দুবার সোনা জেতার পর প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করতে পারল না ব্রাজিল। চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে গিয়ে তাদের স্বপ্নভঙ্গ হয়েছে। বিশ্ব ফুটবলে সবথেকে সফল দল হল ব্রাজিল। তারা মোট পাঁচবার বিশ্বকাপ জিতেছে। অলিম্পিক ফুটবলের মঞ্চেও নিজেদের প্রমাণ করেছে ব্রাজিল। কিন্তু এইবার অলিম্পিকে আর তাদের দেখা যাবে না। অলিম্পিক ফুটবলের জন্য যোগ্যতা অর্জনের মঞ্চ থেকে তাদের এইভাবে ছিটকে যেতে দেখে অনেকেই অবাক হয়েছেন। ব্রাজিলের এমন পারফরম্যান্স দেখে অনেকে হতাশও হয়েছেন।
২০১৬ এবং ২০২০ সালের অলিম্পিকে সোনা জিততে সক্ষম হয়েছিল ব্রাজিল। কিন্তু এইবার সোনা জেতার লড়াইয়ে তারা থাকবে না। এইবারের অলিম্পিকে সোনা জিততে পারলে তারা হ্যাটট্রিক সম্পূর্ণ করে ফেলত। কিন্তু সেই সুযোগ তারা আর পাবে না। ১১ই ফেব্রুয়ারি, রবিবার, এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। উভয় দলের জন্যই এই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ ছিল। ম্যাচের শুরু থেকেই মাঠে আধিপত্য বিস্তার করতে থাকে আর্জেন্টিনা। মাঝমাঠের নিয়ন্ত্রণ পুরোপুরিভাবে তাদের কাছে ছিল। ব্রাজিলের রক্ষণভাগকে রীতিমতো নাজেহাল করে দেয় নীল-সাদা ব্রিগেড। তারা একের পর এক আক্রমণ করতে থাকে। ১৫ মিনিটের মাথায় তারা গোল করার একটি দারুণ সুযোগ পেয়েছিল। কিন্তু শেষমেশ তারা গোলটি করতে পারেনি। অধিনায়ক থিয়াগো আলমাদার অসাধারণ ফ্রি-কিক জালে না জড়িয়ে পোস্টে লেগে ফিরে আসে।
দ্বিতীয়ার্ধে গোল করার সুযোগ কাজে লাগাতে পারেনি ব্রাজিল
দ্বিতীয়ার্ধে ব্রাজিলকে ছন্দে ফিরতে দেখা যায়। ৬০ এবং ৬২ মিনিটের মাথায় তারা গোল করার সুযোগও পেয়েছিল। কিন্তু আর্জেন্টিনার গোলরক্ষক ব্রেই গ্যাব্রিয়েল পেক এবং জন কেনেডির নেওয়া শট দুটি আটকে দেন।
এরপর ৭৮ মিনিটের মাথায় লুসিয়ানো গুন্দো গোলে ম্যাচে এগিয়ে যায় আর্জেন্টিনা। তিনি ব্রাজিলের রক্ষণভাগকে ধরাশায়ী করে একটি দারুণ গোল করেন। তবে ব্রাজিল হার না মেনে একের পর এক আক্রমণ করতে থাকে। কিন্তু অনেক চেষ্টা করার পরেও ম্যাচে সমতা ফেরাতে পারেনি ব্রাজিল। ম্যাচের পর শেষ হাসি হাসে আর্জেন্টিনা। অন্যদিকে, হতাশ হয়ে মাঠ ছাড়ে ব্রাজিলের খেলোয়াড়রা। এই ম্যাচটি জিতে নেওয়ার মাধ্যমে প্যারিস অলিম্পিক ২০২৪-এ নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে লিওনেল মেসির দেশ। এইবারের অলিম্পিক ফুটবলে শেষমেশ তারা সোনা জিততে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।