ঋষভ পন্থের মাঠে ফেরা নিয়ে আত্মবিশ্বাসী সৌরভ গঙ্গোপাধ্যায়

২০২২ সালের শেষে ভয়াবহ গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। সেই থেকেই আর মাঠে নামতে পারেননি ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। এবারই আইপিএলের মঞ্চে ফিরছে ঋষভ পন্থ।

author-image
Manoj Kumar
New Update
Rishabh Pant

Rishabh Pant. (Image Source: X )

সবকিছু ঠিকঠাক চললে এই মরসুমেই আইপিএলের মঞ্চ দিয়ে প্রত্যাবর্তন করতে চলেছেন ঋষভ পন্থ। তাঁকে নিয়েই এবার আশার সুর শোনা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে। কয়েকদিন আগেই নিজের প্রস্তুতির ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ। এই মুহূর্তে তিনি যে মাঠে ফেরার জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করছেন তা বলতে কোনও দ্বিধা করলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা দিল্লির ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে মাঠে ফেরার জন্য ঋষভ পন্থ অত্যন্ত মরিয়া হয়ে রয়েছেন। ঋষভ পন্থ নিজেও নাকি অত্যন্ত আত্মবিশ্বাসী।

এই প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এটাই সত্যিই আমাদের কাছে একটা বড় পাওনা। কারণ ভারতীয় ক্রিকেটাররা আইপিএলের মঞ্চে সকলেই গুরুত্বপূর্ণ। যদিও তিনি এখনও পর্যন্ত বেশী ক্রিকেট ম্যাচ খেলেননি। তবে খুব শীঘ্রই তিনি ছন্দে ফিরবেন বলে মনে করছি। প্রায় ১৭ থেকে ১৮ মাস ঋষভ পন্থ প্রতিযোগিতামূলক ক্রিকেটের থেকে বাইরে রয়েছেন। প্রত্যাবর্তনের জন্য তিনি অত্যন্ত কঠোর পরিশ্রম করছেন। তিনি যেমন আত্মবিশ্বাসী রয়েছেন তেমনই ভারত ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছেন। আমি খুবই খুশি যে তিনি ফিরছেন এবং গোটা মরসুম খেলতে পারবেন।

২০২২ সালের শেষে ভয়াবহ গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ

২০২২ সালের শেষেই এক ভয়াবহ গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। সেই সময় থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। দেশের জার্সিতে আইপিএল থেকে বিশ্বকাপ একটি জায়গাতেও দেখা যায়নি তাঁকে। অবশেষে এবারের আইপিএল দিয়েই ফের একবার মাঠে ফিরতে চলেছেন ঋষভ পন্থ। তার জন্যই প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাননা তিনি। যদিও এবারের আইপিএলে দিল্লির হয়ে তাঁকে উইকেট কিপিং করতে দেখা যাবে না। অধিনায়ক এবং ব্যাটার হিসাবেই খেলবেন ঋষভ পন্থ।

দেশের জার্সিতে যেমন কোনও ম্যাচে নামতে পারেননি তিনি, তেমনই গতবছরের আইপিএলের মঞ্চেও দেখা যায়নি ঋষভ পন্থকে। গতবছর দিল্লির হয়ে ঋষভ পন্থের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন ডেভিড ওয়ার্নার। নতুন বছরের শুরুতেই অবশ্য খানিকটা স্বস্তির খবর দিল্লি শিবিরের তরফে। এবারের আইপিএলে উফের দিল্লির জার্সিতে মাঠে নামতে চলেছেন ঋষভ পন্থ। ফের একবার তাঁর হাত থেকে বিধ্বংসী ইনিংস দেখা যায় কিনা সেটাই দেখারপ অপেক্ষায় রয়েছে ভারতীয় ক্রিকেট মহল।

২০২৩ সালেই কলকাতায় দিল্লি ক্যাপিটালসের প্রাক মরসুম প্রস্তুতিতে যোগ দিয়েছিলেন ঋষভ পন্থ। সেই থেকেই তাঁর মাঠে ফেরার গুঞ্জনটা শুরু হয়েছিল। অবশেষে কয়েকদিন আগেই তাঁর আইপিএল দিয়ে প্রত্যাবর্তনের কথা সকলের সামনে এসেছে। এখন শুধুই ঋষভ পন্থের মাঠে নামার অপেক্ষায় রয়েছেন সকলে।

Sports News