ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে একটি দুর্দান্ত জয় পেল অস্ট্রেলিয়া। শেষ ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ।
এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রভম্যান পাওয়েল। শুরুতেই ওপেনার জশ ইঙ্গলিসের উইকেট হারায় অস্ট্রেলিয়া। তিনি ৬ বলে মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার ৩টি চার এবং ১টি ছয় সহ ১৯ বলে ২২ রান করেন। মিচেল মার্শ ৩টি চার এবং ২টি ছয় সহ ১২ বলে ২৯ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। এরপর ক্রিজে ঝড় তোলেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ৫৫ বলে অপরাজিত ১২০ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ১২টি চার এবং ৮টি ছয় মারেন।
মার্কাস স্টয়নিস স্কোরবোর্ডে বেশি রান যোগ করতে পারেননি। তিনি ১৫ বলে ১৬ রান করে নিজের উইকেট হারান। শেষে টিম ডেভিড ১৪ বলে ৩১ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। শেষমেশ ২০ ওভারে ৪ উইকেটে ২৪১ রান করে অস্ট্রেলিয়া। জেসন হোল্ডার ৪ ওভারে ৪২ রান দিয়ে ২টি উইকেট নেন। আলজারি জোসেফ এবং রোমারিও শেফার্ড ১টি করে উইকেট শিকার করেন।
রভম্যান পাওয়েলের দুর্দান্ত ইনিংস শেষমেশ ওয়েস্ট ইন্ডিজের কোনো কাজে এল না
রান তাড়া করতে নেমে শুরুটা একেবারেই ভালোভাবে করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৬৩ রানের মধ্যেই তারা ৫টি উইকেট হারিয়ে ফেলে। ওপেনার ব্র্যান্ডন কিং ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ হন। তিনি ৯ বলে মাত্র ৫ রান করতে সক্ষম হন। আরেক ওপেনার জনসন চার্লস ১১ বলে ২৪ রান করেন। নিকোলাস পুরান ১০ বলে ১৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। শাই হোপ স্কোরবোর্ডে এক রানও যোগ করতে পারেননি। শেরফেন রাদারফোর্ডও ০ রানে নিজের উইকেট হারান। অধিনায়ক রভম্যান পাওয়েল ৩৬ বলে ৬৩ রানের একটি লড়াকু ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ৫টি চার এবং ৪টি ছয়। আন্দ্রে রাসেল ১৬ বলে ৩৭ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। জেসন হোল্ডার ১৬ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। শেষমেশ স্কোরবোর্ডে ২০ ওভারে ৯ উইকেটে ২০৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। মার্কাস স্টয়নিস ৪ ওভারে ৩৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। জশ হ্যাজেলউড এবং স্পেনসর জনসন ২টি করে উইকেট পান। জেসন বেহরেনডর্ফ এবং অ্যাডাম জাম্পা ১টি করে উইকেট শিকার করেন।
এই ম্যাচ নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন -
Another high-scoring contest that sees Australia come out on top! #AUSvWI pic.twitter.com/qfENi3sA2J
— cricket.com.au (@cricketcomau) February 11, 2024
Australia win by 34 runs in a high-scoring affair.#AuSvWI #MenInMaroon pic.twitter.com/Cderh9nfMY
— Windies Cricket (@windiescricket) February 11, 2024
TAKE A BOW, MADMAN MAXWELL...!!! 🫡
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 11, 2024
120* (55) with 12 fours and 8 sixes - his 5th T20i century. A brutal show by Maxi against the West Indies, a champion player. pic.twitter.com/K4GzgVKKKy
What a performance
— Its_deeja (@Its_deeja23) February 11, 2024
Congratulations 👏
— Nitish✊🚩 (@Nitishvkma) February 11, 2024
Mitchell Marsh "Glenn Maxwell has always done it for Australia and he is just unbelievable.We are incredibly lucky to have Maxwell in the team"#AUSvsWI #U19WorldCupFinal #INDvsAUSpic.twitter.com/BQwX2akwKl
— Sujeet Suman (@sujeetsuman1991) February 11, 2024
Rcb blood maxiii
— Nikhil (@NikhilP2601)
This incredible man has completed 5 T20I centuries in just 94 innings.😳 Come on, Glenn Maxwell, who the heck are you? 🏏#U19WorldCupFinal | #INDvsAUS | #AUSvsWIpic.twitter.com/T7mMcwBXIE
— NetGemHunterX (@NetGemHunterX)
Mitchell Marsh "Glenn Maxwell has always done it for Australia and he is just unbelievable.We are incredibly lucky to have Maxwell in the team"#AUSvsWI #U19WorldCupFinal #INDvsAUSpic.twitter.com/BQwX2akwKl
— Sujeet Suman (@sujeetsuman1991)
CRAZY, CRAZY HIT BY GLENN MAXWELL 🇦🇺🤯🤯🤯
— Farid Khan (@_FaridKhan) February 11, 2024
THIS IS NOT ALLOWED, MAXI 🔥🔥🔥 #AUSvsWI pic.twitter.com/gp8iOV3jmo