গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই। জল্পনা হয়তো এবার সত্যি হওয়ার পথে। পিএসজির সাথে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করতে পারেন কিলিয়ান এমবাপে। চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনাল চলছিল। প্রথম পর্বের ম্যাচ জয়ের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বিস্ফোরণ ঘটালেন কিলিয়ান এমবাপে। বৃহস্পতিবার রাতে ফরাসি তারকা তাঁর দীর্ঘদিনের ক্লাব পিএসজিকে জানিয়ে দিলেন চলতি মরসুম শেষ হলেই তিনি ক্লাব ছাড়ছেন। এমবাপের এই বিবৃতি সামনে আসতেই একটি বিষয় মোটামুটি পরিষ্কার হয়ে যায় যে ফ্রি ট্রান্সফারেই তিনি নতুন কোন ক্লাবে সই করতে চলেছেন।
বহুদিন ধরেই ইউরোপীয় ফুটবলে জল্পনা চলছে, পিএসজি ছেড়ে রিয়েল মাদ্রিদে যোগ দিতে পারেন এই ফরাসি তারকা।
দুই পক্ষের মধ্যে কথা বার্তাও নাকি অনেক দূর অগ্রসর হয়েছে। তবে সূত্র মারফত যতটুকু খবর পাওয়া গেছে তাতে একটা বিষয়ে এখনো পরিষ্কার হয়নি। পুরনো ক্লাব ছাড়ার বিষয়ে সব শর্তে এখনো দুপক্ষ সম্মতিতে আসতে পারেনি। তবে কথাবার্তা চূড়ান্ত হলেই আনুষ্ঠানিক ভাবে ফরাসি তারকা পিএসজি ছাড়ার বিষয়টি সামনে আনবেন। যদিও এমবাপে একটি বিষয় নিশ্চিত করেছেন যে, চুক্তির শেষ না হওয়া পর্যন্ত পিএসজির হয়ে সমস্ত দায়িত্বই পালন করবেন তিনি। এদিকে পিএসজি বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচে ২-০ গোলে পরাজিত করেছে রিয়াল সোসিয়াদকে। যে ম্যাচে গোলও রয়েছে এই ফরাসি তারকার। প্রথমার্ধে ম্যাচে কোনও গোল হয়নি। দ্বিতীয়ারদের খেলা শুরু হওয়ার ৫৮মিনিটে মারকুইনহোসের হেড থেকে বল পেয়ে দুরন্ত শটে গোল করেন এমবাপে। এরপরে আরো একটি গোল করার সুযোগ পেলেও সেটিকে কাজে লাগাতে পারেননি ফরাসি তারকা। খেলার বয়স যখন ৭০মিনিট, তখন ফরাসি ক্লাবের হয়ে দ্বিতীয় গোলটি আসে ব্র্যাডলি বারকোলার পা থেকে।
এমবাপের বিদায় প্রসঙ্গে এএফপির সাথে যোগাযোগ করা হলে পিএসজির এই বিষয়টি অস্বীকার করে। কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে পিএসজি ভবিষ্যতের দিকে মনোনিবেশ করছে। তা থেকেই স্পষ্ট আনুষ্ঠানিক বিদায়ের ঘোষণা দেরিতে আসলেও, তা চূড়ান্ত হয়েছে। তবে এমবাপের চলে যাওয়া কোচ লুইস এনরিকের কাছে একটি বড় ধাক্কা বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। সাম্প্রতিকতম অতীতে পিএসজি ছেড়ে চলে গেছেন নেইমার ও লিওনেল মেসির মতো তারকারা। যদিও কোচ লুইস এনরিকে তরুণ তারকা তৈরীতে মনোনিবেশ করেছেন বলেই সূত্র মারফত খবর। পিএসজিতে সাত মরশুমের শেষে এখনো পর্যন্ত ২৭৪ গোলের মালিক এমবাপে। তিনি পিএসজির হয়ে ক্লাবের সর্বকালের সর্বোচ্চ স্কোরার।