ধোনির চেন্নাইকে এবারও প্লেঅফে দেখছেন সুনীল গাভাসকর

এখনও পর্যন্ত লিগের সবচেয়ে ধারাবাহিক দলের তকমা রয়েছে চেন্নাইয়ের। শেষবার ২০২৩ সালেও ইন্ডিয়ান টি টোয়েন্টি লিগ চ্যাম্পিয়ন হয়েছিল এমএস ধোনির চেন্নাই ব্রিগেড।

author-image
Manoj Kumar
New Update
Sunil Gavaskar

Sunil Gavaskr. ( Image Source: Twitter )

ইন্ডিয়ান টি২০ লিগের মঞ্চে এই মুহূর্তে সবচেয়ে ধারাবাহিক দলের তকমা রয়েছে চেন্নাইয়ের গায়ে। শেষবারও ২০২৩ সালে টি টোয়েন্টি লিগ হয়েছে চেন্নাই। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রতিবছরই দুর্ধর্ষ পারফরম্যান্স দেখায় এই দলটি। আর মাত্র ছয়  সপ্তাহ পরই ফের শুরু হতে চলেছে ক্যাশরীচ লিগ। সেখানেও চেন্নাইকে নিয়ে বেশ আশাবাদী প্রাক্তন ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাসকর। তাঁর মতে এবারের লিগেও প্রথম চারের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে চেন্নাইয়ের। তবে ফেভারিট তারাই হবে কিনা তা নিয়ে কোনও ইঙ্গিত দেননি সুনীল গাভাসকর।

২০২৩ সালেও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সকলকে চমকে দিয়েছিল চেন্নাইয়ের এই দলটি। ফাইনালের মঞ্চে তাদের সামনে ছিল অন্যতম শক্তিশালী দল গুজরাত। কিন্তু ধোনির ক্ষুরধার বুদ্ধির সামনে হার্দিক পান্ডিয়ার গুজরাত সেভাবে এঁটে উঠতে পারেনি। সেইসঙ্গেই ছবার ইন্ডিয়ান টি টোয়েন্টি লিগ জয়ের রেকর্ড গড়েছিলেন এমএস ধোনিরা। সেই পারফরম্যান্সের কথা মাথায় রেখেই এবারও চেন্নাইকে নিয়ে বেশ আশার কথাই শোনাচ্ছেন ভারতের এই কিংবদন্তী ক্রিকেটার।

২০২৩ সালে লিগ চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই

এখনও পর্যন্ত মুম্বই বাদে ভারতের এই ক্যাশরীচ লিগের সবচেয়ে সফল দলের তকমা রয়েছে চেন্নাইয়ের গায়ে। একইসঙ্গে সবচেয়ে ধারাবাহিক দলও তারা। এখনও পর্যন্ত ১৪টি মরসুমের মধ্যে ১২ বারই প্লেঅফের গন্ডী টপকেছে চেন্নাই। সেখানেই ছয়বার চ্যাম্পিয়নের মুকুট উঠেছে তাদের গায়ে। এমন পরিসংখ্যান দেখেই সুনীল গাভাসকরও এমএস ধোনির চেন্নাইকে এবারের লিগেও প্রথম চারের মধ্যে দেখছেন। এবারের নিলাম থেকেও একের পর ভাল ক্রিকেটারদের তুলে নিয়েছে চেন্নাই। রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেলদের মতো তারকা ক্রিকেটাররা রয়েছেন ধোনির চেন্নাই শিবিরেই। একইসঙ্গে মুস্তাফিজুর রহমানের মতো বোলারও রয়েছে তাদের দলেই। সবদিক বিচার করেই চেন্নাইকে প্রথম চারে রাখছেন গাভাসকর।

তিনি সম্প্রচারকারী সংস্থায় এই প্রসঙ্গে জানিয়েছেন, "আমি মনে করি যে চেন্নাই এবারও প্রথম চারের মধ্যে থাকতে চলেছে। যদিও কোনও দলকেই নিশ্চিত করে ফেভারিট বলা সম্ভব নয়। কিন্তু যেভাবে চেন্নাই পারফরম্যান্স দেখাচ্ছে বছরের পর বছর। বিশেষ করে ১৬টি মরসুমের মধ্যে ১২বারই তারা প্লেঅফে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। সেজন্য ১৩ বারও তেমনটা হলে অবাক হওয়ার মতো কিছু থাকবে না"।

সবকিছু ঠিকঠাক চললে এবারই হয়ত শেষবার চেন্নাইয়ের জার্সিতে বাইশগজে নামতে চলেছেন এমএস ধোনি। সেখানে তিনিও যে একটা স্মরণীয় কিছু করতে চাইবেন তা বলার অপেক্ষা রাখে না। সুনীল গাভাসকরের ভবিষ্যদ্বানী সঠিক হয় কিনা সেটাই এখন দেখার।

Sports News