বড়সড় কোনও অঘটন না ঘটলে আসন্ন আইপিএল দিয়েই ফের বাইশগজে প্রত্যাবর্তন হতে চলেছে ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থের। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মাঠে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন তিনিও। সেইজন্যই এই মুহূর্তে কোনওরকম সুযোগ হাতছাড়া করতে চাননা ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেখানেই নামার জোর কদমে প্রস্তুতি চালাচ্ছেন ঋষভ পন্থ। নিজের সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় এবার দিয়েছেন ঋষভ পন্থ। মাঠে ফেরার কোনও সুযোগই যে তিনি ছাড়তে চাননা তা কার্যত স্পষ্ট। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
২০২২ সালের শেষেই এক ভয়াবহ গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। সেই সময় থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। দেশের জার্সিতে আইপিএল থেকে বিশ্বকাপ একটি জায়গাতেও দেখা যায়নি তাঁকে। অবশেষে এবারের আইপিএল দিয়েই ফের একবার মাঠে ফিরতে চলেছেন ঋষভ পন্থ। তার জন্যই প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাননা তিনি। যদিও এবারের আইপিএলে দিল্লির হয়ে তাঁকে উইকেট কিপিং করতে দেখা যাবে না। অধিনায়ক এবং ব্যাটার হিসাবেই খেলবেন ঋষভ পন্থ।
২০২৩ সালে দিল্লির প্রাক মরসুম প্রস্তুতিতে যোগ দিয়েছিলেন ঋষভ পন্থ
ভয়াবহ গাড়ী দূর্ঘটনাক কবলে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন ঋষভ পন্থ। দেশের জার্সিতে যেমন কোনও ম্যাচে নামতে পারেননি তিনি, তেমনই গতবছরের আইপিএলের মঞ্চেও দেখা যায়নি ঋষভ পন্থকে। গতবছর দিল্লির হয়ে ঋষভ পন্থের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন ডেভিড ওয়ার্নার। নতুন বছরের শুরুতেই অবশ্য খানিকটা স্বস্তির খবর দিল্লি শিবিরের তরফে। এবারের আইপিএলে উফের দিল্লির জার্সিতে মাঠে নামতে চলেছেন ঋষভ পন্থ। ফে একবার তাঁর হাত থেকে বিধ্বংসী ইনিংস দেখা যায় কিনা সেটাই দেখারপ অপেক্ষায় রয়েছে ভারতীয় ক্রিকেট মহল।
Pushing the limits 💪#RP17 pic.twitter.com/XyDmSWic3H
— Rishabh Pant (@RishabhPant17) February 27, 2024
কয়েকদিন আগেই ঋষভ পন্থকে নিয়ে মুখ খুলেছিলেন তাদের মেন্টর রিকি পন্টিং। সেখানেই তাঁর এবারের আইপিএলে দলের হয়ে ফেরার একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তবে ঋষভ পন্থকে আবারও সেই উইকেটকিপার হিসাবে দেখার সম্ভাবনা একেবারেই নেই। শোনাযাচ্ছে অধিনায়কের দায়িত্ব সামলানোর পাশাপাশি ব্যাটার হিসাবেই খেলবেন ঋষভ পন্থ। কিন্তু উইকেটকিপিং করবেন না তিনি।
২০২৩ সালেই কলকাতায় দিল্লি ক্যাপিটালসের প্রাক মরসুম প্রস্তুতিতে যোগ দিয়েছিলেন ঋষভ পন্থ। সেই থেকেই তাঁর মাঠে ফেরার গুঞ্জনটা শুরু হয়েছিল। অবশেষে কয়েকদিন আগেই তাঁর আইপিএল দিয়ে প্রত্যাবর্তনের কথা সকলের সামনে এসেছে। এখন শুধুই ঋষভ পন্থের মাঠে নামার অপেক্ষায় রয়েছেন সকলে।