হেনরিখ ক্লাসেনের বিধ্বংসী পারফরম্যান্স দেখে মুগ্ধ কেভিন পিটারসন

জোবার্গের বিরুদ্ধে ৩০ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন হেনরিখ ক্লাসেন। তাঁর গোটা ইনিংসে রয়েছে ৭টি ছয় ও ৩টি চার।

author-image
Manoj Kumar
New Update
Heinrich Klassen

Heinrich Klassen. ( Image Source: X)

দ্বিতীয় কোয়ালিফায়ারের মঞ্চে ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন হেনরিখ ক্লাসেন। তাঁর সেই বিধ্বংসী ইনিংসে ভর করে বড় রানে পৌঁছনোর পাশাপাশি এসএ২০ প্রতিযোগিতাতে ফাইনালের টিকিটও পাকা করে ফেলেছিল ডারবান। সেই ম্যাচ শেষেই হেনরিখ ক্লাসেনকে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রাক্তন ইংল্যান্ড তারকা ক্রিকেটার কেভিন পিটারসন। তাঁর মতে যেভাবে হেনরিখ ক্লাসেন এই মুহূর্তে টি টোয়্ন্টি ফর্ম্যাটে খেলছেন, সেখানে তাঁকেই সেরা বলে মনে করছেন ইংল্যান্ডের এই প্রাক্তন ক্রিকেটার। ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে জোবার্গের বিরুদ্ধে ম্যাচের সেরাও হয়েছেন তিনি।

হেনরিখ ক্লাসেনের সেই পারফরম্যান্স দেখার পর থেকেই তাঁর প্রশংসায় কার্যত পঞ্চমুখ হয়েছেন প্রাক্তন ব্রিটিশ ক্রিকেটার কেভিন পিটারসন। এদিন জোবার্গের বিরুদ্ধে শুরুটা খুব একটা ভাল করতে পারেনি ডারবান। সেই জায়গা থেকেই প্রতিরোধ গড়ে তোলা শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার। জোবার্গের বিরুদ্ধে মাত্র ৩০ বলে ৭৪ রাবের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন হেনরিখ ক্লাসেন। তাঁর হাত থেকে এদিন মাঠে শুধুই ছিল ছয় ও চারের বন্যা। সেই সৌজন্যেই বড় রানের পথে পৌঁছেছিল ডারবান।

জোবার্গের বিরুদ্ধে ৭৪ রানের ইনিংস খেলে  ম্যাচের সেরা হয়েছেন হেনরিখ ক্লাসেন

জোবার্গের বিরুদ্ধে ৬৯ রানে জিতে ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে ডারবান। ট্রফির থেকে তাদের দুরত্ব এখন মাত্র একটি ম্যাচ। হেনরিখ ক্লাসেন সেই ম্যাচেও যদি নিজের এমন পারফরম্যান্স ধরে রাখতে পারেন তবে ডারবান যে অনেকটাই এগিয়ে থাকবে তা বলার অপেক্ষা রাখো না। জোবার্গের বিরুদ্ধে এদিন যে পরিস্থিতিতে হেনরিখ ক্লাসেন মাঠে এসেছিলেন, সেই সময় বেশ চাপের মধ্যে ছিল ডারবান। সেই জায়গা থেকেই হেনরিখ ক্লাসেনের হাত ধরে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করেছিল ডারবান।

শুরু থেকেই এদিন বিধ্বংসী মেজাজে ছিলেন দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার। তাঁর হাত থেকে ছিল এদিন একের পর এক বড় রানের ঝলক। আর সেই পারফরম্যান্স দেখেই হেনরিখ ক্লাসেনকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কেভিন পিটারসন। হেনরিখ ক্লাসেনকে নিয়ে টুইট করে কেভিন পিটারসন লিখেছেন, ক্রিকেট বিশ্বে এর থেকে ভাল টি টোয়েন্টি ব্যাটার হওয়া বোধহয় সম্ভব নয়। ক্লাসেন সত্যিই একজন বস।

জোবার্গের বিরুদ্ধে এদিন হেনরিখ ক্লাসেন যখন মাঠে এসেছিলেন সেই সময় ডারবানের রান ছিল ৪ উইকেটে ৯৫। সেই জায়গা থেকেই উইয়ান মালডারের সঙ্গে সেঞ্চুরী পার্টনারশিপ গড়ে তুলেছিলেন এই তারকা ক্রিকেটার। সেখানেই ৩০ বলে খেলেছিেন ৭৪ রানের নিংস। তাঁর গোটা ইনিংসটি সাজানো ছিল ৩টি চার ও ৭টি ওভার বাউন্ডারি দিয়ে।

Sports News