/bl-sky-247/media/media_files/GHnqmcTUksHcf9WFeSGX.jpg)
Paul Pogba. (Photo Source: X)
নিজের ফুটবল কেরিয়ারে একটি অনেক বড় ধাক্কা খেলেন পল পোগবা। ডোপিং কেলেঙ্কারির জন্য ফ্রান্সের এই ফুটবল তারকাকে ৪ বছরের জন্য নির্বাসিত করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে পোগবাকে প্রাথমিকভাবে নির্বাসিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর, দ্বিতীয় রিপোর্ট দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। ২৯শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, সেই রিপোর্টটি আসে এবং তারপরেই পল পোগবাকে চার বছরের জন্য নির্বাসিত করা হয়।
ফ্রান্সের এই বিশ্বকাপজয়ী ফুটবলারের বিরুদ্ধে টেস্টোস্টেরন ব্যবহার করার অভিযোগ এসেছিল। ২০২৩ সালের ২০শে আগস্ট ইতালিয়ান লিগ সিরি এতে উদিনেসকে ৩-০ গোলে পরাজিত করেছিল জুভেন্তাস। এই ম্যাচের পরেই ডোপিংয়ের সাথে পল পোগবার নাম জড়িয়ে যায়। উল্লেখযোগ্যভাবে, পোগবা এই ম্যাচটিতে অংশগ্রহণ করেননি। তবে ম্যাচের পর মাদক পরীক্ষায় তিনি নমুনা দিয়েছিলেন। এরপর, ইতালির ডোপিং বিরোধী সংস্থা এনএডিও নমুনাটি পরীক্ষা করে পোগবার শরীরে প্রচুর মাত্রায় টেস্টোস্টেরন পেয়েছিল। বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারের শরীরে নন-এনডোজোনোস টেস্টোস্টেরন মেটাবোলিটস পাওয়া গিয়েছিল।
২০২৩ সালের সেপ্টেম্বর মাসের পর পল পোগবাকে আর পেশাদার ফুটবল খেলতে দেখা যায়নি
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে পল পোগবাকে শেষবার মাঠে দেখা গিয়েছিল। এরপর এই ৩০ বছর বয়সী মিডফিল্ডারের খেলা দর্শকরা আর উপভোগ করতে পারেননি। পোগবার উপরে অভিযোগ আসার পরেও জুভেন্তাস তাঁকে ছেড়ে দেয়নি। তবে তারা পোগবার বেতন কম করে দিয়েছিল। তবে দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করার পর রিপোর্ট পজিটিভ আসায় সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন এই অভিজ্ঞ ফুটবলার।
পল পোগবার ফুটবল কেরিয়ার এখানেই শেষ হয়ে গেল কিনা তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জেগেছে। ফ্রান্সের অন্যতম সেরা ফুটবলারদের মধ্যে একজন হলেন পোগবা। তাঁর খেলা দেখতে দর্শকরা খুবই ভালোবাসেন। প্রাক্তন ফুটবলার থেকে শুরু করে সতীর্থরা সকলেই এই প্রতিভাবান মিডফিল্ডারের খেলার প্রশংসা করেছেন। অনেক কোচদের পছন্দের তালিকাতেও তিনি রয়েছেন। তিনি নিজের দলকে বহুবার ম্যাচ জিতিয়েছেন। তবে তাঁর ফুটবল কেরিয়ার নিয়ে এখন সংশয় তৈরি হয়েছে। পোগবা এখনই হাল ছাড়তে চাইছেন না। তিনি কোর্ট অফ অ্যাব্রিবিয়েশন ফর স্পোর্টে এই ব্যাপারে আবেদন জানাবেন বলে জানা গেছে। কিন্তু রায় পোগবার দিকে যাওয়ার সম্ভাবনা খুবই কম। শেষমেশ চার বছরের আগে পল পোগবা মাঠে কামব্যাক করতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয়।