ক্যাশরিচ লিগে শামার জোসেফ, মার্ক উডের পরিবর্তে লখনউয়ে এলেন স্পীডস্টার

ইন্ডিয়ান টি২০ লিগে লখনউয়ে মার্ক উডের পরিবর্তে এলেন শামার জোসেফ। অস্ট্রেলিয়ার ঘরের মাঠে টেস্ট সিরিজে সেরা ক্রিকেটার হয়েছিলেন এই ক্যারিবিয়ান তরুণ।

author-image
Manoj Kumar
New Update
Shamar Joseph

Shamar Joseph. ( Image Source: X)

অস্ট্রেলিয়ার ঘরের মাঠে  তাদের বিরুদ্ধে দুর্ধর্ষ বোলিং করে গোটা বিশ্বের নজর কেড়েছিলেন শামার জোসেফ। সেই থেকেই যেন ক্রিকেট দুনিয়ার নতুন সেনসেশন হয়ে উঠেছেন তিনি। এবার সেই শামার জোসেফই ভারতের ক্যাশরীচ লিগের আসরে। নিরাপত্তা রক্ষী থেকে এবার কোটিপতির আসনে বসলেন এই তরুণ ক্যারিবিয়ান স্পীডস্টার। শনিবারই লখনউয়ে মার্ক উডের পরিবর্ত ক্রিকেটার হিসাবে এলেন এই ক্যারিবিয়ান তরুণ ক্রিকেটার। সিপিএলে নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছেন তিনি। এবার ক্যাশরিচ লিগের মঞ্চেও তিনি তাঁর সেরা পারফরম্যান্স দেখাতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৭ বছর পর টেস্ট জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তাও আবার অস্ট্রেলিয়ার সবচেয়ে শক্তিশালী গড় গাব্বায়। সেখানেই ওয়েস্ট ইন্ডিজের জয়ের প্রধান কারিগড় ছিলেন এই তরুণ ক্রিকেটার। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার তারকাখচিত ব্যাটিং লাইনআপকে একাই কার্যত শেষ করে দিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচের সেরা ক্রিকেটরের পুরস্কার যেমন পেয়েছিলেন তিনি, তেমনই সিরিজের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। সেই থেকেই এই তরুণ ক্রিকেটারকে নিয়ে শুরু হয়ে গিয়েছিল নানান আলোচনা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের সেরা হয়েছিলেন শামার জোসেফ

তবে ক্রিকেটের মঞ্চে এই জায়গায় পৌঁছতে তাঁকে যে বহু কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। নিউ আমস্টারডামে একসময় কনস্ট্রাকশন সাইটে লেবারের চাকরি করা থেকে নিরাপত্তা রক্ষীর চাকরিও করতে হয়েছিল এই ক্যারিবিয়ান স্পীডস্টারকে। কিন্তু এতকিছুর মধ্যেও ক্রিকেট খেলার স্বপ্ন নষ্ট হতে দেননি শামার জোসেফ। সেই চেষ্টাই তাঁকে ধীরে ধীরে সাফল্যের রাস্তায় এগিয়ে দিয়েছেন। কার্যত রোমারিও শেফার্ডের হাত ধরেই ধীরে ধীরে ভাগ্যবদল শুরু হয়েছিল এই তরুণ ক্রিকেটারের।

রোমারিও শেফার্ডই প্রথমবার তাঁকে ওয়েস্ট ইন্ডিজ দলের কোচের কাছে নিয়ে যান। সেখান থেকেই কার্টলি অ্যামব্রোসের অ্যাকাডেমিতে জায়গা করে নিয়েছিলেন শামার জোসেফ। সেই থেকেই সাফল্যের রাস্তায় এগনো শুরু করেছিলেন।  ট্রায়াল ম্যাচেই আট উইকেট নিয়েছিলেন। এরপর ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট ডিভিশন ক্রিকেটের মঞ্চে অভিষেক ম্যাচেই ৬ উইকেট তুলে নিয়েছিলেন তিনি।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নেট বোলার হিসাবে এসেই নজর কেড়েছিলেন তিনি। এরপরই কিমো পলের জায়গায় গুয়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন শামার জোসেফ। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে এক ইনিংসেই তুলে নিয়েছিলেন ৭ উইকেট। অজি ব্যাটিং লাইনআপকে শেষ করে দিয়েছিলেন তিনি। সেই শামার জোসেফ এবার ইন্ডিয়ান টি টোয়েন্টি লিগে। সেখানেই লখনউতে এলেন ৩ কোটি টাকায়।

Sports News