ইপিএলে আর্সেনালের দাপটে উড়ে গেল ওয়েস্ট হ্যাম। যদিও এটি তাঁদের হোম ম্যাচ ছিল না। বলা যেতে পারে, কার্যত গতকাল বিপক্ষ শিবিরে ঢুকে প্রবল পরাক্রমে জয় ছিনিয়ে আনলো আর্সেনাল। ওয়েস্ট হ্যামের মাঠে খেলে মিকেল আর্তেতার ফুটবলাররা রবিবার হাফ ডজন গোলে জিতে চাপ বাড়িয়ে তুলল ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের। তবে এদিন জয় আসে ম্যানচেস্টার ইউনাইটেডেরও। ১৭ মিনিটে রাসমাস হয়মুন্ডের শটে পরাস্ত হয় অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলকিপার মার্টিনেজ। তবে এগিয়ে গেলেও সেই লিড ৬৭ মিনিটের ব্যবধানে শোধ হয়ে যায় ডগলাস লুইসের সৌজন্যে। পরবর্তীতে ম্যান ইউয়ের তিন পয়েন্ট নিশ্চিত করেন স্কট ম্যাকটমিনে। ৮৬ মিনিটে স্কোর হয় ২-১।
আর্সেনালকে অবশ্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় প্রথম গোলের জন্য। ৩০ মিনিটের মাথায় তাঁদের প্রথম গোল আসে উইলিয়াম স্যাবিলার পা থেকে। কিন্তু সেখান থেকেই ঘুরে দাঁড়ায় আর্সেনাল। পরের ৩৫মিনিটে তাঁরা স্কোরবোর্ডে যোগ করেন ৬টি গোল। জোড়া গোল করেন বুকায়ো সাকা। প্রথমটি আসে ৪১মিনিটে পেনাল্টি থেকে। ৩-০ করেন গ্যাব্রিয়েল ম্যাগলহায়েস। ৪৪মিনিটের ব্যবধানে। এর পরবর্তী সময় একের পর এক আক্রমণ চলতে থাকে ওয়েস্ট হ্যাম শিবিরে। ঘরের মাঠেও কার্যত কোনঠাসা দেখায় তাঁদের। প্রথমার্ধের সংযুক্ত সময়ে লিওনার্দো ট্রোসার্ডের সৌজন্যে ম্যাচের ফলাফল হয়ে যায় ৬-০। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ৬৩মিনিটের মাথায় সাকা করেন তার দ্বিতীয় গোল, যেটি দলের স্কোরবোর্ডে পঞ্চম। শেষে ৬-০র বিপুল ব্যবধানে জয়ী হয় ডেকলান রাইসের কৃতিত্বে। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে বর্তমানে চোখ রাখলেই স্পষ্ট হয়ে যাচ্ছে যে প্রতিযোগিতা এই মুহূর্তে একেবারে টানটান। প্রতিযোগিতার এই রুদ্ধশ্বাস আবহে ২৪ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৫৪। তাদের থেকে ২ পয়েন্ট কম নিয়ে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। যদিও এক্ষেত্রে পেপ গুয়ার্দিওলার দল একটা ম্যাচ কম খেলেছে। তাই গোল পার্থক্যের হিসেবে তারাই দ্বিতীয় স্থানে অবস্থান করছে। আর্সেনাল সেখানে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে অবস্থান করছে। য়ুর্গেন ক্লপের লিভারপুল শনিবার ৩-১হারায় বার্নলিকে। অন্যদিকে একই দিনে আর্লিং হালান্ডের জোড়া গোলে ম্যানচেস্টার সিটি ২-০ ব্যবধানে জয় লাভ করে এভার্টনের বিরুদ্ধে। ৬-০ জিতে আর্সেনাল ম্যানেজার আর্তেতার বিবৃতি, ‘ এত পয়েন্ট আমাদের কোন দল এসে উপহার দিয়ে যায়নি। শেষ পর্যন্ত ফল যাইহোক ওয়েস্ট হ্যামও যথেষ্ট লড়াই করেছে।’ এইবারের ইংলিশ প্রিমিয়ার লিগে এখন অবধি এটাই আর্সেনালের সবচেয়ে বড় জয়।