ম্যানচেস্টার সিটি অধ্যায় শেষে পেপ গুয়ার্দিওলার ভবিষ্যত গন্তব্য কী হবে, তাই নিয়ে আলোচনায় সরগরম গোটা বিশ্ব। বহু গুঞ্জন ও জল্পনা ভেসে আসছে ফুটবল দুনিয়ার হাওয়ায়। তবে সব জল্পনা উড়িয়ে নতুন একটা সম্ভাবনার দরজা খুলে দিলেন এই সময়ের অন্যতম সেরা ও সফল কোচ পেপ গুয়ার্দিওলা। তিনি ইঙ্গিত দিয়েছেন ক্লাব ফুটবলে নিজের কেরিয়ারের অবসানে। শুধু তাই নয়, তিনি এর পাশাপাশি আগ্রহ প্রকাশ করেছেন ক্লাব ফুটবলের পরে আন্তর্জাতিক ফুটবলে নিজের পদচিন্হ ছেড়ে যাওয়ার। তিনি এবার বিশ্ব ফুটবলের স্বাদ নিতে চান। হোক সেটা বিশ্বকাপ কিংবা ইউরো। কিংবা কোপা আমেরিকা হলেও ক্ষতি নেই। অবসরের আগে অন্তত একবার আন্তর্জাতিক টুর্নামেন্টে কোচিং করানোর প্রবল ইচ্ছা রয়েছে তার মনের গহীনে। তবে সেটা যে এখনই এই মুহূর্তে নয়, সেই বিষয়টাও স্পষ্ট করেছেন চ্যাম্পিয়নস লীগ জয়ী কোচ।
ক্লাব ফুটবলের দুনিয়ায় সম্ভাব্য সব রকমের শিরোপাই জিতেছেন গুয়ার্দিওলা। মর্ডান ফুটবল তার হাত ধরে ভিন্নমাত্রা পেয়েছে। এবার সেই নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক ফুটবল দুনিয়ায় প্রবেশ করতে চাইছেন, এই তারকা কোচ। তিনি একটি বিবৃতিতে বলেন, ‘আমি আন্তর্জাতিক কোনও দলকে কোচিং করাতে চাই। হোক সেটা বিশ্বকাপ কিংবা ইউরোপিয়ান প্রতিযোগিতায়। আমার মনে হয় ব্যাপারটা খুব ভালোভাবেই উপভোগ করবো।’
এর আগে বেশ কয়েকবার ব্রাজিল ফুটবলের সাথে গুয়ার্দিওয়ালার নাম জড়ানো হয়েছিল। উঠেছিল ইংল্যান্ডের জাতীয় দলের নামও। তবে গুয়ার্দিওলা কাদের কোচিং করাতে চান, সেই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টতই জানিয়ে দেন, ‘জানিনা এই মুহূর্তে কোন দল আমাকে চাইবে। জাতীয় দলের হয়ে কাজ করতে চাইলে আগে দলগুলিকে চাইতে হবে, যেভাবে ক্লাব ফুটবলগুলি এই বিষয়ে এগিয়ে আসে।’
বার্সেলোনাকে দিয়ে ২০০৮ সালে শুরু হয় এই বিখ্যাত কোচের কেরিয়ার। এরপর বায়ার্ন মিউনিখ হয়ে বর্তমানে তিনি ঘাঁটি গেড়েছেন ম্যানচেস্টার সিটিতে। তিন ক্লাবের হয়ে সর্বমোট জিতেছেন ৩২টি শিরোপা। এবার তাই তার পাখির চোখ আন্তর্জাতিক ফুটবল।
তবে সেটি যে এক্ষুনি নয় তারও কিছুটা ইঙ্গিত দিয়ে রাখলে নিয়ে ৫৩ বছর বয়সী কোচ। তিনি বলেন, ‘ আমি জানি না যে এটা কবে হবে! হয়তো এখন থেকে পাঁচ, দশ কিংবা পনেরো বছর পরেও এই বিষয়টি হতে পারে। কিন্তু একবার হলেও বিশ্বকাপে কোচিং করানোর অভিজ্ঞতা আমি প্রত্যক্ষ করতে চাই।’
তিনি ইউরোপের অন্যতম ক্লাব ম্যানচেস্টার সিটিকে গত বছর জিতিয়েছেন বহু প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। সেই সাথে ঘরোয়া ডাবল জিতিয়ে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসাবে সিটিজেনদের দিয়েছেন ট্রেবল জয়ের স্বাদ। চলতি মরসুমেও সিটি রয়েছে দারুন ফর্মে। এই পরিস্থিতিতে গুয়ার্দিওলা কী করেন, সেটাই এবার দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।