আইপিএল ২০২৪-এ রশিদ খান এবং নূর আহমেদকে একসাথে খেলানোর ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে গুজরাট টাইটান্স, মনে করছেন আকাশ চোপড়া

হার্দিক পান্ডিয়া এবং মহম্মদ শামির অনুপস্থিতিতে গুজরাট টাইটান্স রশিদ খান এবং নূর আহমেদ উভয়কেই প্ৰথম একাদশে জায়গা দিতে পারবে কিনা সেই ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া।

author-image
Manoj Kumar
New Update
Aakash Chopra

Aakash Chopra. (Photo Source: X)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের উদ্বোধনী মরসুমে ট্রফি জিতেছিল গুজরাট টাইটান্স (জিটি)। এরপর, আইপিএল ২০২৩-এ ফাইনালে গিয়ে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের (সিএসকে) কাছে হেরেছিল জিটি। উল্লেখযোগ্যভাবে, উভয় মরসুমেই গুজরাট ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তবে, আইপিএল ২০২৪-এ তাঁর পরিষেবা পাবে না গুজরাট টাইটান্স। ট্রেডিংয়ের মাধ্যমে নিজের পুরোনো দল মুম্বাই ইন্ডিয়ান্সে (এমআই) অধিনায়ক হিসেবে যোগ দিয়েছেন হার্দিক পান্ডিয়া। শুভমন গিলকে নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে জিটি।

আইপিএল ২০২৩-এ গুজরাট টাইটান্সের হয়ে অভিষেক করেছিলেন আফগানিস্তানের প্রতিভাবান স্পিনার নূর আহমেদ। এই মরসুমে তিনি ১৩টি ম্যাচ খেলে ১৬টি উইকেট শিকার করেছিলেন। তাঁর গড় এবং স্ট্রাইক রেট ছিল যথাক্রমে ২৩.০৬ এবং ৭.৮২। তাঁর এবং রশিদ খানের জুটি জিটিকে অনেক সফলতা এনে দিয়েছিল।

হার্দিক পান্ডিয়া এবং মহম্মদ শামির অনুপস্থিতিতে গুজরাট টাইটান্স রশিদ খান এবং নূর আহমেদ উভয়কেই প্ৰথম একাদশে জায়গা দিতে পারবে কিনা সেই ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া।

নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে আকাশ চোপড়া বলেন, "গুজরাটে রশিদ খান নামে একজন 'করামতি' খান আছেন। তিনি সত্যিই অসামান্য। আইপিএলের সময় তাঁর চোট ঠিক হয়ে যাবে। তারপর তাদের কাছে নূর আহমেদ নামে একজন বোলার আছে। তাঁরা দুজনেই নিশ্চিতভাবে একাদশে খেলবেন।"

তিনি যোগ করেছেন, "তবে, শামির অনুপস্থিতি কি কোনো পার্থক্য করবে? হার্দিকের চলে যাওয়ায় তারা কি দুজন বিদেশী স্পিনারকে খেলাতে পারবে না? এটা একটি সমস্যার বিষয় হতে চলেছে। তাদের একজন স্পিনারকে বেছে নিতে হতে পারে।"

গুজরাট টাইটান্সের স্কোয়াডে আফগানিস্তানের তিনজন খেলোয়াড় রয়েছে

গুজরাট টাইটান্সের স্কোয়াডে বরাবরই আফগানিস্তানের খেলোয়াড়দের আধিক্য দেখা গেছে। আইপিএল ২০২২-এ জিটির স্কোয়াডে রশিদ খান, নূর আহমেদ এবং রহমানউল্লাহ গুরবাজ ছিলেন। ২০২৩ সালে কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) যোগ দিয়েছিলেন গুরবাজ। এরপর, ২০২৩ সালের ডিসেম্বর মাসে নিলামে আফগানিস্তানের প্রতিভাবান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে কিনেছিল জিটি।

২৪শে মার্চ, রবিবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল ২০২৪-এ নিজেদের প্ৰথম ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে গতবারের রানার্স-আপ গুজরাট টাইটান্স। শুভমন গিলের নেতৃত্বে আইপিএলের ১৭তম সংস্করণে জিটি সফলতা পায় কিনা সেটাই এখন দেখার বিষয়।

Sports News