ইন্ডিয়ান টি২০ লিগের অন্যতম সেরা তিন সফল অধিনায়কের মধ্যে একজন হলেন গৌতম গম্ভীর। কলকাতাকে দুবার চ্যাম্পিয়ন করেছেন তিনি। চলতি মরসুমে নতুন ভূমিকায় দেখা যাবে গম্ভীরকে। আগেই জানিয়ে দিয়েছেন রাজনীতি থেকে সাময়িক অবসরের সিদ্ধান্ত। এই বছর কলকাতা দলের মেন্টর তিনি। আইপিএল শুরুর আগে সমস্ত কলকাতার ক্রিকেটারদের সতর্কবার্তা শোনালেন গৌতম। গম্ভীর স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে ইন্ডিয়ান টি২০ লীগ আদপেই কোনো বিনোদন নয়। এখানে জিততে হলে কঠিন লড়াই করতে হবে। তার জন্য প্রতিটি ক্রিকেটারকে সব সময় তৈরি থাকতে হবে। সম্প্রচারকারী চ্যানেলে ইতিমধ্যেই একটি সাক্ষাৎকার দিয়েছেন ভারতীয় দলের এই প্রাক্তন তারকা। তিনি বলেন, ‘ আমি প্রথম দিনই স্পষ্ট করে দিয়েছি যে ইন্ডিয়ান টি-টোয়েন্টি লিগ কোনভাবেই কোনও ছেলেখেলা নয়। যতই এর মধ্যে বিনোদন ও বলিউড যুক্ত থাকুক, দিনের শেষে যে দল নিজের সেরা খেলাটা খেলতে পারবে তারাই এই টুর্নামেন্টে জয়লাভ করবে। কারণ এই লীগ বিশ্বের অন্যতম কঠিন লিগগুলির একটি। তাই এখানে সফল হতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে।’
আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সব থেকে বেশি মিল ইন্ডিয়ান টি২০ লিগের রয়েছে বলেই মনে করছেন গৌতম গম্ভীর। তিনি একটি বিবৃতিতে বলেছেন, ‘ইন্ডিয়ান টি২০ লিগ আন্তর্জাতিক ক্রিকেটের থেকে কোন অংশে কম নয়। মাঠে নেমে চাপ সামলানো যথেষ্টই কঠিন।’
আরো একবার মাঠে সফল হতে চান গৌতম গম্ভীর। তবে এবার ভূমিকাটা আলাদা। কলকাতার মেন্টরের চেয়ার তাঁর অধীনে। সেই জন্যই দলের ক্রিকেটারদের এখন থেকেই সতর্ক বাণী শুনিয়ে রেখেছেন গম্ভীর। তিনি জানিয়েছেন, ‘ কলকাতার সমর্থকরা যথেষ্ট আবেগপ্রবণ। তাই প্রতিটা মুহূর্তে ওদের সঙ্গে আমাদের সৎ থাকতে হবে। ওদের মুখে হাসি ফুটিয়ে তুলতে হবে। আমি অনেক দলে থেকেছি। কিন্তু কলকাতার মতো অনুগত সমর্থক কোথাও দেখিনি। প্রথম তিন বছর খারাপ পারফর্ম করার পরেও, ওরা দলকে ছেড়ে যায়নি। দলের পাশে থেকেছে। এই সমর্থনের প্রতিদান ওদের ফিরিয়ে দিতে হবে।’ বেজে গিয়েছে ইন্ডিয়ান টি২০ লিগের দামামা। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এবং গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই। অন্যদিকে ২৩শে মার্চ হায়দ্রাবাদের বিরুদ্ধে অভিযান শুরু করতে চলেছে কলকাতা। তাই যাত্রা শুরুর আগে ট্রফি এনে দেওয়া প্রাক্তন অধিনায়ক ও বর্তমান মেন্টরের ভোকাল টনিক, অনেকটাই উজ্জীবিত করবে রিঙ্কু সিংহদের, একথা বলাই যায়।