা হয়নি। হায়দরাবাদকে হারিয়ে এই মুহূর্তে লিগ টেবিলে তার নম্বরে মোহনবাগান। সেইসঙ্গে আন্তোনিও লোপেজ হাবাসও যে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তা বলার অপেক্ষা রাখে না।

Sports News