আগামী রবিবার ম্যানচেস্টার ডার্বি, তার আগে ছন্দে দুই দলই

ম্যানচেস্টারের দুই ক্লাবেই যে সুসময় চলছে এমনটা বলাই যায়। রবিবার এতিহাদে ম্যানচেস্টার ডার্বি। বলা যেতে পারে তার দুর্দান্ত প্রস্তুতি সেরে নিল পেপ গুয়ার্দিওলার দল। এফ এ কাপে লুটন টাউনকে ৬-২ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ম্যানচেস্টার সিটি। অন্যদিকে নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে ম্যাচ জিতে ম্যান ইউ ম্যাচ জিতে স্বস্তি এনে দিয়েছে এরিক টেন হ্যাগের মনে।

author-image
Manoj Kumar
New Update
casemiro-man-utd (Source: X)

casemiro-man-utd (Source: X)

ম্যানচেস্টারের দুই ক্লাবেই যে সুসময় চলছে এমনটা বলাই যায়। রবিবার এতিহাদে ম্যানচেস্টার ডার্বি। বলা যেতে পারে তার দুর্দান্ত প্রস্তুতি সেরে নিল পেপ গুয়ার্দিওলার দল। এফ এ কাপে লুটন টাউনকে ৬-২ গোলের ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ম্যানচেস্টার সিটি। ম্যাচে পাঁচ গোল করে নিজের অবদান রাখলেন আর্লিং হালান্ড। ১৯৭০ সালে নর্দাম্পটনের বিরুদ্ধে ম্যান ইউ কিংবদন্তি জর্জ বেস্টের পরবর্তী সময় দ্বিতীয় ফুটবলার হিসেবে হালান্ড এই মঞ্চে পাঁচটি গোল করলেন। এছাড়াও ম্যানচেস্টার সিটির জার্সিতে এই নিয়ে দ্বিতীয় বার পাঁচ গোল হয়ে গেল তার। ম্যাচের শেষে হালান্ডের ঘোষণা, ‘ আমরা আবার ছন্দে ফিরছি। নিজের ফিটনেস নিয়ে আর কোন সমস্যা আমাদের নেই। অনেকদিন পরে ফুটবল আগের মত উপভোগ করলাম।’

ম্যাচের তিন মিনিটে প্রথম গোল করেন হালান্ড। পরবর্তী সময় ম্যাচের বয়স বাড়লে ১৮ ও ৪০ মিনিটে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। অন্যদিকে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ৫৫ ও ৫৮ মিনিটে বাকি দুটি গোল করেন তিনি। প্রাক্তন ম্যান ইউ তারকা রয় কিং ধারাভাষ্য দিতে গিয়ে বলেন, ‘ একেবারেই বিশ্বমানের ফুটবলার আর্লিং হালান্ড। এই বিষয়ে কোন সন্দেহ নেই। ওর পাঁচটি গোল ছিল ভয়ংকর সমস্ত বিস্ফোরণের মত।’ রবিবার ইপিএলে দুই ম্যানচেস্টারের দ্বৈরথ প্রসঙ্গ টেনে কিন আরো বলেন, ‘ জানি না ম্যান ইউ রক্ষণ হালান্ড এবং কেভিন ডি ব্রুইনের মতো ফুটবলারকে পুরো সময় আটকে রাখতে পারবে কিনা। যে অবিশ্বাস্য ফুটবল দেখলাম তা দেখার পরে কোনভাবেই ম্যানচেস্টার ইউনাইটেডকে আর এগিয়ে রাখতে পারছি না।’

যদিও ম্যান ইউও পিছিয়ে নেই। তারাও নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে ম্যাচ জিতে স্বস্তি এনে দিয়েছে এরিক টেন হ্যাগের মনে। দেরিতে হলেও ক্যাসেমিরোর অনবদ্য গোলে এগিয়ে যায় তারা। তারা আবার কোয়ার্টার ফাইনালে কঠিন প্রতিপক্ষ লিভারপুলের বিরুদ্ধে খেলতে নামবে।

যদিও চাপ কমছে না ম্যান ইউয়ের ওপর থেকে। হাঁটুর চটের কারনে অনুপস্থিত থাকবেন হ্যারি ম্যাগুইর। তাই রবিবার ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে নামতে গেলে তাদের আরো অনেক বেশি কার্যকরী ভূমিকা অবলম্বন করতে হবে। এই ম্যাচেও গোল নিয়ে দীর্ঘ সমস্যায় ছিল তারা। প্রথম থেকে কোনো গোলই আসেনি। ম্যাচের শেষে গোল আসলেও রেফারি দীর্ঘক্ষণ তা ভারের মাধ্যমে পর্যবেক্ষণ করার পরে সেটি নিশ্চিত করে। এই পরিস্থিতিতে দুটি ক্লাবের জন্যই আগামী কিছুদিন বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে, এমনটা বলাই যায়।

Sports News