টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর জন্য অস্ট্রেলিয়ার প্ৰথম একাদশ বেছে নিলেন অ্যারন ফিঞ্চ

সম্প্রতি, টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর জন্য অস্ট্রেলিয়ার প্ৰথম একাদশ বেছে নিয়েছেন অ্যারন ফিঞ্চ। তার এই পছন্দের প্ৰথম একাদশে জায়গা পাননি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ।

author-image
Manoj Kumar
New Update
Aaron Finch

Aaron Finch. (Photo Source: X)

সম্প্রতি, টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর জন্য অস্ট্রেলিয়ার প্ৰথম একাদশ বেছে নিয়েছেন অ্যারন ফিঞ্চ। তার এই পছন্দের প্ৰথম একাদশে জায়গা পাননি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটার মনে করছেন যে স্মিথের তুলনায় উইকেটরক্ষক-ব্যাটার জশ ইঙ্গলিসের দলে জায়গা পাওয়া উচিত। উল্লেখযোগ্যভাবে, টি-২০ বিশ্বকাপ ২০২৪ জুন মাস থেকে শুরু হবে। ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে এটির আয়োজন করবে।

স্টিভ স্মিথ টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর জন্য অস্ট্রেলিয়া দলে জায়গা করে নিতে চান, তবে সাম্প্রতিক সময়ে তিনি খুব বেশি টি-২০ ক্রিকেট খেলেননি। ৩৪ বছর বয়সী এই ব্যাটার শেষ দুই বছর অস্ট্রেলিয়ান টি-২০ লিগ এবং ইন্ডিয়ান টি-২০ লিগে অংশগ্রহণ করেননি। ওডিআই বিশ্বকাপ ২০২৩ জয়ের পর ভারতের বিরুদ্ধে একটি পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। এই সিরিজের জন্য দলে জায়গা করে নিয়েছিলেন স্মিথ। তবে ৯ই ফেব্রুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শুরু হতে চলা টি-২০ সিরিজে তাকে খেলতে দেখা যাবে না। এরপর, ২১শে ফেব্রুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলা টি-২০ সিরিজের জন্য দলে তিনি জায়গা করে নিয়েছেন। শেষমেশ তিনি টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর জন্য অস্ট্রেলিয়া দলে সুযোগ পান কিনা সেটাই এখন দেখার বিষয়।

অ্যারন ফিঞ্চ বলেন, "আমার মতে এই মুহূর্তে তিনি (স্টিভ স্মিথ) ১১ জনের মধ্যে নেই এবং তার কারণ হল আমি মনে করি এই তালিকায় যথেষ্ট ব্যাটিং ফায়ারপাওয়ার আছে...জশ ইঙ্গলিস, তিনি প্রতিভাবান যে তিনি যেকোনো ভূমিকা পালন করতে পারেন। স্টিভ স্মিথ যে ভূমিকা পালন করেন তিনি সেটাও করতে পারেন এবং তার পাশাপাশি ফিনিশার হিসেবেও খেলতে পারেন।"

"তাঁরা ব্যাটের পাশাপাশি বল হাতেও দলকে অনেকটা সাহায্য করতে পারবে" - অ্যারন ফিঞ্চ

তিনি যোগ করেছেন, "আমরা মার্কাস স্টয়নিস এবং ম্যাট শর্টকে পেয়েছি। ক্যারিবিয়ানের উইকেটে অনেক স্পিন হতে পারে। আমি সেখানে ম্যাট শর্ট এবং মার্কাস স্টয়নিসকে বিকল্প হিসেবে রাখতে চাই। তাঁরা ব্যাটের পাশাপাশি বল হাতেও দলকে অনেকটা সাহায্য করতে পারবে।"

টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর জন্য অ্যারন ফিঞ্চের বাছাই করা অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড  ওয়ার্নার, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইঙ্গলিস, মার্কাস স্টয়নিস/ম্যাট শর্ট, টিম ডেভিড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

Sports News