রোনাল্ডোর নেতৃত্ব পর্তুগালই এবারের ইউরোয় দ্য স্পেশ্যাল ওয়ানের বাজি

দেশের জার্সি ও ক্লাব মিলিয়ে এখনও পর্যন্ত ৮৭৪টি গোলের মালিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শেষ ম্যাচেও আল নাসেরের হয়ে গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

author-image
Manoj Kumar
New Update
Cristiano Ronaldo

Cristiano Ronaldo. ( Image Source: X )

সামনেই আছে ইউরো কাপ। সেই মঞ্চে নামার প্রস্তুতিতে এখন তুঙ্গে ইউরোপের প্রতিটি দেশ। সেখানেই কী এবার হোসে মোরিনহোর বাজি হতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। হঠাত্ই শুরু হয়েছে এমন জল্পনা. হোসে মোরিনহোর একটি মন্তব্যের পর অবশ্য এমনটাই মনে হওয়াটা স্বাভাবিক। এই মুহূর্তে ইউরোপের ক্লাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নেই ঠিকই। কিন্তু সিআরসেভেনের পারফরম্যান্সের ধার কিন্তু এতটুকু কমেনি। কয়েকদিন আগে এফসি চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড ১৬-তেও রোনাল্ডোর গোলেই জিতেছে আল নাসের। সিআরসেভেনের এই পারফরম্যান্স দেখেই আপ্লুত দ্য স্পেশ্যাল ওয়ান।

২০১৬ সালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাত ধরেই ইউরো কাপ জয়ের খরা কাটিয়েছিল পর্তুগাল। ফাইনালের মঞ্চে বেশীক্ষণ অবশ্য মাঠে থাকতে পারেননি রোনাল্ডো। কিন্তু মাঠের বাইরে থেকেই মেন্টরের কাজটা চালিয়ে গিয়েছিলেন তিনি। যদিও ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমাটা অবশ্য ধরে রাখতে পারেননি তিনি। ২০২০ সালের ইউরো কাপে এই পর্তুগালের দৌড় থেমেছিল রাউন্ড অব সিক্সটিনে। বেলজিয়ামের কাছে হেরেই শেষপর্যন্ত থামতে হয়েছিল তাদের। রোনাল্ডোকে নিয়ে এর মাঝে বহু জয় বয়ে গিয়েছে। তাঁর খেলার কেরিয়ার শেষ নিয়েও নানান কথাবার্তা হচ্ছে।

৮৭৪টি গোলের মালিক এই মুহূর্তে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

যদিও সিআরসেভেন এখনই খেলা চাড়ার মেজাজে নেই। বরং আগের থেকেই যেন আরও বেশী ক্ষিপ্র হয়ে উঠেছেন তিনি। এই মুহূর্তে আল নাসেরের হয়ে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেখানেও স্বমেজাজে রয়েছেন তিনি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে শেষ ম্যাচে তাঁর গোলেই জিতেছিল আল নাসের। সেখানে সিআর সেভেনের বিখ্যাত সেলিব্রেশন এখনও সোশ্যাল মিডিয়ায় চর্চিত। রোনাল্ডোর এমন পারফরম্যান্স দেখেই আপ্লুত হো মোরিনহো। তাঁর মতে এবারের পর্তুগাল রোনোল্ডোর নেতৃত্বে ইফরো কাপ জয়ের জন্য একেবারে প্রস্তুত। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।

এই প্রসঙ্গে হোসে মোরিনহো জানিয়েছেন, "আমি বিশ্বাস করি যে  পর্তুগাল এবারের ইউরো কাপ জিততে পারে। সেটাই হওয়ার ব্যপারে আমি আশাবাদী। এই প্রজন্ম সেই কাজটা করে দেখাতেই পারে"।

আল নাসেরের হয়ে শেষ ম্যাচে ক্রিশ্চিয়োনা রোনাল্ডো তাঁর ক্লাব এবং দেশের কেরিয়ার মিলিয়ে ৮৭৪ তম গোল করেছেন। এই প্রজন্মের এখনও পর্যন্ত কেউ ৮৫০ সংখ্যাটাও পেরোতে পারেননি। দেশের জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোল রয়েছে ১২৪টি। সেইসঙ্গে ইউরোপিয়ান ফুটবল প্রতিযেগিতার ফাইনালের মঞ্চে রয়েছে ১৪টি গোল। সেইসঙ্গে কোয়ালিফাইং পর্বেও সিআরসেভেনের ঝুলিতে রয়েছে ৪১টি গোল। দ্য স্পেশ্যাল ওয়ানের ভবিষ্যদ্বানী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সত্যি করতে পারেন কিনা সেটাই এখন দেখার অপেক্ষা।

Sports News