এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে রোনাল্ডোর দল

রোনাল্ডো নিজেও এই জয়ে অত্যন্ত খুশি। আল ফেইহার বিরুদ্ধে এহেন জয় ভক্তদের উৎসর্গ করেছেন রোনাল্ডো। তিনি টুইট করে জানিয়েছেন, ‘অসাধারণ একটি রাত। আমরা পরবর্তী পর্যায়ে পৌঁছে গেছি। সমর্থনের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ!’

author-image
Manoj Kumar
New Update
Cristiano Ronaldo Al Nassr

Cristiano Ronaldo Al Nassr

ক্রিস্টিয়ানো রোনাল্ডোর গোলে এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আল-নাসের। ইউরোপের চ্যাম্পিয়নস লিগের ৫ বারের বিজয়ী তিনি। প্রথমবারের মতো এশিয়ান প্রতিযোগিতায় দলকে কোয়ার্টার ফাইনালে তুললেন পর্তুগিজ তারকা।

ক্রিস্টিয়ানো রোনাল্ডো বুধবার সৌদি আরবের ঘরোয়া দল আল ফেইহাকে পরাজিত করে আল-নাসেরকে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটে দেন। গত সপ্তাহেও আল-নাসের ১-০ গোলে ফার্স্ট লেগে জয় পায়, যে গোলে রোনাল্ডোর অবদান ছিল। আল আউয়াল পার্কে তারা আরেক পর্তুগিজ উইঙ্গার ওটাভিওর গোলে এগিয়ে যায়। দ্বিতীয় পর্তুগিজ তারকা হিসাবে শেষ গ্রীষ্মে নাসেরের হয়ে দ্বিতীয় জয়সূচক গোলটি করেছিলেন তিনি।

রোনাল্ডো নিজেও এই জয়ে অত্যন্ত খুশি। আল ফেইহার বিরুদ্ধে এহেন জয় ভক্তদের উৎসর্গ করেছেন রোনাল্ডো। তিনি টুইট করে জানিয়েছেন, ‘অসাধারণ একটি রাত। আমরা পরবর্তী পর্যায়ে পৌঁছে গেছি। সমর্থনের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ!’

এর আগের ম্যাচটি ছিল রোনাল্ডোর ক্লাব ক্যারিয়ারের ১০০০ তম ম্যাচ। সেখানেও গোল করেছিলেন তিনি। যা ছিল চলতি বছরে তাঁর প্রথম গোল। সেখানেও অভিনব সেলেব্রেশনে দেখা যায় প্রাক্তন মাদ্রিদ তারকাকে। চেনা ‘সিউউউ’ সেলিব্রেশন বদলে বুকের কাছে হাত এনে শান্তির বার্তা দেন তিনি। সেখানেও ম্যাচ শেষে দর্শকদের শেষ ষোলোর বার্তা দেন সি আর সেভেন।

২০২২ সালের ডিসেম্বরে ট্রান্সফার ফি দিয়ে আল নাসেরে আসার পরে সৌদি আরবের ফুটবলে তার প্রথম পূর্ণ মরসুম ছিল এটি। তাঁর সর্বশেষ গোলটির ফলে পরিসংখ্যানের দৌড়ে অনেকটাই এগিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তাঁর গোটা মরসুমে ২৭টি গোল রয়েছে, যা ১১টি প্রতিযোগিতা মিলিয়ে তিনি সম্পূর্ণ করেছেন। এছাড়াও তাঁর নামের পাশে রয়েছে ২৮টি গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট। শুধুমাত্র সৌদি প্রো লিগে ১৯টি ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ২১টি গোল। এক মাসের দীর্ঘ বিরতির পর নতুন মরসুম শুরু হওয়ার কথা রয়েছে সৌদি প্রো লিগে।

ভালো শুরু পেয়েছে আল নাসের। ডিসেম্বর থেকে টেবিলের শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে তারা। ডিসেম্বরে শেষবার আল হিলালের কাছে পরাজয় স্বীকার করে তারা। সেই ম্যাচটি ৩-০ হেরে যায় রোনাল্ডোর দল। তারপর থেকে পরপর নয়টি খেলায় অপরাজিত অবস্থান তাঁদের। শেষ ৮টি ম্যাচ জয়ী ও ১টি ম্যাচে ফলাফল অমীমাংশিত। ২০২৩ সালে এই নতুন ক্লাবে যোগ দেওয়ার পরবর্তী সময় থেকে একবারও সৌদি প্রো লিগ জিততে পারেনি রোনাল্ডোর দল। এই বছর পর্তুগিজ তারকার হাত ধরে সমর্থকদের সেই স্বপ্ন সত্যি হয় কিনা, সেটাই দেখার।

 

Sports News