কেরিয়ারের শততম টি টোয়েন্টিতে বিধ্বংসী ডেভিড ওয়ার্নার

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই কেরিয়ারের ১০০ তম টি টোয়েন্টি ম্যাচে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার। সেখানেই ৩৭ বলে ৭০ রানের ইনিংস খেলেছেব তারকা অজি ক্রিকেটার।

author-image
Manoj Kumar
New Update
David Warner

David Warner. ( Image Source: X)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চে নেমেছিলেন ডেভিড ওয়ার্নার। প্রথম অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসাবে শততম টি টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি। সেই মঞ্চেই ফের একবার পুরনো ছন্দে দেখা গেল অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটারকে। ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে ওয়ার্নার ঝড় দেখল গোটা বিশ্ব। আর তাতেই আপ্লুত সকলে। কেরিয়ারের শততম ম্যাচে অর্ধশতরানের ইনিংস খেলেই থামলেন তিনি। সেইসঙ্গেই অস্ট্রেলিয়ার বড় রানের লক্ষ্যটাও যে ডেভিড ওয়ার্নারই প্রস্তুত করে দিয়েছিলেন তা বলার অপেক্ষা রাখে না।

সংযুক্ত আরব আমিরশাহীতে চলা টি টোয়েন্টি প্রতিযোগিতায় ছিলেন ডেভিড ওয়ার্নার। যদিও সেখানে নিজের সেরা পারফরম্যান্স দেখাতে পারছিলেন না তিনি। তাঁর পারফরম্যান্স নিয়েও একটা কানাভুসো শুরু হয়েছিল। সেখান থেকেই দেশের জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই টি টোয়েন্টি সিরিজে যোগ দিয়েছেন ডেভিড ওয়ার্নার। প্রথম ম্যাচেই ডেভিড ওয়ার্নারের সামনে ছিল নতুন মাইলস্টোনের হাতছানি। প্রথম একাদশে নাম আসার সঙ্গেই কেরিয়ারের শততম টি টোয়েন্টি ম্যাচ খেলার লক্ষ্য পূরণ করেন ডেভিড ওয়ার্নার। সেখানেই তাঁর থেকে বড় রানের অপেক্ষায় ছিলেন সকলে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৬ বলে ৭০ রানের ইনিংস খেলেছেন ডেভিড ওয়ার্নার

ভক্তদের একেবারেই হতাশ করেননি অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। এদিন টস জিতে অস্ট্রেলিয়াকেই প্রথমে ব্যাটিং করার সুযোগ দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক। সেখানেই ওপেনিংয়ে জশ ইঙ্গলিসের সঙ্গে ডেভিড ওয়ার্নারের ওপর ওপেনিংয়ে ভরসা রেখেছিল অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না মাঠে নামার পর থেকেই বুঝিয়ে দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। এদিন তাঁর ব্যাট থেকে ছিল শুধুই একের পর এক বড় শট। আর তাতেই কার্যত বিধ্বস্ত হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ বাহিনী।

ডেভিড ওয়ার্নারের হাত ধরে পাওয়ার প্লের মধ্যেই ৭০ রানের গন্ডী টপকে ফেলেছিল অস্ট্রেলিয়া। সেখানেই ৩৬ বলে ৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার। কেরিয়ারের শততম টি টোয়েন্টি ম্যাচে এক স্বপ্নের ইনিংস খেলেই এদিন মাঠ ছেড়েছিলেন তিনি। ডেভিড ওয়ার্নার যখন সাজঘরের রাস্তায় ফেরেন সেই সময় অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ১৩৫। ওয়ার্নারের গোটা ইনিংসটা এদিন সাজানো ছিল ১২টি চার ও একটি ওভার বাউন্ডারি দিয়ে।

এই ম্যাচেই মাইলস্টোন নয়। পরবর্তী ম্যাচেও মাইলস্টোন গড়ার হাতছানি রয়েছে ডেভিড ওয়ার্নারের। আন্তর্জাতিক টি টোয়েন্টির মঞ্চে ডেভিড ওয়ার্নারের সামনে রয়েছে ৩০০০ রানের হাতছানি। এই ফর্ম ধরে রাখলে যে সেটাও খুব শীঘ্রই হবে তা বলার অপেক্ষা রাখে না।

Sports News